প্রযুক্তি ডেস্ক
সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে সরকারি অর্থায়নে পরিচালিত মিডিয়া সংস্থা বলে অভিহিত করে টুইটার। গত রবিবার (৯ এপ্রিল) বিবিসির টুইটার প্রোফাইলে ‘সরকার পোষিত সংবাদ সংস্থা’ লেখা দেখা যায়। এর পরিপ্রেক্ষিতে প্রতিবাদ জানায় বিবিসি। তবে বিবিসির অধীনে থাকা অন্যান্য অ্যাকাউন্টগুলোতে এই ধরনের কোনো লেখা দেখা যায়নি। আজ বিবিসিকেই সাক্ষাৎকার দেন মাস্ক। টুইটার নিয়ে আলাপকালে প্ল্যাটফর্মটি চালানো বেশ যন্ত্রণাদায়ক একটা কাজ বলেন তিনি।
গত মঙ্গলবার (১১ এপ্রিল) স্থানীয় সময় রাত ৮টায় টুইটারের সান ফ্রান্সেসকো কার্যালয়ে বিবিসির রিপোর্টার জেমস ক্লেটন মাস্কের এই সাক্ষাৎকার নেন। একই দিন সকালে ক্লেটনের সাক্ষাৎকারের অনুরোধে সারা দেন মাস্ক। ওই দিন রাতেই সাক্ষাৎকার দেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন টুইটার প্রধান। ইন্টারভিউটি বিবিসিতে লাইভ প্রচার করা হয়।
ইন্টারভিউতে মাস্ক জানান, তিনি বিবিসির প্রোফাইল থেকে ‘সরকার পোষিত সংবাদ সংস্থা’ বদলে ‘পাবলিক পোষিত সংবাদ সংস্থা’ করে দেবেন। একপর্যায়ে তিনি টুইটার চালানোকে বেশ যন্ত্রণাদায়ক একটা কাজ বলে জানান। ইন্টারভিউতে ছাঁটাই সম্পর্কেও কথা বলেন তিনি। মাস্ক বলেন, ছাঁটাইয়ের ফলে টুইটারের কর্মী সংখ্যা ৮ হাজার থেকে এখন ১ হাজার ৫০০ তে নেমেছে।
টুইটার নিয়ে মাস্কের নিত্যনতুন সিদ্ধান্ত নিয়মিতই জন্ম দিচ্ছে নানা আলোচনা-সমালোচনার। সম্প্রতি পুরোনো ব্লু টিকধারী প্রোফাইলগুলো থেকে ব্লু টিক মুছে ফেলার সিদ্ধান্ত নিয়ে সমালোচনার মাঝেই নতুন এক পরিবর্তন দেখা গেল এই মাইক্রো ব্লগের সাইটে। টুইটারের ব্লু বার্ড লোগোটি পরিবর্তন করে একটি কুকুরের মিম এর লোগো ব্যবহার করা হয়েছে।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, গত সোমবার (৩ এপ্রিল) ক্রিপ্টোকারেন্সি ফার্ম ডজকয়েনের লোগোর মতো একটি লোগো টুইটারের ওয়েব সংস্করণে ব্যবহার করা হয়। তবে টুইটারের মোবাইল অ্যাপে কোনো পরিবর্তন দেখা যায়নি। ব্যবহারকারীরা লক্ষ করেন, টুইটারের হোমপেজ ও লোডিং স্ক্রিনে টুইটারের বহুল পরিচিত ব্লু-বার্ড লোগোর বদলে জাপানি কুকুরের জাত শিবা ইনুর মুখের আদলে তৈরি ডজকয়েন ক্রিপ্টোকারেন্সির লোগো দেখা যাচ্ছে। এই শিবা ইনুর মুখ মূলত ইন্টারনেট জগতে ভাইরাল হওয়া একটি ‘মিম’ টেমপ্লেট। মাস্ক এই পরিবর্তনের কারণ ব্যাখ্যা না করলেও টুইটারের লোগোতে আবার ফিরেছে চিরচেনা নীল পাখি।
সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে সরকারি অর্থায়নে পরিচালিত মিডিয়া সংস্থা বলে অভিহিত করে টুইটার। গত রবিবার (৯ এপ্রিল) বিবিসির টুইটার প্রোফাইলে ‘সরকার পোষিত সংবাদ সংস্থা’ লেখা দেখা যায়। এর পরিপ্রেক্ষিতে প্রতিবাদ জানায় বিবিসি। তবে বিবিসির অধীনে থাকা অন্যান্য অ্যাকাউন্টগুলোতে এই ধরনের কোনো লেখা দেখা যায়নি। আজ বিবিসিকেই সাক্ষাৎকার দেন মাস্ক। টুইটার নিয়ে আলাপকালে প্ল্যাটফর্মটি চালানো বেশ যন্ত্রণাদায়ক একটা কাজ বলেন তিনি।
গত মঙ্গলবার (১১ এপ্রিল) স্থানীয় সময় রাত ৮টায় টুইটারের সান ফ্রান্সেসকো কার্যালয়ে বিবিসির রিপোর্টার জেমস ক্লেটন মাস্কের এই সাক্ষাৎকার নেন। একই দিন সকালে ক্লেটনের সাক্ষাৎকারের অনুরোধে সারা দেন মাস্ক। ওই দিন রাতেই সাক্ষাৎকার দেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন টুইটার প্রধান। ইন্টারভিউটি বিবিসিতে লাইভ প্রচার করা হয়।
ইন্টারভিউতে মাস্ক জানান, তিনি বিবিসির প্রোফাইল থেকে ‘সরকার পোষিত সংবাদ সংস্থা’ বদলে ‘পাবলিক পোষিত সংবাদ সংস্থা’ করে দেবেন। একপর্যায়ে তিনি টুইটার চালানোকে বেশ যন্ত্রণাদায়ক একটা কাজ বলে জানান। ইন্টারভিউতে ছাঁটাই সম্পর্কেও কথা বলেন তিনি। মাস্ক বলেন, ছাঁটাইয়ের ফলে টুইটারের কর্মী সংখ্যা ৮ হাজার থেকে এখন ১ হাজার ৫০০ তে নেমেছে।
টুইটার নিয়ে মাস্কের নিত্যনতুন সিদ্ধান্ত নিয়মিতই জন্ম দিচ্ছে নানা আলোচনা-সমালোচনার। সম্প্রতি পুরোনো ব্লু টিকধারী প্রোফাইলগুলো থেকে ব্লু টিক মুছে ফেলার সিদ্ধান্ত নিয়ে সমালোচনার মাঝেই নতুন এক পরিবর্তন দেখা গেল এই মাইক্রো ব্লগের সাইটে। টুইটারের ব্লু বার্ড লোগোটি পরিবর্তন করে একটি কুকুরের মিম এর লোগো ব্যবহার করা হয়েছে।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, গত সোমবার (৩ এপ্রিল) ক্রিপ্টোকারেন্সি ফার্ম ডজকয়েনের লোগোর মতো একটি লোগো টুইটারের ওয়েব সংস্করণে ব্যবহার করা হয়। তবে টুইটারের মোবাইল অ্যাপে কোনো পরিবর্তন দেখা যায়নি। ব্যবহারকারীরা লক্ষ করেন, টুইটারের হোমপেজ ও লোডিং স্ক্রিনে টুইটারের বহুল পরিচিত ব্লু-বার্ড লোগোর বদলে জাপানি কুকুরের জাত শিবা ইনুর মুখের আদলে তৈরি ডজকয়েন ক্রিপ্টোকারেন্সির লোগো দেখা যাচ্ছে। এই শিবা ইনুর মুখ মূলত ইন্টারনেট জগতে ভাইরাল হওয়া একটি ‘মিম’ টেমপ্লেট। মাস্ক এই পরিবর্তনের কারণ ব্যাখ্যা না করলেও টুইটারের লোগোতে আবার ফিরেছে চিরচেনা নীল পাখি।
প্রথমবারের মতো নিজস্ব মাইক্রো আরজিবি প্রযুক্তির টিভি বাজারে আনলো স্যামসাং। চলতি বছর সিইএস ২০২৫-এ প্রথমবারের মতো জনসম্মুখে আনার পর এবার দক্ষিণ কোরিয়ায় এই অত্যাধুনিক টিভির বিক্রি শুরু করেছে প্রযুক্তি জায়ান্টটি। ১১৫ ইঞ্চির এই টিভিটির মূল্য ধরা হয়েছে ৪৪ দশমিক ৯ মিলিয়ন কোরিয়ান ওন (প্রায় ৩৯ লাখ ৩৫ হাজার ৯
১২ ঘণ্টা আগেপ্রায় তিন দশক ধরে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের টেলিফোন লাইনের মাধ্যমে ইন্টারনেটে সংযুক্ত করে রাখা এওএল (AOL) অবশেষে তার ডায়াল-আপ মডেম সেবা বন্ধ করার ঘোষণা দিয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে এই সেবা আর পাওয়া যাবে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
১৪ ঘণ্টা আগেগুগলের জনপ্রিয় ইন্টারনেট ব্রাউজার ক্রোম কিনতে চায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্টার্টআপ পারপ্লেক্সিটি। এর জন্য একটি আকর্ষনীয় প্রস্তাব দিয়েছে তারা। ক্রোম কেনার জন্য ৩৪ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার প্রস্তাব করেছে তারা!
১৫ ঘণ্টা আগেনতুন গ্রাহকদের আকৃষ্ট করতে একের পর এক প্রণোদনা দিচ্ছে বিশ্বজুড়ে উচ্চগতির স্যাটেলাইট ইন্টারনেট সেবা দেওয়া প্রতিষ্ঠান স্টারলিংক। এবার যুক্তরাষ্ট্রের নির্দিষ্ট কিছু অঞ্চলের জন্য তারা নিয়ে এসেছে তাদের ইতিহাসের অন্যতম বড় ছাড়।
১৫ ঘণ্টা আগে