পশ্চিমাদের ধোঁকা দিয়ে ক্ষুদ্রাকৃতির আধুনিক সিলিকন চিপ দিয়ে ৫জি স্মার্টফোন হুয়াওয়ে মেট ৬০ প্রো তৈরি করেছে চীন। এই চিপ রপ্তানিতে যুক্তরাষ্ট্রসহ মিত্রদের নিষেধাজ্ঞার কারণে বিষয়টি চীনের পক্ষে সম্ভব হবে না বলে মনে করা হয়েছিল। কিন্তু বাস্তবে উল্টোটা ঘটল।
প্রযুক্তি বিষয়ক বিশ্লেষক সংস্থা টেকইনসাইটসকে উদ্ধৃত করে গার্ডিয়ান বলছে, হুয়াওয়ের মেট ৬০ প্রো ফোনটিতে নতুন চিপ কিরিন ৯০০০ এস ব্যবহার করা হয়েছে। এই চিপ চীনের সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং ইন্টারন্যাশনাল কর্প (এসএমআইসি) তৈরি করেছে। চিপটিতে সর্বপ্রথম ৭ ন্যানোমিটার প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
২০১৯ সালে চিপ তৈরির টুল ব্যবহারে হুয়াওয়ে কোম্পানির উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। কোম্পানিটি ৫জি নেটওয়ার্কের সরঞ্জাম উৎপাদক হলেও এত দিন আগের চিপ দিয়েই স্মার্টফোনগুলো তৈরি করছিল।
বিভিন্ন দেশে জাতীয় নিরাপত্তার স্বার্থে ফাইভ আইস সিকিউরিটি অ্যালায়েন্স (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা ও নিউজিল্যান্ড) হুয়াওয়ের ৫জি নেটওয়ার্কের উপকরণগুলো রপ্তানি বন্ধ করে দেয়।
হুয়াওয়ে যুক্তরাষ্ট্রের লিসবনের আদালতে অপারেটরদের বিরুদ্ধে মামলা করেছে। কোম্পানিটি অভিযোগ করেছে, ৫জি মোবাইল নেটওয়ার্কে তাদের সরঞ্জামগুলি ব্যবহার করতে বাঁধা দেওয়া হয়েছে।
এর আগে ১৪এনএম চিপ তৈরি করেছে এসএমআইসি। কিন্তু ২০২০ সালে ডাচ কোম্পানি এসএমএল থেকে চিপ তৈরির প্রয়োজনীয় যন্ত্র কেনায় নিষেধাজ্ঞা পায়। তবে নিষেধাজ্ঞার বাইরে থাকা কিছু কিছু সাধারণ যন্ত্র কিনে তা দিয়ে ৭ এনএম চিপ তৈরি করে। এই চিপগুলোর মধ্যে ৫০ শতাংশ স্মার্টফোনে ব্যবহার করা যাবে।
গত সপ্তাহ থেকে মেট ৬০ প্রো ফোনটি বিক্রি শুরু করে হুয়াওয়ে। বিজ্ঞাপনের স্পেসিফিকেশন অনুযায়ী, ফোনটিতে স্যাটেলাইটের মাধ্যমে কল করা যাবে। তবে চিপের কার্যক্ষমতা নিয়ে কোনো তথ্য জানা যায়নি।
গ্রাহকরা ইতিমধ্যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফোনটির রিভিউ প্রকাশ করছে। রিভিউয়ের ভিডিওতে দেখা যায়, অন্যান্য ফোনের তুলনায় এই মডেলটির ডাউনলোড স্পিড অনেক বেশি।
পশ্চিমাদের ধোঁকা দিয়ে ক্ষুদ্রাকৃতির আধুনিক সিলিকন চিপ দিয়ে ৫জি স্মার্টফোন হুয়াওয়ে মেট ৬০ প্রো তৈরি করেছে চীন। এই চিপ রপ্তানিতে যুক্তরাষ্ট্রসহ মিত্রদের নিষেধাজ্ঞার কারণে বিষয়টি চীনের পক্ষে সম্ভব হবে না বলে মনে করা হয়েছিল। কিন্তু বাস্তবে উল্টোটা ঘটল।
প্রযুক্তি বিষয়ক বিশ্লেষক সংস্থা টেকইনসাইটসকে উদ্ধৃত করে গার্ডিয়ান বলছে, হুয়াওয়ের মেট ৬০ প্রো ফোনটিতে নতুন চিপ কিরিন ৯০০০ এস ব্যবহার করা হয়েছে। এই চিপ চীনের সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং ইন্টারন্যাশনাল কর্প (এসএমআইসি) তৈরি করেছে। চিপটিতে সর্বপ্রথম ৭ ন্যানোমিটার প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
২০১৯ সালে চিপ তৈরির টুল ব্যবহারে হুয়াওয়ে কোম্পানির উপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। কোম্পানিটি ৫জি নেটওয়ার্কের সরঞ্জাম উৎপাদক হলেও এত দিন আগের চিপ দিয়েই স্মার্টফোনগুলো তৈরি করছিল।
বিভিন্ন দেশে জাতীয় নিরাপত্তার স্বার্থে ফাইভ আইস সিকিউরিটি অ্যালায়েন্স (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা ও নিউজিল্যান্ড) হুয়াওয়ের ৫জি নেটওয়ার্কের উপকরণগুলো রপ্তানি বন্ধ করে দেয়।
হুয়াওয়ে যুক্তরাষ্ট্রের লিসবনের আদালতে অপারেটরদের বিরুদ্ধে মামলা করেছে। কোম্পানিটি অভিযোগ করেছে, ৫জি মোবাইল নেটওয়ার্কে তাদের সরঞ্জামগুলি ব্যবহার করতে বাঁধা দেওয়া হয়েছে।
এর আগে ১৪এনএম চিপ তৈরি করেছে এসএমআইসি। কিন্তু ২০২০ সালে ডাচ কোম্পানি এসএমএল থেকে চিপ তৈরির প্রয়োজনীয় যন্ত্র কেনায় নিষেধাজ্ঞা পায়। তবে নিষেধাজ্ঞার বাইরে থাকা কিছু কিছু সাধারণ যন্ত্র কিনে তা দিয়ে ৭ এনএম চিপ তৈরি করে। এই চিপগুলোর মধ্যে ৫০ শতাংশ স্মার্টফোনে ব্যবহার করা যাবে।
গত সপ্তাহ থেকে মেট ৬০ প্রো ফোনটি বিক্রি শুরু করে হুয়াওয়ে। বিজ্ঞাপনের স্পেসিফিকেশন অনুযায়ী, ফোনটিতে স্যাটেলাইটের মাধ্যমে কল করা যাবে। তবে চিপের কার্যক্ষমতা নিয়ে কোনো তথ্য জানা যায়নি।
গ্রাহকরা ইতিমধ্যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফোনটির রিভিউ প্রকাশ করছে। রিভিউয়ের ভিডিওতে দেখা যায়, অন্যান্য ফোনের তুলনায় এই মডেলটির ডাউনলোড স্পিড অনেক বেশি।
বিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম পৌঁছে গেল এক নতুন উচ্চতায়। প্ল্যাটফর্মটির মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা পেরিয়ে গেছে ৩০০ কোটির গণ্ডি। গতকাল বুধবার মেটা চ্যানেলে এ তথ্য নিশ্চিত করেন সিইও মার্ক জাকারবার্গ।
২১ ঘণ্টা আগেইন্টারনেটে রীতিমতো ঝড় তুলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনির নতুন ন্যানো ব্যানানা টুল। প্রচলিত ইমেজ জেনারেটরের চেয়ে ভিন্নভাবে কাজ করে এই এআই। খুব সহজেই সাধারণ ছবি থেকে বাস্তবধর্মী ৩ডি মডেলের ছবি তৈরি করে।
২১ ঘণ্টা আগেভারতের কর্ণাটক হাইকোর্ট ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর দায়ের করা একটি মামলা খারিজ করে দিয়েছে। এক্সের অভিযোগ ছিল, ভারত সরকারের ‘সহযোগ’ নামের পোর্টাল ব্যবহার করে তাদের প্ল্যাটফর্মে নির্বিচারে কনটেন্ট সেন্সর করা হচ্ছে, যা বাক স্বাধীনতার মূল্যবোধের বিরোধী।
২১ ঘণ্টা আগেআমাদের আধুনিক জীবনের মূল চালিকা শক্তিই যেন এখন ইন্টারনেট ও বিদ্যুৎ। শিক্ষা, অফিস, চিকিৎসা, বিনোদন—সবকিছুই এককভাবে নির্ভরশীল হয়ে পড়েছে এই দুইটির ওপর। তবে প্রাকৃতিক দুর্যোগ, যান্ত্রিক ত্রুটি, সাইবার হামলা কিংবা জাতীয় সংকটের কারণে দীর্ঘমেয়াদি ইন্টারনেট বা বিদ্যুৎ বিভ্রাট অস্বাভাবিক নয়।
১ দিন আগে