২০২৫ সালের শুরুতে বেশ কিছু শক্তিশালী পণ্য উন্মোচনের জন্য প্রস্তুতি নিচ্ছে টেক জায়ান্ট অ্যাপল। নতুন ম্যাকবুক এয়ার থেকে শুরু করে সাশ্রয়ীমূল্যের আইফোন সিরিজও বাজারে নিয়ে আসতে হতে পারে।
এখানে অ্যাপলের পণ্যগুলোর তালিকা দেওয়া হলো, যা ২০২৫ সালের শুরুতে আসবে বলে আশা করা হচ্ছে।
১. এম ৪ ম্যাকবুক এয়ার
অ্যাপলের সবচেয়ে জনপ্রিয় ম্যাক পণ্যের পরবর্তী আপগ্রেড আসছে। নতুন ম্যাকবুক এয়ারে যে ফিচারগুলো থাকতে পারে, তা হলো—
এটি একটি শক্তিশালী আপডেট হতে পারে, এবং মার্চ মাসে এর লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে, যা ২০২৪ সালের এম ৩ ম্যাকবুক এয়ারের মতোই।
২. আইফোন এসই ৪
অ্যাপল তাদের নতুন বাজেটবান্ধব আইফোন এসই ৪ উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে। এই ডিভাইসেও আগামী বছরের মার্চে উন্মোচিত হতে পারে। নতুন আইফোন এসই ৪-এ যে ফিচারগুলো থাকবে, তা হলো—
এই ফোনটির দাম ৪৯৯ ডলারের নিচে হতে পারে, যা বাজেটের জন্য একটি দুর্দান্ত অপশন।
৩. ‘হোমপ্যাড’ স্মার্ট ডিসপ্লে
অ্যাপল তাদের নতুন ‘হোমপ্যাড’ স্মার্ট ডিসপ্লে লঞ্চ করতে চলেছে। এগুলো ঘরের বিভিন্ন কাজে ব্যবহার হতে পারে। এই ডিভাইসটির প্রধান বৈশিষ্ট্যগুলো হতে পারে—
এটি মার্চ মাসে বাজারে আসতে পারে। আবার বিভিন্ন প্রতিবেদন, এর লঞ্চ একটু দেরিতে হতে পারে।
৪. আইপ্যাড ১১ তম প্রজন্ম
২০২৫ সালের প্রথম দিকে আইপ্যাড ১১ তম প্রজন্ম আসবে, যাতে নতুন এ সিরিজ চিপ এবং ৮ জিবি র্যাম থাকবে। এগুলো আগের প্রজন্মের আইপ্যাডের চেয়ে এগুলোর পারফরম্যান্স আরও দ্রুত হবে। এছাড়া এতে নতুন ওয়াই–ফাই এবং ব্লুটুথ চিপ থাকতে পারে।
৫. সম্ভাব্য অন্যান্য পণ্য: অ্যাপল ওয়াচ এসই ৩, এম ৩ আইপ্যাড এয়ার এবং নতুন হোমপণ্য।
অ্যাপল ওয়াচ এসই ৩ ২০২৫ সালের মার্চ বা এপ্রিল মাসে আসতে পারে, এবং এই ডিভাইসটি আইফোন এসই ৪-এর সঙ্গে জুটিয়ে লঞ্চ হতে পারে। এছাড়া এম ৩ চিপসহ আইপ্যাড এয়ার এবং নতুন হোমপড মিনি ২ বা অ্যাপল টিভি ৪কে আসার সম্ভাবনাও রয়েছে।
যদি এই পাঁচটি বা তার বেশি পণ্য ২০২৫ সালের প্রথম দিকে উন্মোচন হয়, তাহলে অ্যাপলের জন্য একটি শক্তিশালী বছর শুরু হবে।
তথ্যসূত্র: ৯ টুফাইভ ম্যাক
২০২৫ সালের শুরুতে বেশ কিছু শক্তিশালী পণ্য উন্মোচনের জন্য প্রস্তুতি নিচ্ছে টেক জায়ান্ট অ্যাপল। নতুন ম্যাকবুক এয়ার থেকে শুরু করে সাশ্রয়ীমূল্যের আইফোন সিরিজও বাজারে নিয়ে আসতে হতে পারে।
এখানে অ্যাপলের পণ্যগুলোর তালিকা দেওয়া হলো, যা ২০২৫ সালের শুরুতে আসবে বলে আশা করা হচ্ছে।
১. এম ৪ ম্যাকবুক এয়ার
অ্যাপলের সবচেয়ে জনপ্রিয় ম্যাক পণ্যের পরবর্তী আপগ্রেড আসছে। নতুন ম্যাকবুক এয়ারে যে ফিচারগুলো থাকতে পারে, তা হলো—
এটি একটি শক্তিশালী আপডেট হতে পারে, এবং মার্চ মাসে এর লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে, যা ২০২৪ সালের এম ৩ ম্যাকবুক এয়ারের মতোই।
২. আইফোন এসই ৪
অ্যাপল তাদের নতুন বাজেটবান্ধব আইফোন এসই ৪ উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে। এই ডিভাইসেও আগামী বছরের মার্চে উন্মোচিত হতে পারে। নতুন আইফোন এসই ৪-এ যে ফিচারগুলো থাকবে, তা হলো—
এই ফোনটির দাম ৪৯৯ ডলারের নিচে হতে পারে, যা বাজেটের জন্য একটি দুর্দান্ত অপশন।
৩. ‘হোমপ্যাড’ স্মার্ট ডিসপ্লে
অ্যাপল তাদের নতুন ‘হোমপ্যাড’ স্মার্ট ডিসপ্লে লঞ্চ করতে চলেছে। এগুলো ঘরের বিভিন্ন কাজে ব্যবহার হতে পারে। এই ডিভাইসটির প্রধান বৈশিষ্ট্যগুলো হতে পারে—
এটি মার্চ মাসে বাজারে আসতে পারে। আবার বিভিন্ন প্রতিবেদন, এর লঞ্চ একটু দেরিতে হতে পারে।
৪. আইপ্যাড ১১ তম প্রজন্ম
২০২৫ সালের প্রথম দিকে আইপ্যাড ১১ তম প্রজন্ম আসবে, যাতে নতুন এ সিরিজ চিপ এবং ৮ জিবি র্যাম থাকবে। এগুলো আগের প্রজন্মের আইপ্যাডের চেয়ে এগুলোর পারফরম্যান্স আরও দ্রুত হবে। এছাড়া এতে নতুন ওয়াই–ফাই এবং ব্লুটুথ চিপ থাকতে পারে।
৫. সম্ভাব্য অন্যান্য পণ্য: অ্যাপল ওয়াচ এসই ৩, এম ৩ আইপ্যাড এয়ার এবং নতুন হোমপণ্য।
অ্যাপল ওয়াচ এসই ৩ ২০২৫ সালের মার্চ বা এপ্রিল মাসে আসতে পারে, এবং এই ডিভাইসটি আইফোন এসই ৪-এর সঙ্গে জুটিয়ে লঞ্চ হতে পারে। এছাড়া এম ৩ চিপসহ আইপ্যাড এয়ার এবং নতুন হোমপড মিনি ২ বা অ্যাপল টিভি ৪কে আসার সম্ভাবনাও রয়েছে।
যদি এই পাঁচটি বা তার বেশি পণ্য ২০২৫ সালের প্রথম দিকে উন্মোচন হয়, তাহলে অ্যাপলের জন্য একটি শক্তিশালী বছর শুরু হবে।
তথ্যসূত্র: ৯ টুফাইভ ম্যাক
নতুন যুগের ইন্টারনেট সেবা নিয়ে হাজির ইলন মাস্কের স্টারলিংক। তাদের সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক না থাকার ভোগান্তি দূর হয়েছে। কোম্পানিটির ডাইরেক্ট-টু-সেল (ডি২সি) প্রযুক্তির মাধ্যমে চলন্ত অবস্থায় কিংবা একেবারে দুর্গম এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যাবে। এ জন্য কোনো রাউটার বা ওয়াইফাইয়ের
১২ ঘণ্টা আগেচীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
১৬ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
১৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
১৯ ঘণ্টা আগে