Ajker Patrika

অপো রেনো ১৩ সিরিজ আসছে বাংলাদেশের বাজারে

প্রকৃতি ও হালফ্যাশনের মিশেলে তৈরি রেনো ১৩ সিরিজ। ছবি: বিজ্ঞপ্তি
প্রকৃতি ও হালফ্যাশনের মিশেলে তৈরি রেনো ১৩ সিরিজ। ছবি: বিজ্ঞপ্তি

স্মার্টফোন ব্র্যান্ড অপো এবার বাংলাদেশের বাজারে আনছে রেনো ১৩ সিরিজ। শিগগিরই দেশে উন্মোচন হতে যাচ্ছে এ সিরিজের স্মার্টফোন। প্রকৃতি থেকে অনুপ্রাণিত আকর্ষণীয় ডিজাইন, সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার এবং অনবদ্য ফ্যাশন উপকরণের সমন্বয়ে এই ডিভাইসটি গ্রাহকদের অভিজ্ঞতাই বদলে দিতে পারে! বাটারফ্লাই শ্যাডো এবং লুমিনাস লুপ—এই দুটি ডিজাইনে আসছে রেনো ১৩ সিরিজ।

বাটারফ্লাই শ্যাডো ডিজাইন: বাটারফ্লাই শ্যাডো ডিজাইনে রয়েছে প্রকৃতি ও ফ্যাশনের মেলবন্ধন। লেজার ডাইরেক্ট রাইটিং টেকনিক–এর মাধ্যমে নিখুঁত নকশা ফুটিয়ে তোলা হয়েছে। এর ফলে ফোনটি নাড়াচাড়া করলে উড়ন্ত প্রজাপতির মতো প্রতিবিম্ব পড়বে।

প্রিমিয়াম ডিজাইন: ক্যামেরা ও ফ্রেমের নিখুঁত মিশেল রেনো ১৩ সিরিজ–এর মাধ্যমে স্বকীয় ডিজাইন ভাবনা ফুটিয়ে তুলেছে অপো। এটির ক্যামেরা মডিউল এবং ব্যাক ফ্রেম নিখুঁতভাবে একই সঙ্গে মিলে যায়। ফলে মোটেই অসামঞ্জস্যপূর্ণ মনে হয় না।

লুমিনাস লুপ: লুমিনাস লুপ হচ্ছে ক্যামেরা মডিউলকে ঘিরে অভিনব সেলফ–ইলুমিনেটিং রিং। প্রাকৃতিক বায়োলুমিনেসেন্স থেকে অনুপ্রাণিত এই লুমিনাস লুপ রেনো ১৩ সিরিজকে শুধু একটি ফোনের চাইতেও বেশি কিছুর অভিজ্ঞতা দেবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মোদিজি—বিহারে কোনো বাংলাদেশি নেই, তবে দিল্লিতে আপনার বোন বসে আছেন: ওয়াইসি

অধ্যক্ষকে ধাক্কাতে ধাক্কাতে বের করে দেওয়া হলো কলেজ থেকে

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, বৃষ্টি কবে— জানাল আবহাওয়া অধিদপ্তর

গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ: নবনির্বাচিত ভিপি মৃদুল, জিএস রায়হান

যুক্তরাষ্ট্রের সহায়তায় পারমাণবিক শক্তির অধিকারী হবে তুরস্ক, চুক্তি স্বাক্ষর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত