Ajker Patrika

১২৮ জিবি স্টোরেজ নিয়ে আসছে রেডমি এ২ প্লাসের নতুন ভার্সন

১২৮ জিবি স্টোরেজ নিয়ে আসছে রেডমি এ২ প্লাসের নতুন ভার্সন

শাওমির স্মার্টফোন রেডমি এ২ প্লাসের নতুন ভার্সন আসছে। আগের ভার্সনের ৪ জিবি র‍্যাম বহাল রেখে তা সঙ্গে ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত করে নতুন ফোনটি বাজারে ছাড়া হচ্ছে। ভারতের প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেট ৩৬০ এ তথ্য জানিয়েছে।

গত মার্চে রেডমি এ২ এর সঙ্গে রেডমি এ২ প্লাস বাজারে চালু হয়। রেডমি এ২ প্লাসের আগের ভার্সনে ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে। নতুন ভার্সনে ইন্টারনাল স্টোরেজ বাড়লেও র‍্যাম অপরিবর্তিত থাকবে।

 ফোনটিতে মিডিয়াটেক হেলিও জি৩৬ চিপসেট ও ৫০০০ এমএইচ ব্যাটারি ব্যবহৃত হয়েছে। কোম্পানি দাবি করছে, একবার চার্জ দিলে ফোনটি টানা ৩২ দিন চলবে। 

রেডমি এ২ প্লাস: দাম কত
রেডমি এ২ প্লাস ফোনটির ৪ জিবি ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভার্সনের দাম পড়বে ৮ হাজার ৪৯৯ রুপি। সেই সঙ্গে ৪ জিবি ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ ভার্সনের দাম এক হাজার রুপি কমে ৭ হাজার ৪৯৯ রুপিতে নামে। ভারতের শাওমির ওয়েবসাইটের পাশাপাশি আমাজন ও শাওমির আউটলেটে এই ফোন পাওয়া যাবে।

রেডমি এ২ প্লাসের স্পেসিফিকেশন

পেছনের ক্যামেরা: ৮ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা। 
সেলফি ক্যামেরা: ৫ মেগাপিক্সেল 
সিম: ডুয়েল সিম
ডিসপ্লে: ৬.৫২ ইঞ্চি এইচডি + এলসিডি 
টাচ স্যাম্পলিং রেট: ১২০ হার্জ 
রেজুলেশন: ১৬০০x ৭২০ পিক্সেল 
অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৩ 
চিপসেট: মিডিয়াটেক হেলিও জি৩৬ 
মেমোরি: ৪ জিবি 
ইন্টারনাল স্টোরেজ: ৬৪ জিবি বা ১২৮ জিবি
অডিও জ্যাক: ৩.৫ এমএম 
ব্যাটারি: ৫০০০ এমএএইচ
রং: কালো, সি গ্রিন (হালকা সবুজ), একোয়া ব্লু (হালকা নীল)

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত