প্রযুক্তি ডেস্ক
ঢাকা: একীভূত হয়েছে বৃহৎ দুই চীনা ব্র্যান্ড ওয়ান প্লাস এবং অপো। মূলত প্রিমিয়াম সেলফোন প্রস্তুতকারক ব্র্যান্ড ওয়ান প্লাস এখন অপোর সাব–ব্র্যান্ড। সম্প্রতি ফাঁস হওয়া একটি মেমোতে এমনটাই দেখা যাচ্ছে।
তবে ওয়ান প্লাস এবং অপো উভয় পক্ষই তাদের নিজ নিজ অপারেটিং সিস্টেম যথাক্রমে অক্সিজেন ওএস এবং কালার ওএস–একীভূত হবে কি–না সে ব্যাপারে কোনো মন্তব্য না করার সিদ্ধান্ত নিয়েছে।
ফাঁস হওয়া মেমোতে দুই কোম্পানি একীভূত হওয়ার বিষয়ে কিছু নির্দেশনা রয়েছে। যেখানে ওয়ান প্লাসের সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও পিট লউ গত সপ্তাহে জানিয়েছিলেন, দুই কোম্পানির মধ্যে বিদ্যমান পারস্পরিক সহযোগিতা থেকে ‘ইতিবাচক প্রভাব দেখার পরে’ সিদ্ধান্ত নিয়েছেন যে অপোর সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা আরও ‘আরও সংহত’ করবেন তাঁরা। তবে এই সহযোগিতার ধরন কেমন হবে সে ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি তিনি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, জনপ্রিয় প্রযুক্তি ব্লগার ইভান ব্লাস টুইটারে এমন একটি নথি ফাঁস করেছেন যেটি অভ্যন্তরীণ মেমো হিসেবেই শনাক্ত করেছেন বিশেষজ্ঞরা। এটি ওয়ান প্লাসের গণযোগাযোগ বিভাগে ব্যবহার করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
দুই কোম্পানির নতুন সম্পর্ক বিষয়ে এক প্রশ্নোত্তরে মেমোটিতে বলা হয়েছে, সমন্বয়ের ফলে ওয়ান প্লাস অপোর একটি ব্র্যান্ড হয়ে যাবে। তবে এটি একটি স্বতন্ত্র সত্তা হিসেবে কাজ চালিয়ে যাবে।
মেমোটিতে একটি নোটও অন্তর্ভুক্ত রয়েছে। যেখানে কর্মীদের অক্সিজেন এবং কালারওএস অপারেটিং সিস্টেম সম্পর্কিত কোনো প্রশ্নের উত্তর দেওয়া থেকে তাঁদের বিরত থাকতে বলা হয়েছে।
Just received these talking points on the new relationship between Oppo and OnePlus. Might help to clear up some confusion. pic.twitter.com/mIVyjcmeKD
— Evan Blass (@evleaks) June 18, 2021
ওয়ান প্লাসের ফোনে অক্সিজেনওস অপারেটিং সিস্টেমটি অ্যান্ড্রয়েডের প্রায় স্টক সিস্টেমের অভিজ্ঞতা দেয়। অন্যদিকে, অপোর কালারওএস ব্যাপকভাবে পরিবর্তিত একটি অ্যান্ড্রয়েড ফর্ক। ওয়ান প্লাস চলতি বছরের শুরুর দিকে অক্সিজেনওএস–এর চীনা সংস্করণ হাইড্রোজেনওএস আনার কথা বলেছিল। যেটি অপোর কালারওএস-কে প্রতিস্থাপিত করার কথা ছিল।
মেমোতে আরও উল্লেখ করা হয়েছে, গ্রাহক যোগাযোগের চ্যানেল এবং জনসংযোগের দিক থেকে কোনো পরিবর্তন হবে না। কারণ ওয়ান প্লাস এবং অপো উভয়ই স্বতন্ত্র ব্র্যান্ড হিসেবে থাকবে। এ ছাড়া ডিভাইস থেকে প্রাপ্ত ডাটা ওয়ান প্লাস নিজেদের সার্ভারেই সংরক্ষণ করবে।
সামগ্রিকভাবে, ওয়ান প্লাস এবং অপোর একীভূতকরণে গ্রাহকদের জন্য কোনো উল্লেখযোগ্য পরিবর্তন আসার সম্ভাবনা নেই। কারণ উভয়ই এরই মধ্যে তাদের উৎপাদন এবং সরবরাহ চেইন ভাগ করে নিয়েছে। কোম্পানি দুটি গত বছর তাদের গবেষণা এবং উন্নয়ন কার্যক্রমকে আরও গভীরভাবে সংহত করার সিদ্ধান্ত নিয়েছে। তবে ওয়ান প্লাস কীভাবে তার ভবিষ্যতের ডিভাইসগুলো বাজারে অপোর পাশাপাশি প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখবে সেটি পরিষ্কার নয়।
ঢাকা: একীভূত হয়েছে বৃহৎ দুই চীনা ব্র্যান্ড ওয়ান প্লাস এবং অপো। মূলত প্রিমিয়াম সেলফোন প্রস্তুতকারক ব্র্যান্ড ওয়ান প্লাস এখন অপোর সাব–ব্র্যান্ড। সম্প্রতি ফাঁস হওয়া একটি মেমোতে এমনটাই দেখা যাচ্ছে।
তবে ওয়ান প্লাস এবং অপো উভয় পক্ষই তাদের নিজ নিজ অপারেটিং সিস্টেম যথাক্রমে অক্সিজেন ওএস এবং কালার ওএস–একীভূত হবে কি–না সে ব্যাপারে কোনো মন্তব্য না করার সিদ্ধান্ত নিয়েছে।
ফাঁস হওয়া মেমোতে দুই কোম্পানি একীভূত হওয়ার বিষয়ে কিছু নির্দেশনা রয়েছে। যেখানে ওয়ান প্লাসের সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও পিট লউ গত সপ্তাহে জানিয়েছিলেন, দুই কোম্পানির মধ্যে বিদ্যমান পারস্পরিক সহযোগিতা থেকে ‘ইতিবাচক প্রভাব দেখার পরে’ সিদ্ধান্ত নিয়েছেন যে অপোর সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা আরও ‘আরও সংহত’ করবেন তাঁরা। তবে এই সহযোগিতার ধরন কেমন হবে সে ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি তিনি।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, জনপ্রিয় প্রযুক্তি ব্লগার ইভান ব্লাস টুইটারে এমন একটি নথি ফাঁস করেছেন যেটি অভ্যন্তরীণ মেমো হিসেবেই শনাক্ত করেছেন বিশেষজ্ঞরা। এটি ওয়ান প্লাসের গণযোগাযোগ বিভাগে ব্যবহার করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
দুই কোম্পানির নতুন সম্পর্ক বিষয়ে এক প্রশ্নোত্তরে মেমোটিতে বলা হয়েছে, সমন্বয়ের ফলে ওয়ান প্লাস অপোর একটি ব্র্যান্ড হয়ে যাবে। তবে এটি একটি স্বতন্ত্র সত্তা হিসেবে কাজ চালিয়ে যাবে।
মেমোটিতে একটি নোটও অন্তর্ভুক্ত রয়েছে। যেখানে কর্মীদের অক্সিজেন এবং কালারওএস অপারেটিং সিস্টেম সম্পর্কিত কোনো প্রশ্নের উত্তর দেওয়া থেকে তাঁদের বিরত থাকতে বলা হয়েছে।
Just received these talking points on the new relationship between Oppo and OnePlus. Might help to clear up some confusion. pic.twitter.com/mIVyjcmeKD
— Evan Blass (@evleaks) June 18, 2021
ওয়ান প্লাসের ফোনে অক্সিজেনওস অপারেটিং সিস্টেমটি অ্যান্ড্রয়েডের প্রায় স্টক সিস্টেমের অভিজ্ঞতা দেয়। অন্যদিকে, অপোর কালারওএস ব্যাপকভাবে পরিবর্তিত একটি অ্যান্ড্রয়েড ফর্ক। ওয়ান প্লাস চলতি বছরের শুরুর দিকে অক্সিজেনওএস–এর চীনা সংস্করণ হাইড্রোজেনওএস আনার কথা বলেছিল। যেটি অপোর কালারওএস-কে প্রতিস্থাপিত করার কথা ছিল।
মেমোতে আরও উল্লেখ করা হয়েছে, গ্রাহক যোগাযোগের চ্যানেল এবং জনসংযোগের দিক থেকে কোনো পরিবর্তন হবে না। কারণ ওয়ান প্লাস এবং অপো উভয়ই স্বতন্ত্র ব্র্যান্ড হিসেবে থাকবে। এ ছাড়া ডিভাইস থেকে প্রাপ্ত ডাটা ওয়ান প্লাস নিজেদের সার্ভারেই সংরক্ষণ করবে।
সামগ্রিকভাবে, ওয়ান প্লাস এবং অপোর একীভূতকরণে গ্রাহকদের জন্য কোনো উল্লেখযোগ্য পরিবর্তন আসার সম্ভাবনা নেই। কারণ উভয়ই এরই মধ্যে তাদের উৎপাদন এবং সরবরাহ চেইন ভাগ করে নিয়েছে। কোম্পানি দুটি গত বছর তাদের গবেষণা এবং উন্নয়ন কার্যক্রমকে আরও গভীরভাবে সংহত করার সিদ্ধান্ত নিয়েছে। তবে ওয়ান প্লাস কীভাবে তার ভবিষ্যতের ডিভাইসগুলো বাজারে অপোর পাশাপাশি প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখবে সেটি পরিষ্কার নয়।
বাংলাদেশে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপ্যাল, ওয়াইজ ও স্ট্রাইপের মতো পেমেন্ট সেবাগুলো চালুর দাবি জানিয়েছেন ফ্রিল্যান্সার ও আইটি পেশাজীবীরা। তাঁরা বলছেন, দেশের তরুণ উদ্যোক্তা ও ফ্রিল্যান্সাররা আন্তর্জাতিক ক্লায়েন্টের সঙ্গে কাজ করতে গিয়ে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ের অভাবে বড় ধরনের সীমাবদ্ধতায় পড়ছেন।
৬ ঘণ্টা আগেনতুন মডুলার ফোন নিয়ে আসছে নাথিংয়ের সাব-ব্র্যান্ড সিএমএফ। তাদের দ্বিতীয় মডুলার ফোন সিএমএফ ফোন ২ প্রো ঘোষণা করা হয়েছে। আগের মতোই স্ক্রু দিয়ে লাগানো যায় এমন একাধিক অ্যাকসেসরিজ যুক্ত করা যাবে ফোনটিতে। ডিভাইসটি ৩ বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং ৬ বছরের নিরাপত্তা আপডেট পাবে।
৭ ঘণ্টা আগেনতুন চিপসেট ‘স্ন্যাপড্রাগন ৮ এলিট ২’ নিয়ে কাজ করছে চিপ নির্মাতা কোম্পানি কোয়ালকম। এই চিপ পরবর্তী প্রজন্মের একটি শক্তিশালী প্রসেসর, যা নতুন আইফোন ১৭-এর পারফরম্যান্সকেও ছাপিয়ে যেতে পারে বলে গুঞ্জন উঠেছে।
৯ ঘণ্টা আগেব্রডব্যান্ড ইন্টারনেট কনস্টেলেশন প্রকল্প ‘প্রজেক্ট কুইপার’-এর প্রথম ২৭টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ই–কমার্স জায়ান্ট আমাজন। এর মাধ্যমে ইলন মাস্কের স্পেসএক্সের স্টারলিংককে চ্যালেঞ্জ জানাল কোম্পানিটি। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করা হয়।
১১ ঘণ্টা আগে