অ্যাপলের আইওএস ১৮ আপডেটের পর এডিট করা ছবি সেভের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছেন আইফোন ব্যবহারকারীরা। নতুন আপডেটটির পর এই ত্রুটিটি প্রায়ই দেখা যাচ্ছে। আইফোনে কোনো ছবি এডিটের পর সেভ করার সময় প্রায় একটি মেসেজ স্ক্রিনে দেখানো হচ্ছে। সেটি হলো, ‘এই ছবি সেভ করতে একটি সমস্যা হচ্ছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।’
এই মেসজ স্ক্রিনে আসার পর ‘ক্যানসেল’ অপশনে ট্যাপ করতে হয়। এই অপশনে ট্যাপ না করলে এডিটিং ইন্টারফেস বা এডিট করার পেজ থেকে বের হওয়া যায় না। ফলে এডিট করা ছবিটি গ্যালারিতে সেভ হয় না। এই ত্রুটির জন্য ব্যবহারকারীরা ছবি সংরক্ষণের ক্ষেত্রে বিপাকে পড়ছেন।
এই বিষয় নিয়ে বেশি অভিযোগ করেছেন আইফোন ১৬ মডেলের ব্যবহারকারীরা। তবে অন্যান্য পুরোনো মডেলেও এই ত্রুটি দেখা গেছে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাকরিউমার পরীক্ষা করে দেখেছে যে, যেসব আইফোনে আইওএস ১৮ আপডেট দেওয়া হয়েছে সেগুলো সবগুলোতেই এই সমস্যা রয়েছে।
গত সেপ্টেম্বরে এই ত্রুটি সম্পর্কে সর্বপ্রথম অভিযোগ করে ব্যবহারকারীরা। এরপরও এই ত্রুটি রয়ে গেছে। এমনকি আইওএস ১৮ দশমিক ২ এর বেটা যুক্ত আইফোনেও এই ত্রুটিটি দেখা গেছে। আইওএস ১৮ আপডেট দেওয়ার আগেই আইফোনে এই সমস্যা সম্মুখীন হয়েছিলেন কিছু ব্যবহারকারী। তবে এই ত্রুটিটি এখন ঘন ঘন দেখা যাচ্ছে।
আইফোনে সমস্যাটি কী কারণে হচ্ছে তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না এবং সব ব্যবহারকারীর সব ছবির ক্ষেত্রে এই ত্রুটি দেখা যায় না। এটি লাইভ ফটো বা আইক্লাউড ফটো সম্পর্কিত সমস্যা হতে পারে। আবার অনেক আইফোনে একটি নির্দিষ্ট দিনের সব ছবিতে এই ত্রুটি দেখা গেছে। অ্যাপল এই সমস্যা সম্পর্কে অবগত এবং এটি নিয়ে কাজ করছে।
এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য এডিট করা ছবিটি ‘স্টিল’ ছবি হিসেবে সেভ করতে হবে। তবে এর মাধ্যমে ছবি লাইভ ফটো ও ফটোগ্রাফিক স্টাইলের বৈশিষ্ট্য হারায়।
অ্যাপলের আইওএস ১৮ আপডেটের পর এডিট করা ছবি সেভের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছেন আইফোন ব্যবহারকারীরা। নতুন আপডেটটির পর এই ত্রুটিটি প্রায়ই দেখা যাচ্ছে। আইফোনে কোনো ছবি এডিটের পর সেভ করার সময় প্রায় একটি মেসেজ স্ক্রিনে দেখানো হচ্ছে। সেটি হলো, ‘এই ছবি সেভ করতে একটি সমস্যা হচ্ছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।’
এই মেসজ স্ক্রিনে আসার পর ‘ক্যানসেল’ অপশনে ট্যাপ করতে হয়। এই অপশনে ট্যাপ না করলে এডিটিং ইন্টারফেস বা এডিট করার পেজ থেকে বের হওয়া যায় না। ফলে এডিট করা ছবিটি গ্যালারিতে সেভ হয় না। এই ত্রুটির জন্য ব্যবহারকারীরা ছবি সংরক্ষণের ক্ষেত্রে বিপাকে পড়ছেন।
এই বিষয় নিয়ে বেশি অভিযোগ করেছেন আইফোন ১৬ মডেলের ব্যবহারকারীরা। তবে অন্যান্য পুরোনো মডেলেও এই ত্রুটি দেখা গেছে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাকরিউমার পরীক্ষা করে দেখেছে যে, যেসব আইফোনে আইওএস ১৮ আপডেট দেওয়া হয়েছে সেগুলো সবগুলোতেই এই সমস্যা রয়েছে।
গত সেপ্টেম্বরে এই ত্রুটি সম্পর্কে সর্বপ্রথম অভিযোগ করে ব্যবহারকারীরা। এরপরও এই ত্রুটি রয়ে গেছে। এমনকি আইওএস ১৮ দশমিক ২ এর বেটা যুক্ত আইফোনেও এই ত্রুটিটি দেখা গেছে। আইওএস ১৮ আপডেট দেওয়ার আগেই আইফোনে এই সমস্যা সম্মুখীন হয়েছিলেন কিছু ব্যবহারকারী। তবে এই ত্রুটিটি এখন ঘন ঘন দেখা যাচ্ছে।
আইফোনে সমস্যাটি কী কারণে হচ্ছে তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না এবং সব ব্যবহারকারীর সব ছবির ক্ষেত্রে এই ত্রুটি দেখা যায় না। এটি লাইভ ফটো বা আইক্লাউড ফটো সম্পর্কিত সমস্যা হতে পারে। আবার অনেক আইফোনে একটি নির্দিষ্ট দিনের সব ছবিতে এই ত্রুটি দেখা গেছে। অ্যাপল এই সমস্যা সম্পর্কে অবগত এবং এটি নিয়ে কাজ করছে।
এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য এডিট করা ছবিটি ‘স্টিল’ ছবি হিসেবে সেভ করতে হবে। তবে এর মাধ্যমে ছবি লাইভ ফটো ও ফটোগ্রাফিক স্টাইলের বৈশিষ্ট্য হারায়।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বৃহস্পতিবার এক নির্বাহী আদেশে জানিয়েছেন, চীনা মালিকানাধীন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের বিক্রির বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। এই বিক্রিতে টিকটকের মূল্য ধরা হয়েছে ১৪ বিলিয়ন ডলার। পাশাপাশি তিনি জানিয়েছেন, টিকটকের মার্কিন কার্যক্রম মার্কিন
২৪ মিনিট আগেবিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম পৌঁছে গেল এক নতুন উচ্চতায়। প্ল্যাটফর্মটির মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা পেরিয়ে গেছে ৩০০ কোটির গণ্ডি। গতকাল বুধবার মেটা চ্যানেলে এ তথ্য নিশ্চিত করেন সিইও মার্ক জাকারবার্গ।
১ দিন আগেইন্টারনেটে রীতিমতো ঝড় তুলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনির নতুন ন্যানো ব্যানানা টুল। প্রচলিত ইমেজ জেনারেটরের চেয়ে ভিন্নভাবে কাজ করে এই এআই। খুব সহজেই সাধারণ ছবি থেকে বাস্তবধর্মী ৩ডি মডেলের ছবি তৈরি করে।
১ দিন আগেভারতের কর্ণাটক হাইকোর্ট ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর দায়ের করা একটি মামলা খারিজ করে দিয়েছে। এক্সের অভিযোগ ছিল, ভারত সরকারের ‘সহযোগ’ নামের পোর্টাল ব্যবহার করে তাদের প্ল্যাটফর্মে নির্বিচারে কনটেন্ট সেন্সর করা হচ্ছে, যা বাক স্বাধীনতার মূল্যবোধের বিরোধী।
১ দিন আগে