Ajker Patrika

আইফোনে ছবি সেভ করতে সমস্যা, আইওএস ১৮–এর ত্রুটি

এই বিষয় নিয়ে বেশি অভিযোগ করেছেন আইফোন ১৬ মডেলের ব্যবহারকারীরা। ছবি: ম্যাকরিউমার
এই বিষয় নিয়ে বেশি অভিযোগ করেছেন আইফোন ১৬ মডেলের ব্যবহারকারীরা। ছবি: ম্যাকরিউমার

অ্যাপলের আইওএস ১৮ আপডেটের পর এডিট করা ছবি সেভের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছেন আইফোন ব্যবহারকারীরা। নতুন আপডেটটির পর এই ত্রুটিটি প্রায়ই দেখা যাচ্ছে। আইফোনে কোনো ছবি এডিটের পর সেভ করার সময় প্রায় একটি মেসেজ স্ক্রিনে দেখানো হচ্ছে। সেটি হলো, ‘এই ছবি সেভ করতে একটি সমস্যা হচ্ছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।’

এই মেসজ স্ক্রিনে আসার পর ‘ক্যানসেল’ অপশনে ট্যাপ করতে হয়। এই অপশনে ট্যাপ না করলে এডিটিং ইন্টারফেস বা এডিট করার পেজ থেকে বের হওয়া যায় না। ফলে এডিট করা ছবিটি গ্যালারিতে সেভ হয় না। এই ত্রুটির জন্য ব্যবহারকারীরা ছবি সংরক্ষণের ক্ষেত্রে বিপাকে পড়ছেন।

এই বিষয় নিয়ে বেশি অভিযোগ করেছেন আইফোন ১৬ মডেলের ব্যবহারকারীরা। তবে অন্যান্য পুরোনো মডেলেও এই ত্রুটি দেখা গেছে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাকরিউমার পরীক্ষা করে দেখেছে যে, যেসব আইফোনে আইওএস ১৮ আপডেট দেওয়া হয়েছে সেগুলো সবগুলোতেই এই সমস্যা রয়েছে।

গত সেপ্টেম্বরে এই ত্রুটি সম্পর্কে সর্বপ্রথম অভিযোগ করে ব্যবহারকারীরা। এরপরও এই ত্রুটি রয়ে গেছে। এমনকি আইওএস ১৮ দশমিক ২ এর বেটা যুক্ত আইফোনেও এই ত্রুটিটি দেখা গেছে। আইওএস ১৮ আপডেট দেওয়ার আগেই আইফোনে এই সমস্যা সম্মুখীন হয়েছিলেন কিছু ব্যবহারকারী। তবে এই ত্রুটিটি এখন ঘন ঘন দেখা যাচ্ছে।

আইফোনে সমস্যাটি কী কারণে হচ্ছে তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না এবং সব ব্যবহারকারীর সব ছবির ক্ষেত্রে এই ত্রুটি দেখা যায় না। এটি লাইভ ফটো বা আইক্লাউড ফটো সম্পর্কিত সমস্যা হতে পারে। আবার অনেক আইফোনে একটি নির্দিষ্ট দিনের সব ছবিতে এই ত্রুটি দেখা গেছে। অ্যাপল এই সমস্যা সম্পর্কে অবগত এবং এটি নিয়ে কাজ করছে।

এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য এডিট করা ছবিটি ‘স্টিল’ ছবি হিসেবে সেভ করতে হবে। তবে এর মাধ্যমে ছবি লাইভ ফটো ও ফটোগ্রাফিক স্টাইলের বৈশিষ্ট্য হারায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত