মটোরোলার জি সিরিসের নতুন স্মার্টফোন মটো জি৮৪ সেপ্টেম্বরে বাজারে আসছে। আগের দুটি মডেলের স্পেসিফিকেশনের সঙ্গে ১২০ হার্জ রিফ্রেশ রেট থাকছে মটোরোলার এই নতুন ফোনে। ভারতের প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেট ৩৬০ এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
এক্স (টুইটার) প্ল্যাটফর্মে মুকুল শর্মার (স্টাফলিস্টিংস) নামে এক তথ্যদাতার অ্যাকাউন্ট থেকে বলা হয়, এই ফোনের একটি ভার্সন গাড় মেজেন্টা রঙের হতে পারে। এতে ভেগান লেদার (উদ্ভিজ্জ চামড়া) ব্যবহার করা হয়েছে।
গত মাসে ফাঁস হওয়া তথ্য থেকে জানা যায়, ফোনটির ডিসপ্লতে ক্যামেরার জন্য হোল পাঞ্চ করা আছে। সেই সাথে ইন–ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। আর ফোনটি কালো, ধূসর ও লাল রঙে পাওয়া যাবে।
মটো জি৮৪ এর সম্ভাব্য স্পেসিফেকশন
নেটওয়ার্ক: ৫ জি
চিপসেট: কোয়ালকাম স্নাপড্রাগন ৬৯৫
ডিসপ্লে: ১০ বিট পি–ওলেড
রিফ্রেস রেট: ১২০ হার্জ
প্লাটফর্ম/অপারেটিং সিস্টেম:
মেমোরি: ১২ জিবি র্যাম
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি
রঙ: গাড় মেজেন্টা, কালো, ধূসর ও লাল।
মটো জি৮৪ ফোনটির দাম কত হবে তা জানা যায়নি। গত বছরের মটো জি৮২ ফোনটির ৬ জিবি ও ১২৮ জিবি (ইন্টারনাল স্টোরেজ) ভার্সনের দাম ছিল ২১ হাজার ৪৯৯ রুপি। এ বছরের মার্চে বাজারে আসা মটো জি৭৩ ফোনটির ৮ জিবি ও ১২৮ জিবি (ইন্টারনাল স্টোরেজ) ভার্সনের দাম ১৮ হাজার ৯৯৯ রুপি।
আগের মটো জি৮২ ও মটো জি৭৩ এর স্পেসিফিকেশনের সঙ্গে এই ফোনের অনেক মিল থাকবে বলে ধারণা করা হচ্ছে।
মটোরোলার জি সিরিসের নতুন স্মার্টফোন মটো জি৮৪ সেপ্টেম্বরে বাজারে আসছে। আগের দুটি মডেলের স্পেসিফিকেশনের সঙ্গে ১২০ হার্জ রিফ্রেশ রেট থাকছে মটোরোলার এই নতুন ফোনে। ভারতের প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেট ৩৬০ এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
এক্স (টুইটার) প্ল্যাটফর্মে মুকুল শর্মার (স্টাফলিস্টিংস) নামে এক তথ্যদাতার অ্যাকাউন্ট থেকে বলা হয়, এই ফোনের একটি ভার্সন গাড় মেজেন্টা রঙের হতে পারে। এতে ভেগান লেদার (উদ্ভিজ্জ চামড়া) ব্যবহার করা হয়েছে।
গত মাসে ফাঁস হওয়া তথ্য থেকে জানা যায়, ফোনটির ডিসপ্লতে ক্যামেরার জন্য হোল পাঞ্চ করা আছে। সেই সাথে ইন–ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। আর ফোনটি কালো, ধূসর ও লাল রঙে পাওয়া যাবে।
মটো জি৮৪ এর সম্ভাব্য স্পেসিফেকশন
নেটওয়ার্ক: ৫ জি
চিপসেট: কোয়ালকাম স্নাপড্রাগন ৬৯৫
ডিসপ্লে: ১০ বিট পি–ওলেড
রিফ্রেস রেট: ১২০ হার্জ
প্লাটফর্ম/অপারেটিং সিস্টেম:
মেমোরি: ১২ জিবি র্যাম
ইন্টারনাল স্টোরেজ: ২৫৬ জিবি
রঙ: গাড় মেজেন্টা, কালো, ধূসর ও লাল।
মটো জি৮৪ ফোনটির দাম কত হবে তা জানা যায়নি। গত বছরের মটো জি৮২ ফোনটির ৬ জিবি ও ১২৮ জিবি (ইন্টারনাল স্টোরেজ) ভার্সনের দাম ছিল ২১ হাজার ৪৯৯ রুপি। এ বছরের মার্চে বাজারে আসা মটো জি৭৩ ফোনটির ৮ জিবি ও ১২৮ জিবি (ইন্টারনাল স্টোরেজ) ভার্সনের দাম ১৮ হাজার ৯৯৯ রুপি।
আগের মটো জি৮২ ও মটো জি৭৩ এর স্পেসিফিকেশনের সঙ্গে এই ফোনের অনেক মিল থাকবে বলে ধারণা করা হচ্ছে।
দর্শকদের ভিডিও দেখার অভিজ্ঞতা আরও উন্নত করতে এবং কনটেন্টকে আরও সহজে বোঝার ও ব্যবহারের উপযোগী করে তোলার জন্য ইউটিউবের ভিডিওতে চ্যাপ্টার যুক্ত করেন অনেকেই।
২ ঘণ্টা আগেসামাজিক যোগাযোগের অভিজ্ঞতা আরও ব্যক্তিগত ও অর্থবহ করে তুলতে নতুন এক ফিচার আনছে ইনস্টাগ্রাম। মেটার মালিকানাধীন এই সামাজিক যোগাযোগমাধ্যমটি ‘পিকস’ নামের একটি ফিচার চালুর মাধ্যমে একই বিষয়ে আগ্রহী এমন বন্ধু খুঁজে দেবে।
১৮ ঘণ্টা আগেঅনেকের কাছে অপছন্দের একটি ঘরের কাজ—কাপড় ধোয়া ও ভাঁজ করা। তবে এবার সেই যন্ত্রণার অবসান ঘটাতে পারে একটি হিম্যানয়েড বা মানবাকৃতির রোবট। মাত্র কয়েক সপ্তাহ আগেই ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রযুক্তি কোম্পানি ফিগার তাদের তৈরি মানবসদৃশ রোবটের একটি ভিডিও প্রকাশ করে, যেখানে দেখা যায় রোবটটি দক্ষতার সঙ্গে ঝুড়ি...
২০ ঘণ্টা আগেইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্টার্টআপ এক্সএআই থেকে থেকে সরে দাঁড়ালেন প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা ইগর বাবুশকিন। গতকাল বুধবার নিজের এক্স (সাবেক টুইটার) পোস্টে এই ঘোষণা দেন তিনি।
২১ ঘণ্টা আগে