ব্যবহারকারীদের প্রোফাইলে গান যুক্ত করার সুবিধা নিয়ে এল ইনস্টাগ্রাম। এর আগে শুধু পোস্ট, রিলস ও স্টোরির সঙ্গে গান যুক্ত করার সুবিধা ছিল। এখন প্রোফাইল বায়োতে ৩০ সেকেন্ডের একটি গান যোগ করতে পারবেন ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা। তবে গানটি প্রোফাইলে ঢোকার পর স্বয়ংক্রিয়ভাবে চালু হবে না, গানটি শোনার জন্য এতে ট্যাপ করতে হবে।
এই নতুন ফিচারের প্রচারণার জন্য ‘এস্প্রেসো’ গানের গায়িকা সাবরিনা কারপেন্টারের সঙ্গে চুক্তি করেছে ইনস্টাগ্রাম। গত শুক্রবারে এই ফিচারের মাধ্যমে সাবরিনার প্রোফাইলে তার অপ্রকাশিত গানের কিছু অংশ প্রকাশ করা হয়। প্রথমবারের মতো ভক্তদের এই গান শোনার সুযোগ দেবে ফিচারটি।
ইনস্টাগ্রাম বলছে, গানটি পূর্ণ মুক্তির আগে শোনার ভক্তদের একটি বিশেষ সুযোগ প্রদান করবে এই ফিচার।
প্রোফাইলে গান যুক্ত করবেন যেভাবে
ইনস্টাগ্রাম প্রোফাইলে গান যুক্ত করার জন্য আপনার ফোনে অ্যাপটির সর্বশেষ সংস্করণ রয়েছে কিনা তা নিশ্চিত করতে হবে। এরপর নিজের প্রোফাইলে ঢুকে ‘এডিট প্রোফাইল’ অপশনে ক্লিক করতে হবে। নিচের দিকে স্ক্রল করে ‘মিউজিক’ সেকশনটি খুঁজে বের করতে হবে। এখন ‘অ্যাড মিউজিক টু ইউওর প্রোফাইল’–এ ট্যাপ করতে হবে ফলে একটি নতুন পেজ চালু হবে। এই পেজ থেকে পছন্দের গান নির্বাচন করুন। এবার ৩০ সেকেন্ডে গানটির কতটুকু অংশ রাখতে চান তা নির্বাচন করুন। গানটি ব্যবহারকারীর প্রোফাইলে থাকবে যতক্ষণ না তারা সেটি মুছে ফেলে বা নতুন গান দিয়ে আপডেট করে।
গত বছর নোটস ও ক্যারাসোল পোস্টে গান যুক্ত করা সুবিধা নিয়ে আসে ইনস্টাগ্রাম।
এ ছাড়া ইনস্টাগ্রামের নোটস ফিচারের এখন রঙের পরিবর্তন দেখা যাবে। অর্থাৎ নির্দিষ্ট কিছু শব্দ দিয়ে নোটগুলো লিখলে এতে নোটস ফিচারের রঙের পরিবর্তন দেখা যাবে। বর্তমানে ‘ডেমিউর’, ‘কিউটসি’, ‘কনসিডারেট’ ও ‘মাইন্ডফুল’—এই চারটি শব্দ ব্যবহার করলে নোটসের পরিবর্তন হবে। শব্দগুলো ব্যবহার করলে গোলাপি রঙের বিভিন্ন বর্ণ দেখা যাবে।
এর আগে নোটসে ‘সোনালি’ রং ব্যবহার করেছিল ইনস্টাগ্রাম। পরবর্তীতে ফিচারটি বাতিল করা হয়। তাই নির্দিষ্ট কিছু শব্দ ব্যবহার করে আর ব্যবহারকারীরা নোটসের রং সোনালি করতে পারে না।
ব্যবহারকারীদের প্রোফাইলে গান যুক্ত করার সুবিধা নিয়ে এল ইনস্টাগ্রাম। এর আগে শুধু পোস্ট, রিলস ও স্টোরির সঙ্গে গান যুক্ত করার সুবিধা ছিল। এখন প্রোফাইল বায়োতে ৩০ সেকেন্ডের একটি গান যোগ করতে পারবেন ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা। তবে গানটি প্রোফাইলে ঢোকার পর স্বয়ংক্রিয়ভাবে চালু হবে না, গানটি শোনার জন্য এতে ট্যাপ করতে হবে।
এই নতুন ফিচারের প্রচারণার জন্য ‘এস্প্রেসো’ গানের গায়িকা সাবরিনা কারপেন্টারের সঙ্গে চুক্তি করেছে ইনস্টাগ্রাম। গত শুক্রবারে এই ফিচারের মাধ্যমে সাবরিনার প্রোফাইলে তার অপ্রকাশিত গানের কিছু অংশ প্রকাশ করা হয়। প্রথমবারের মতো ভক্তদের এই গান শোনার সুযোগ দেবে ফিচারটি।
ইনস্টাগ্রাম বলছে, গানটি পূর্ণ মুক্তির আগে শোনার ভক্তদের একটি বিশেষ সুযোগ প্রদান করবে এই ফিচার।
প্রোফাইলে গান যুক্ত করবেন যেভাবে
ইনস্টাগ্রাম প্রোফাইলে গান যুক্ত করার জন্য আপনার ফোনে অ্যাপটির সর্বশেষ সংস্করণ রয়েছে কিনা তা নিশ্চিত করতে হবে। এরপর নিজের প্রোফাইলে ঢুকে ‘এডিট প্রোফাইল’ অপশনে ক্লিক করতে হবে। নিচের দিকে স্ক্রল করে ‘মিউজিক’ সেকশনটি খুঁজে বের করতে হবে। এখন ‘অ্যাড মিউজিক টু ইউওর প্রোফাইল’–এ ট্যাপ করতে হবে ফলে একটি নতুন পেজ চালু হবে। এই পেজ থেকে পছন্দের গান নির্বাচন করুন। এবার ৩০ সেকেন্ডে গানটির কতটুকু অংশ রাখতে চান তা নির্বাচন করুন। গানটি ব্যবহারকারীর প্রোফাইলে থাকবে যতক্ষণ না তারা সেটি মুছে ফেলে বা নতুন গান দিয়ে আপডেট করে।
গত বছর নোটস ও ক্যারাসোল পোস্টে গান যুক্ত করা সুবিধা নিয়ে আসে ইনস্টাগ্রাম।
এ ছাড়া ইনস্টাগ্রামের নোটস ফিচারের এখন রঙের পরিবর্তন দেখা যাবে। অর্থাৎ নির্দিষ্ট কিছু শব্দ দিয়ে নোটগুলো লিখলে এতে নোটস ফিচারের রঙের পরিবর্তন দেখা যাবে। বর্তমানে ‘ডেমিউর’, ‘কিউটসি’, ‘কনসিডারেট’ ও ‘মাইন্ডফুল’—এই চারটি শব্দ ব্যবহার করলে নোটসের পরিবর্তন হবে। শব্দগুলো ব্যবহার করলে গোলাপি রঙের বিভিন্ন বর্ণ দেখা যাবে।
এর আগে নোটসে ‘সোনালি’ রং ব্যবহার করেছিল ইনস্টাগ্রাম। পরবর্তীতে ফিচারটি বাতিল করা হয়। তাই নির্দিষ্ট কিছু শব্দ ব্যবহার করে আর ব্যবহারকারীরা নোটসের রং সোনালি করতে পারে না।
ওপেনএআই মাইক্রোসফটকে গিলে খাবে—মাইক্রোসফটের প্রধান সত্য নাদেলাকে এভাবেই সতর্ক করেছেন টেক জায়ান্ট ইলন মাস্ক। মাইক্রোসফটের সব প্ল্যাটফর্মে ওপেনএআইয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা ‘জিপিটি-৫’ বিনা মূল্যে ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা—এমন ঘোষণার পরই এল ইলন মাস্কের এই সতর্কবার্তা। নিজ মালিকানাধীন সামাজিক মাধ্য
১২ ঘণ্টা আগেমাইক্রোসফটের ওয়েবসাইটে জানানো হয়েছে, ওপেনএআই-এর ‘এ পর্যন্ত সেরা এআই মডেল’ জিপিটি-৫ সরাসরি বিভিন্ন মাইক্রোসফট এআই পণ্যে তাৎক্ষণিকভাবে যুক্ত করা হচ্ছে, যার মধ্যে মাইক্রোসফট কো-পাইলটও রয়েছে। এই পরিষেবাটি সম্পূর্ণ বিনা মূল্যে পাওয়া যাবে।
১৪ ঘণ্টা আগেপ্রতিদিন লাখ লাখ ভিডিও আপলোড হয় ইউটিউবে। এই বিপুল পরিমাণ ভিডিওর ভিড়ে আপনার তৈরি ভিডিওটি সঠিক দর্শকের কাছে পৌঁছানো নিঃসন্দেহে একটি বড় চ্যালেঞ্জ। তাই শুধু ভালো কনটেন্ট তৈরি করলেই হবে না, আপনাকে ভিউ বাড়ানোর বিভিন্ন কৌশলও জানতে হবে। আর সেই কৌশলগুলোর মধ্য অন্যতম হলো—সঠিকভাবে ভিডিওতে ট্যাগ ব্যবহার করা।
২০ ঘণ্টা আগেনতুন আইফোন মডেলগুলোর জন্য ডিজিটাল ইমেজ বা ক্যামেরা সেন্সর তৈরিতে স্যামসাংয়ের সঙ্গে হাত মেলাচ্ছে অ্যাপল। এই চুক্তি সম্পর্কে অবগত একাধিক সূত্রের বরাতে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ফাইন্যান্সিয়াল টাইমস।
১ দিন আগে