আজকের পত্রিকা ডেস্ক
আবুধাবির টেকনোলজি ইনোভেশন ইনস্টিটিউট (টিআইআই) ও মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়া সংযুক্ত আরব আমিরাতে একটি যৌথ গবেষণাগার চালু করেছে। আজ সোমবার টিআইআই জানিয়েছে, এ ল্যাব মূলত পরবর্তী প্রজন্মের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ও রোবোটিকস প্ল্যাটফর্ম উন্নয়নে কাজ করবে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এটি মধ্যপ্রাচ্যে এনভিডিয়ার প্রথম এআই টেকনোলজি সেন্টার।
টিআইআই জানিয়েছে, তাদের বহুমুখী গবেষণাকে এনভিডিয়ার উন্নত এআই মডেল ও কম্পিউটিং শক্তির সঙ্গে যুক্ত করা হবে। এই সক্ষমতাই বর্তমানে বিশ্বব্যাপী এআই বিপ্লবকে ত্বরান্বিত করছে।
টিআইআইয়ের প্রধান নির্বাহী নাজওয়া আরাজ বলেন, চুক্তির আওতায় প্রতিষ্ঠানটি বিশেষায়িত এজ জিপিইউ চিপ ব্যবহার করে রোবোটিকস গবেষণাকে এগিয়ে নেবে। এর মধ্যে রয়েছে হিউম্যানয়েড রোবট, চার পা-বিশিষ্ট রোবট ও রোবোটিক বাহু।
নাজওয়া আরাজ আরও বলেন, ‘আমরা একটি নতুন চিপ ব্যবহার করতে যাচ্ছি, যার নাম থর চিপ। এই চিপ উন্নত রোবোটিক সিস্টেম তৈরিতে সহায়ক।’
টিআইআই হচ্ছে আবুধাবি সরকারের অধীন অ্যাডভান্সড টেকনোলজি রিসার্চ কাউন্সিলের প্রয়োগ করা গবেষণা শাখা, যা সংযুক্ত আরব আমিরাতকে বৈশ্বিক এআই শক্তি হিসেবে গড়ে তোলার প্রচেষ্টার অংশ।
মধ্যপ্রাচ্যের তেল রপ্তানিকারক দেশটি গত কয়েক বছরে এআই খাতে বিলিয়ন ডলার বিনিয়োগ করছে। এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক কাজে লাগিয়ে তারা উন্নত প্রযুক্তিতে প্রবেশাধিকার নিশ্চিত করতে চাচ্ছে।
গত মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপসাগরীয় সফরে গেলে আবুধাবিতে বিশ্বের অন্যতম বৃহৎ ডেটা সেন্টার হাব নির্মাণে একটি বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর করে আমিরাত। এই প্রকল্পে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ও উন্নত এনভিডিয়া চিপ ব্যবহারের কথা রয়েছে। তবে চীনের সঙ্গে আমিরাতের ঘনিষ্ঠ সম্পর্ক ঘিরে নিরাপত্তা উদ্বেগ থাকায় চুক্তিটি এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে রয়টার্স।
টিআইআইয়ের প্রধান নির্বাহী আরাজ জানান, টিআইআই অনেক দিন ধরে এনভিডিয়ার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে এবং এরই মধ্যে তাদের নিজস্ব ভাষা মডেল প্রশিক্ষণে এনভিডিয়ার চিপ ব্যবহার করেছে। তিনি আরও জানান, প্রায় এক বছর আগে যৌথ ল্যাব প্রতিষ্ঠার আলোচনা শুরু হয়। প্রকল্পটির জন্য উভয় পক্ষের দল এখানে কাজ করবে এবং নতুন কর্মীও নিয়োগ দেওয়া হবে।
আবুধাবির টেকনোলজি ইনোভেশন ইনস্টিটিউট (টিআইআই) ও মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়া সংযুক্ত আরব আমিরাতে একটি যৌথ গবেষণাগার চালু করেছে। আজ সোমবার টিআইআই জানিয়েছে, এ ল্যাব মূলত পরবর্তী প্রজন্মের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ও রোবোটিকস প্ল্যাটফর্ম উন্নয়নে কাজ করবে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এটি মধ্যপ্রাচ্যে এনভিডিয়ার প্রথম এআই টেকনোলজি সেন্টার।
টিআইআই জানিয়েছে, তাদের বহুমুখী গবেষণাকে এনভিডিয়ার উন্নত এআই মডেল ও কম্পিউটিং শক্তির সঙ্গে যুক্ত করা হবে। এই সক্ষমতাই বর্তমানে বিশ্বব্যাপী এআই বিপ্লবকে ত্বরান্বিত করছে।
টিআইআইয়ের প্রধান নির্বাহী নাজওয়া আরাজ বলেন, চুক্তির আওতায় প্রতিষ্ঠানটি বিশেষায়িত এজ জিপিইউ চিপ ব্যবহার করে রোবোটিকস গবেষণাকে এগিয়ে নেবে। এর মধ্যে রয়েছে হিউম্যানয়েড রোবট, চার পা-বিশিষ্ট রোবট ও রোবোটিক বাহু।
নাজওয়া আরাজ আরও বলেন, ‘আমরা একটি নতুন চিপ ব্যবহার করতে যাচ্ছি, যার নাম থর চিপ। এই চিপ উন্নত রোবোটিক সিস্টেম তৈরিতে সহায়ক।’
টিআইআই হচ্ছে আবুধাবি সরকারের অধীন অ্যাডভান্সড টেকনোলজি রিসার্চ কাউন্সিলের প্রয়োগ করা গবেষণা শাখা, যা সংযুক্ত আরব আমিরাতকে বৈশ্বিক এআই শক্তি হিসেবে গড়ে তোলার প্রচেষ্টার অংশ।
মধ্যপ্রাচ্যের তেল রপ্তানিকারক দেশটি গত কয়েক বছরে এআই খাতে বিলিয়ন ডলার বিনিয়োগ করছে। এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক কাজে লাগিয়ে তারা উন্নত প্রযুক্তিতে প্রবেশাধিকার নিশ্চিত করতে চাচ্ছে।
গত মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপসাগরীয় সফরে গেলে আবুধাবিতে বিশ্বের অন্যতম বৃহৎ ডেটা সেন্টার হাব নির্মাণে একটি বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর করে আমিরাত। এই প্রকল্পে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ও উন্নত এনভিডিয়া চিপ ব্যবহারের কথা রয়েছে। তবে চীনের সঙ্গে আমিরাতের ঘনিষ্ঠ সম্পর্ক ঘিরে নিরাপত্তা উদ্বেগ থাকায় চুক্তিটি এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে রয়টার্স।
টিআইআইয়ের প্রধান নির্বাহী আরাজ জানান, টিআইআই অনেক দিন ধরে এনভিডিয়ার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে এবং এরই মধ্যে তাদের নিজস্ব ভাষা মডেল প্রশিক্ষণে এনভিডিয়ার চিপ ব্যবহার করেছে। তিনি আরও জানান, প্রায় এক বছর আগে যৌথ ল্যাব প্রতিষ্ঠার আলোচনা শুরু হয়। প্রকল্পটির জন্য উভয় পক্ষের দল এখানে কাজ করবে এবং নতুন কর্মীও নিয়োগ দেওয়া হবে।
বাক্শক্তিহীন ব্যক্তিদের মস্তিষ্কে চিপ বসানোর পরিকল্পনা করছে ইলন মাস্কের নিউরো প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান নিউরালিংক। চলতি বছরের অক্টোবর থেকে এই পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এই পরীক্ষার লক্ষ্য হলো বাক্শক্তিহীন ব্যক্তিদের চিন্তাকে সরাসরি পাঠ্যরূপে রূপান্তর করা।
৪ ঘণ্টা আগেঅ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন আসছে—এমন গুঞ্জন এখন আর তেমন নতুন কিছু নয়। তবে সম্প্রতি ব্লুমবার্গের বিশ্লেষক মার্ক গুরম্যান জানিয়েছেন, এই ফোনটির ডিজাইন হবে অনেকটা ‘দুই আইফোন এয়ার একসঙ্গে জোড়া লাগানোর’ মতো।
৫ ঘণ্টা আগেলিউকেমিয়ায় আক্রান্ত ছয় বছরের ছেলে লুকার সঙ্গে হাসপাতালে হাঁটছিলেন মা মেগান ব্রাজিল-শিহান। করিডরে হঠাৎ তাদের সামনে এসে দাঁড়ায় চার ফুট লম্বা এক রোবট—রবিন। উচ্চ স্বরে শিশুকণ্ঠে রোবটটি বলে উঠল, ‘লুকা, কেমন আছ? অনেক দিন দেখা হয়নি!’
৫ ঘণ্টা আগেজনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটকের ভবিষ্যৎ মালিকানা নিয়ে এক নতুন মোড় সামনে এল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, টিকটকের মার্কিন কার্যক্রমের অংশীদার হতে পারেন বিখ্যাত মিডিয়া মোগল রুপার্ট মারডক ও প্রযুক্তি প্রতিষ্ঠান ডেলের প্রতিষ্ঠাতা মাইকেল ডেল।
৯ ঘণ্টা আগে