আন্ডারওয়াটার ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির দুর্দান্ত প্রযুক্তি নিয়ে গত রোববার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশে উন্মোচিত হয়েছে ‘অপো রেনো ১৩ সিরিজ’। বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই সিরিজের দুটি মডেল—অপো রেনো ১৩ ৫জি এবং অপো রেনো ১৩ এফ—প্রথমবারের মতো স্মার্টফোন ব্যবহারকারীদের পানির নিচেও উচ্চমানের ছবি ও ভিডিও ধারণের সুযোগ দেবে।
অপোর বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইপি ৬৯–রেটেড ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স প্রযুক্তির ফলে পানির দুই মিটার গভীরেও ৩০ মিনিট পর্যন্ত স্পষ্ট ছবি ও ভিডিও ধারণ করা সম্ভব। এ ছাড়া, পানির নিচে পর্যাপ্ত আলো ও রঙের ভারসাম্য নিশ্চিত করতে অপোর এআই কালার ক্যালিব্রেশন অ্যালগরিদম কার্যকরভাবে ফোকাস, রং ও কনট্রাস্ট উন্নত করবে।
‘রেনো ১৩ সিরিজ’-এ নতুন ‘এআই লাইভ ফটো’ ফিচার সংযোজিত হয়েছে, যা শাটার প্রেসের আগে–পরে ১.৫ সেকেন্ডের টাইম ক্যাপসুল রেকর্ড করে। এআই ডি–ব্লারিং, ইআইএস ও ভিজ্যুয়াল রিকগনিশন অ্যালগরিদম যে কোনো শট স্থিতিশীল রাখতে সাহায্য করে।
এ ছাড়া, এআই এডিটর স্যুট–এর মাধ্যমে ‘এআই ক্লিয়ারিটি এনহেন্সার’ ঝাপসা ছবির রেজ্যুলেশন বাড়ায়, ‘এআই আনব্লার’ মোশন–ব্লার শট শার্প করে, ‘এআই রিফ্লেকশন রিমুভার’ অযাচিত রিফ্লেকশন মুছে ফেলে এবং ‘এআই ইরেজার ২.০’ অপ্রয়োজনীয় বিষয় সরিয়ে নিখুঁত ছবি তৈরি করে।
গেমার ও স্ট্রিমারদের জন্য এতে রয়েছে এআই লিংকবুস্ট ২.০ প্রযুক্তি। দুর্বল সিগন্যাল এবং জনসমাবেশ স্থলেও নেটওয়ার্ক থাকে শক্তিশালী।
এর ও+ কানেক্ট অ্যাপের মাধ্যমে অপো ও আইওএস ডিভাইসের মধ্যে নির্বিঘ্নে ফাইল শেয়ারিং সম্ভব।
অপো সাউথ এশিয়ার মার্কেটিং ডিরেক্টর ইয়াং গু বলেন, ‘মেক ইউর মোমেন্ট প্রতিপাদ্যকে সামনে রেখে আমরা বর্তমান সময়কে ধারণ ও ভালো লাগার মুহূর্তকে গ্রহণের জন্য একটি নতুন প্রজন্মকে ক্ষমতায়িত করছি। তরুণদের অসাধারণ সব গল্প তৈরিতে অনুপ্রাণিত করার কথা ভেবেই অপো রেনো ১৩ সিরিজ টি ডিজাইন করা হয়েছে।’
ফোনের কনফিগারেশন
অপো রেনো ১৩ সিরিজ
১২০ হার্টজ রিফ্রেশ রেট–এর ৬.৫৯ ইঞ্চি ডিসপ্লে
৫৬০০ এমএএইচ ব্যাটারি
৮০ ওয়াট সুপারভোগ চার্জিং
১২ জিবি র্যাম (১২ জিবি এক্সটেন্ডেড) এবং ২৫৬ জিবি রম।
স্মার্টফোনটি পাওয়া যাবে ‘পাম হোয়াইট’ এবং ‘লুমিনাস ব্লু’ রঙে ৬৯ হাজার ৯৯০ টাকায়।
রেনো ১৩ এফ
১২০ হার্টজ রিফ্রেশ রেট–এর ৬.৬৭ ইঞ্চি ওলেড ডিসপ্লে
৫৮০০ এমএএইচ ব্যাটারি
৪৫ ওয়াট সুপারভোগ চার্জিং
৮ জিবি র্যাম (৮ জিবি এক্সটেন্ডেড) এবং ২৫৬ জিবি রম।
এ স্মার্টফোনটি পাওয়া যাবে পাম পার্পল এবং গ্রাফাইট গ্রে রঙে ৩৪ হাজার ৯৯০ টাকায়।
আন্ডারওয়াটার ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির দুর্দান্ত প্রযুক্তি নিয়ে গত রোববার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশে উন্মোচিত হয়েছে ‘অপো রেনো ১৩ সিরিজ’। বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড অপো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই সিরিজের দুটি মডেল—অপো রেনো ১৩ ৫জি এবং অপো রেনো ১৩ এফ—প্রথমবারের মতো স্মার্টফোন ব্যবহারকারীদের পানির নিচেও উচ্চমানের ছবি ও ভিডিও ধারণের সুযোগ দেবে।
অপোর বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইপি ৬৯–রেটেড ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্স প্রযুক্তির ফলে পানির দুই মিটার গভীরেও ৩০ মিনিট পর্যন্ত স্পষ্ট ছবি ও ভিডিও ধারণ করা সম্ভব। এ ছাড়া, পানির নিচে পর্যাপ্ত আলো ও রঙের ভারসাম্য নিশ্চিত করতে অপোর এআই কালার ক্যালিব্রেশন অ্যালগরিদম কার্যকরভাবে ফোকাস, রং ও কনট্রাস্ট উন্নত করবে।
‘রেনো ১৩ সিরিজ’-এ নতুন ‘এআই লাইভ ফটো’ ফিচার সংযোজিত হয়েছে, যা শাটার প্রেসের আগে–পরে ১.৫ সেকেন্ডের টাইম ক্যাপসুল রেকর্ড করে। এআই ডি–ব্লারিং, ইআইএস ও ভিজ্যুয়াল রিকগনিশন অ্যালগরিদম যে কোনো শট স্থিতিশীল রাখতে সাহায্য করে।
এ ছাড়া, এআই এডিটর স্যুট–এর মাধ্যমে ‘এআই ক্লিয়ারিটি এনহেন্সার’ ঝাপসা ছবির রেজ্যুলেশন বাড়ায়, ‘এআই আনব্লার’ মোশন–ব্লার শট শার্প করে, ‘এআই রিফ্লেকশন রিমুভার’ অযাচিত রিফ্লেকশন মুছে ফেলে এবং ‘এআই ইরেজার ২.০’ অপ্রয়োজনীয় বিষয় সরিয়ে নিখুঁত ছবি তৈরি করে।
গেমার ও স্ট্রিমারদের জন্য এতে রয়েছে এআই লিংকবুস্ট ২.০ প্রযুক্তি। দুর্বল সিগন্যাল এবং জনসমাবেশ স্থলেও নেটওয়ার্ক থাকে শক্তিশালী।
এর ও+ কানেক্ট অ্যাপের মাধ্যমে অপো ও আইওএস ডিভাইসের মধ্যে নির্বিঘ্নে ফাইল শেয়ারিং সম্ভব।
অপো সাউথ এশিয়ার মার্কেটিং ডিরেক্টর ইয়াং গু বলেন, ‘মেক ইউর মোমেন্ট প্রতিপাদ্যকে সামনে রেখে আমরা বর্তমান সময়কে ধারণ ও ভালো লাগার মুহূর্তকে গ্রহণের জন্য একটি নতুন প্রজন্মকে ক্ষমতায়িত করছি। তরুণদের অসাধারণ সব গল্প তৈরিতে অনুপ্রাণিত করার কথা ভেবেই অপো রেনো ১৩ সিরিজ টি ডিজাইন করা হয়েছে।’
ফোনের কনফিগারেশন
অপো রেনো ১৩ সিরিজ
১২০ হার্টজ রিফ্রেশ রেট–এর ৬.৫৯ ইঞ্চি ডিসপ্লে
৫৬০০ এমএএইচ ব্যাটারি
৮০ ওয়াট সুপারভোগ চার্জিং
১২ জিবি র্যাম (১২ জিবি এক্সটেন্ডেড) এবং ২৫৬ জিবি রম।
স্মার্টফোনটি পাওয়া যাবে ‘পাম হোয়াইট’ এবং ‘লুমিনাস ব্লু’ রঙে ৬৯ হাজার ৯৯০ টাকায়।
রেনো ১৩ এফ
১২০ হার্টজ রিফ্রেশ রেট–এর ৬.৬৭ ইঞ্চি ওলেড ডিসপ্লে
৫৮০০ এমএএইচ ব্যাটারি
৪৫ ওয়াট সুপারভোগ চার্জিং
৮ জিবি র্যাম (৮ জিবি এক্সটেন্ডেড) এবং ২৫৬ জিবি রম।
এ স্মার্টফোনটি পাওয়া যাবে পাম পার্পল এবং গ্রাফাইট গ্রে রঙে ৩৪ হাজার ৯৯০ টাকায়।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বৃহস্পতিবার এক নির্বাহী আদেশে জানিয়েছেন, চীনা মালিকানাধীন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের বিক্রির বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। এই বিক্রিতে টিকটকের মূল্য ধরা হয়েছে ১৪ বিলিয়ন ডলার। পাশাপাশি তিনি জানিয়েছেন, টিকটকের মার্কিন কার্যক্রম মার্কিন
২ ঘণ্টা আগেবিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম পৌঁছে গেল এক নতুন উচ্চতায়। প্ল্যাটফর্মটির মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা পেরিয়ে গেছে ৩০০ কোটির গণ্ডি। গতকাল বুধবার মেটা চ্যানেলে এ তথ্য নিশ্চিত করেন সিইও মার্ক জাকারবার্গ।
১ দিন আগেইন্টারনেটে রীতিমতো ঝড় তুলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনির নতুন ন্যানো ব্যানানা টুল। প্রচলিত ইমেজ জেনারেটরের চেয়ে ভিন্নভাবে কাজ করে এই এআই। খুব সহজেই সাধারণ ছবি থেকে বাস্তবধর্মী ৩ডি মডেলের ছবি তৈরি করে।
১ দিন আগেভারতের কর্ণাটক হাইকোর্ট ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর দায়ের করা একটি মামলা খারিজ করে দিয়েছে। এক্সের অভিযোগ ছিল, ভারত সরকারের ‘সহযোগ’ নামের পোর্টাল ব্যবহার করে তাদের প্ল্যাটফর্মে নির্বিচারে কনটেন্ট সেন্সর করা হচ্ছে, যা বাক স্বাধীনতার মূল্যবোধের বিরোধী।
১ দিন আগে