Ajker Patrika

ওয়ান প্লাস ১১–এর ছবি ফাঁস, সম্ভাব্য কনফিগারেশন

প্রযুক্তি ডেস্ক
ওয়ান প্লাস ১১–এর ছবি ফাঁস, সম্ভাব্য কনফিগারেশন

ওয়ান প্লাসের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘ওয়ান প্লাস ১১’ আগামী বছরের এপ্রিলের আগে বাজারে আসার সম্ভাবনা নেই। তবে সম্প্রতি অনলাইনে ফাঁস হয়েছে এই স্মার্টফোনের ছবি। যা দেখে আপাতত ফোনটির সম্বন্ধে অনেক কিছুই ধারণা করতে পারবেন ওয়ান প্লাস প্রেমীরা।

ছবিগুলো টুইটারে ফাঁস করেছে ‘অনলিকস’ নামের একটি টুইটার হ্যান্ডল। ছবিটি প্রাথমিকভাবে প্রকাশ করা হয় ‘গ্যাজেটগ্যাং’–এর ওয়েবসাইটে। ছবিতে ওয়ান প্লাসের নতুন ডিভাইসটিকে দুটি রঙে দেখা যাচ্ছে—ফরেস্ট এমারেল্ড এবং ভলক্যানিক ব্ল্যাক। এই দুই রংই ওয়ান প্লাসের সর্বশেষ ফোন ১০ প্রোতেও রাখা হয়েছিল। 

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেটগ্যাং–এর এক প্রতিবেদন অনুযায়ী, নতুন ফোনটির ব্যাক ক্যামেরা ওয়ান প্লাস ১০ প্রো মডেল থেকে ব্যতিক্রম। ওয়ান প্লাস ১১–এর ক্যামেরার সেটআপ গোলাকৃতির। ওয়ান প্লাস ১০ প্রোতে যা ছিল চৌকোনা। এ ছাড়া, নতুন ফোনে রয়েছে হ্যাসেলব্লাড ব্র্যান্ডের লোগোযুক্ত ৫০,৪৮ এবং ৩২ মেগাপিক্সেলের ৩টি ক্যামেরার সেটআপ এবং একটি ফ্ল্যাশ। সামনে থাকছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ক্যামেরার বাম্পও আগের চেয়ে বেশ চকচকে। 

ওয়ান প্লাস ১১–তে থাকছে ৬ দশমিক ৭ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। ফোনটির প্রসেসর থাকছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ সিরিজের দ্বিতীয় প্রজন্মের চিপ। থাকছে ১৬ জিবি পর্যন্ত র‍্যাম এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি, সঙ্গে ১০০ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সুবিধা। 

গ্যাজেটগ্যাং এবং অনলিকস জানাচ্ছে, ফোনটি শুরুতে ওয়ান প্লাস ১১ প্রো হিসেবে বাজারে আনতে চাইলেও পরে সিদ্ধান্ত পরিবর্তন করেছে ওয়ান প্লাস কর্তৃপক্ষ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত