প্রযুক্তি ডেস্ক
ওয়ান প্লাসের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘ওয়ান প্লাস ১১’ আগামী বছরের এপ্রিলের আগে বাজারে আসার সম্ভাবনা নেই। তবে সম্প্রতি অনলাইনে ফাঁস হয়েছে এই স্মার্টফোনের ছবি। যা দেখে আপাতত ফোনটির সম্বন্ধে অনেক কিছুই ধারণা করতে পারবেন ওয়ান প্লাস প্রেমীরা।
ছবিগুলো টুইটারে ফাঁস করেছে ‘অনলিকস’ নামের একটি টুইটার হ্যান্ডল। ছবিটি প্রাথমিকভাবে প্রকাশ করা হয় ‘গ্যাজেটগ্যাং’–এর ওয়েবসাইটে। ছবিতে ওয়ান প্লাসের নতুন ডিভাইসটিকে দুটি রঙে দেখা যাচ্ছে—ফরেস্ট এমারেল্ড এবং ভলক্যানিক ব্ল্যাক। এই দুই রংই ওয়ান প্লাসের সর্বশেষ ফোন ১০ প্রোতেও রাখা হয়েছিল।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেটগ্যাং–এর এক প্রতিবেদন অনুযায়ী, নতুন ফোনটির ব্যাক ক্যামেরা ওয়ান প্লাস ১০ প্রো মডেল থেকে ব্যতিক্রম। ওয়ান প্লাস ১১–এর ক্যামেরার সেটআপ গোলাকৃতির। ওয়ান প্লাস ১০ প্রোতে যা ছিল চৌকোনা। এ ছাড়া, নতুন ফোনে রয়েছে হ্যাসেলব্লাড ব্র্যান্ডের লোগোযুক্ত ৫০,৪৮ এবং ৩২ মেগাপিক্সেলের ৩টি ক্যামেরার সেটআপ এবং একটি ফ্ল্যাশ। সামনে থাকছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ক্যামেরার বাম্পও আগের চেয়ে বেশ চকচকে।
ওয়ান প্লাস ১১–তে থাকছে ৬ দশমিক ৭ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। ফোনটির প্রসেসর থাকছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ সিরিজের দ্বিতীয় প্রজন্মের চিপ। থাকছে ১৬ জিবি পর্যন্ত র্যাম এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি, সঙ্গে ১০০ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সুবিধা।
গ্যাজেটগ্যাং এবং অনলিকস জানাচ্ছে, ফোনটি শুরুতে ওয়ান প্লাস ১১ প্রো হিসেবে বাজারে আনতে চাইলেও পরে সিদ্ধান্ত পরিবর্তন করেছে ওয়ান প্লাস কর্তৃপক্ষ।
ওয়ান প্লাসের পরবর্তী ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘ওয়ান প্লাস ১১’ আগামী বছরের এপ্রিলের আগে বাজারে আসার সম্ভাবনা নেই। তবে সম্প্রতি অনলাইনে ফাঁস হয়েছে এই স্মার্টফোনের ছবি। যা দেখে আপাতত ফোনটির সম্বন্ধে অনেক কিছুই ধারণা করতে পারবেন ওয়ান প্লাস প্রেমীরা।
ছবিগুলো টুইটারে ফাঁস করেছে ‘অনলিকস’ নামের একটি টুইটার হ্যান্ডল। ছবিটি প্রাথমিকভাবে প্রকাশ করা হয় ‘গ্যাজেটগ্যাং’–এর ওয়েবসাইটে। ছবিতে ওয়ান প্লাসের নতুন ডিভাইসটিকে দুটি রঙে দেখা যাচ্ছে—ফরেস্ট এমারেল্ড এবং ভলক্যানিক ব্ল্যাক। এই দুই রংই ওয়ান প্লাসের সর্বশেষ ফোন ১০ প্রোতেও রাখা হয়েছিল।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেটগ্যাং–এর এক প্রতিবেদন অনুযায়ী, নতুন ফোনটির ব্যাক ক্যামেরা ওয়ান প্লাস ১০ প্রো মডেল থেকে ব্যতিক্রম। ওয়ান প্লাস ১১–এর ক্যামেরার সেটআপ গোলাকৃতির। ওয়ান প্লাস ১০ প্রোতে যা ছিল চৌকোনা। এ ছাড়া, নতুন ফোনে রয়েছে হ্যাসেলব্লাড ব্র্যান্ডের লোগোযুক্ত ৫০,৪৮ এবং ৩২ মেগাপিক্সেলের ৩টি ক্যামেরার সেটআপ এবং একটি ফ্ল্যাশ। সামনে থাকছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ক্যামেরার বাম্পও আগের চেয়ে বেশ চকচকে।
ওয়ান প্লাস ১১–তে থাকছে ৬ দশমিক ৭ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। ফোনটির প্রসেসর থাকছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ সিরিজের দ্বিতীয় প্রজন্মের চিপ। থাকছে ১৬ জিবি পর্যন্ত র্যাম এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি, সঙ্গে ১০০ ওয়াট ফাস্ট চার্জিংয়ের সুবিধা।
গ্যাজেটগ্যাং এবং অনলিকস জানাচ্ছে, ফোনটি শুরুতে ওয়ান প্লাস ১১ প্রো হিসেবে বাজারে আনতে চাইলেও পরে সিদ্ধান্ত পরিবর্তন করেছে ওয়ান প্লাস কর্তৃপক্ষ।
জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এবার নতুন একটি ফিচার চালু করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাঁদের ফেসবুক প্রোফাইল লিংক সরাসরি হোয়াটসঅ্যাপ প্রোফাইলে যুক্ত করতে পারবেন। ফলে মেটার বিভিন্ন প্ল্যাটফর্মে (যেমন—হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক) কোনো ব্যবহারকারীকে সহজে খুঁজে পাওয়া যাবে।
৭ ঘণ্টা আগেতথ্যই শক্তি—এই প্রবাদ বর্তমান বিশ্বে ভয়ংকরভাবে সত্য হয়ে হাজির হয়েছে। এখন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তথ্যমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়ন্ত্রণ চলে গেছে মাত্র কয়েক ব্যক্তির হাতে, যাঁরা বিশ্বের শীর্ষ প্রযুক্তি ধনকুবেরদের তালিকায় রয়েছেন।
৩ দিন আগে‘আরাত্তাই’ শব্দটি তামিল ভাষায় ‘আলাপ-আলোচনা’ অর্থে ব্যবহৃত হয়। ২০২১ সালে অ্যাপটি সীমিত পরিসরে চালু করা হলেও তখন খুব একটা সাড়া মেলেনি। কিন্তু সম্প্রতি ভারতের কেন্দ্রীয় সরকারের ‘আত্মনির্ভর ভারত’ বা স্বনির্ভরতা প্রচারণা এবং যুক্তরাষ্ট্রের বাণিজ্য শুল্ক বাড়ার প্রেক্ষাপটে দেশীয় পণ্যের প্রতি জোর...
৩ দিন আগেব্রিটিশ পুলিশ জানিয়েছে, তারা এমন এক আন্তর্জাতিক চক্র ভেঙে দিয়েছে, যারা গত এক বছরে যুক্তরাজ্য থেকে ৪০ হাজার চুরি যাওয়া মোবাইল ফোন চীনে পাচার করেছে বলে সন্দেহ করা হচ্ছে। মেট্রোপলিটন পুলিশ এটিকে ফোন চুরি রোধে যুক্তরাজ্যের ‘সবচেয়ে বড় অভিযান’ বলে দাবি করেছে। এই অভিযানে ১৮ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা
৪ দিন আগে