Ajker Patrika

রেডমি নোট ১৩ প্লাস: ক্যামেরা ও চিপসেট যেমন হতে পারে 

আপডেট : ২২ আগস্ট ২০২৩, ১৪: ৪৩
রেডমি নোট ১৩ প্লাস: ক্যামেরা ও চিপসেট যেমন হতে পারে 

শাওমির নতুন স্মার্টফোনের সিরিজ রেডমি নোট ১৩ বাজারে আসছে শিগগির। এই ফোনে কি কি বৈশিষ্ট্য থাকছে তা নিয়ে জল্পনা-কল্পনা চলছে। 

প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গ্যাজেট ৩৬০ এক প্রতিবেদন বলছে, শাওমির অন্যান্য নোট  সিরিজের মত এই সিরিজেও রেডমি নোট ১৩, রেডমি নোট ১৩ প্রো ও রেডমি নোট ১৩ প্রো প্লাস মডেল থাকবে। 

এক্স (টুইটার) প্ল্যাটফর্মে Skrzypek নামে এক তথ্যদাতার অ্যাকাউন্ট থেকে ছবি শেয়ার করে বলা হয়, সম্প্রতি প্রকাশিত রেডমি কে৬০ আলট্রা মডেলের মত রেডমি নোট ১৩ সিরিজেও মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০ প্লাস চিপসেট থাকবে। পেছনে ৪টি ক্যামেরা থাকবে। ক্যামেরায় ২০০ মেগাপিক্সেলের স্যামসাং এইচপি ৩ প্রাইমারি সেন্সর থাকতে পারে। 

এই তথ্যদাতা আরও জানান, প্রাইমারি সেন্সরের সঙ্গে আলট্রা–ওয়াইড–অ্যাঙ্গেল লেন্সসহ ৮ মেগাপিক্সেল সনি আইএমএক্স ৩৫৫ সেন্সর ও মাইক্রো লেন্সসহ ২ মেগাপিক্সেল অমনিভিশন ওভি২বি১০ সেন্সর থাকবে। 

রেডমি নোট ১৩ প্রো প্লাস: সম্ভাব্য স্পেসিফিকেশন 

পেছনের ক্যামেরা: ২০০ মেগাপিক্সেল, ৪ এক্স জুমসহ
ডিসপ্লে: কার্ভ–এজ 
রেজুলেশন: ১.৫ কে
রিফ্রেশ রেট: ১২০ হার্জ
ব্যাটারি: ৫০০০ এমএএইচ 
চাজিং: ১২০ ওয়াট, ফাস্ট চার্জিং

গত বছরের ডিসেম্বরে রেডমি নোট ১২ সিরিজ বাজারে আসে। রেডমি নোট ১২ প্রো ও রেডমি নোট ১২ প্রো প্লাসে অক্টাকোর ৬ এনএম মিডিয়াটেক ডিমেনসিটি ১০৮০ চিপসেট ব্যবহার করা হয়েছে। রেডমি নোট ১২ প্রোর পেছনের ক্যামেরায় ৫০ মেগা মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, আলট্রা–ওয়াইড–অ্যাঙ্গেল লেন্সসহ ৮ মেগাপিক্সেল সেন্সর ও ২ মেগাপিক্সেল সেন্সর রয়েছে। সামনের ক্যামেরায় ১৬ মেগাপিক্সেল সেন্সর রয়েছে। 

রেডমি নোট ১২ প্রো প্লাসে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ছাড়া রেডমি নোট ১২ প্রো এর মত একই ধরনের স্পেসিফিকেশন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত