আজকের পত্রিকা ডেস্ক
বিশ্বজুড়ে কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য ও যৌন নিপীড়নের বিরুদ্ধে নিরাপত্তা নিশ্চিত করতে এবার ইনস্টাগ্রামে নতুন সুরক্ষা ফিচার যুক্ত করল মেটা। গতকাল (২৩ জুলাই) এক ঘোষণায় কোম্পানিটি জানায়, এই ফিচারগুলো মূলত টিনএজারদের জন্য চালু করা হলেও ‘টিন অ্যাকাউন্ট’ সুরক্ষার পরিধি আরও বাড়ানো হচ্ছে। এবার থেকে এসব সুরক্ষা প্রাপ্তবয়স্কদের পরিচালিত সেই অ্যাকাউন্টগুলোতেও প্রযোজ্য হবে, যেখানে শিশুদের ছবি বা ভিডিও নিয়মিত শেয়ার করা হয়।
নতুন আপডেটে ইনস্টাগ্রামের ডাইরেক্ট মেসেজিং বা ডিএম সেকশনে বাড়তি সতর্কতা জুড়েছে মেটা। এখন থেকে কিশোর ব্যবহারকারীরা যখন কাউকে মেসেজ করবে বা তাদের কেউ মেসেজ পাঠালে সেই অ্যাকাউন্ট ইনস্টাগ্রামে কবে যুক্ত হয়েছে (মাস ও সাল) তা স্পষ্টভাবে দেখা যাবে। একই সঙ্গে খুব সহজে সেই অ্যাকাউন্ট ব্লক বা রিপোর্ট করার সুবিধা থাকবে।
মেটা বলছে, ‘নতুন এই সতর্কতাগুলো আগের সেফটি (নিরাপত্তা) নোটিশের পরিপূরক। আমরা দেখতে পাচ্ছি, কিশোর ব্যবহারকারীরা এগুলোর যথাযথ ব্যবহার করছেন। শুধু জুন মাসেই ১০ লাখ অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে এবং সমানসংখ্যক রিপোর্ট করা হয়েছে।’
এদিকে ইনস্টাগ্রামে প্রাপ্তবয়স্করা শিশুদের ছবি দিয়ে অ্যাকাউন্ট চালাতে পারেন, যদি তারা বায়োতে উল্লেখ করেন যে, অ্যাকাউন্টটি তারাই পরিচালনা করছেন। অনেক সময় এগুলো ‘ফ্যামিলি ইনফ্লুয়েন্সার’ বা শিশু তারকাদের ম্যানেজ করা অ্যাকাউন্ট হয়ে থাকে। মেটা জানিয়েছে, ‘যদিও এসব অ্যাকাউন্ট বেশির ভাগ ক্ষেত্রেই নিরীহ উদ্দেশ্যে তৈরি, তবু কিছু ব্যবহারকারী সেগুলোতে আপত্তিকর মন্তব্য করেন বা মেসেজ পাঠানোর চেষ্টা করেন, যা আমাদের নিয়মের সরাসরি লঙ্ঘন।’
এ ধরনের অ্যাকাউন্টের জন্য মেটা যেসব নতুন সুরক্ষা ফিচার চালু করছে—
চলতি বছর এখন পর্যন্ত ১৩ বছরের নিচে শিশুদের ছবি ব্যবহৃত অ্যাকাউন্টে যৌন মন্তব্য বা অনুরোধ করায় মেটা ১ লাখ ৩৫ হাজার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং অতিরিক্ত ৫ লাখ ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সরিয়ে ফেলেছে।
কিশোর-কিশোরীদের বা টিন অ্যাকাউন্টে যেসব সুরক্ষা থাকে
২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ইনস্টাগ্রামে নতুন যেসব ব্যবহারকারী ১৮ বছরের নিচে, তারা স্বয়ংক্রিয়ভাবে ‘টিন অ্যাকাউন্ট’ হিসেবে বিবেচিত হন। এই অ্যাকাউন্টগুলোতে—
এ ছাড়া দিনে ৬০ মিনিট পর অ্যাপ ছাড়ার পরামর্শ দিয়ে নোটিফিকেশন আসে এবং রাতে ‘স্লিপ মোড’ চালু হয়, যা সব নোটিফিকেশন বন্ধ করে দেয় এবং অটো রিপ্লাই পাঠায়।
চলতি বছরের এপ্রিল থেকে ডিএমে নগ্ন ছবি পাঠানো হলে তা স্বয়ংক্রিয়ভাবে ব্লার করে দেওয়ার ব্যবস্থা চালু করেছে মেটা। এ ধরনের ছবি প্রাপক দেখতে না চাইলে তা ব্লার অবস্থায় থেকে যায়। গত জুনে দেখা গেছে, ৪০ শতাংশের বেশি ব্লার করা ছবি আর আনব্লার করা হয়নি।
সামাজিক যোগাযোগমাধ্যম শিশুদের জন্য ক্ষতিকর—এই অভিযোগে গত কয়েক বছর ধরেই চাপের মুখে পড়েছে মেটা। ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের ৪০টিরও বেশি অঙ্গরাজ্য মেটার বিরুদ্ধে মামলা করে এবং ২০২৪ সালের জুলাইয়ে দেশটির সিনেট শিশুদের অনলাইন নিরাপত্তা নিয়ে দুটি বিল পাশ করে।
মেটা জানিয়েছে, তারা ধাপে ধাপে এসব নতুন নিয়ম কার্যকর করবে এবং ব্যবহারকারীদের প্রতিক্রিয়ার ভিত্তিতে ভবিষ্যতে আরও সুরক্ষা ফিচার চালু করবে।
তথ্যসূত্র: টেকক্রাঞ্চ ও ইউএসএ টুডে
বিশ্বজুড়ে কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য ও যৌন নিপীড়নের বিরুদ্ধে নিরাপত্তা নিশ্চিত করতে এবার ইনস্টাগ্রামে নতুন সুরক্ষা ফিচার যুক্ত করল মেটা। গতকাল (২৩ জুলাই) এক ঘোষণায় কোম্পানিটি জানায়, এই ফিচারগুলো মূলত টিনএজারদের জন্য চালু করা হলেও ‘টিন অ্যাকাউন্ট’ সুরক্ষার পরিধি আরও বাড়ানো হচ্ছে। এবার থেকে এসব সুরক্ষা প্রাপ্তবয়স্কদের পরিচালিত সেই অ্যাকাউন্টগুলোতেও প্রযোজ্য হবে, যেখানে শিশুদের ছবি বা ভিডিও নিয়মিত শেয়ার করা হয়।
নতুন আপডেটে ইনস্টাগ্রামের ডাইরেক্ট মেসেজিং বা ডিএম সেকশনে বাড়তি সতর্কতা জুড়েছে মেটা। এখন থেকে কিশোর ব্যবহারকারীরা যখন কাউকে মেসেজ করবে বা তাদের কেউ মেসেজ পাঠালে সেই অ্যাকাউন্ট ইনস্টাগ্রামে কবে যুক্ত হয়েছে (মাস ও সাল) তা স্পষ্টভাবে দেখা যাবে। একই সঙ্গে খুব সহজে সেই অ্যাকাউন্ট ব্লক বা রিপোর্ট করার সুবিধা থাকবে।
মেটা বলছে, ‘নতুন এই সতর্কতাগুলো আগের সেফটি (নিরাপত্তা) নোটিশের পরিপূরক। আমরা দেখতে পাচ্ছি, কিশোর ব্যবহারকারীরা এগুলোর যথাযথ ব্যবহার করছেন। শুধু জুন মাসেই ১০ লাখ অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে এবং সমানসংখ্যক রিপোর্ট করা হয়েছে।’
এদিকে ইনস্টাগ্রামে প্রাপ্তবয়স্করা শিশুদের ছবি দিয়ে অ্যাকাউন্ট চালাতে পারেন, যদি তারা বায়োতে উল্লেখ করেন যে, অ্যাকাউন্টটি তারাই পরিচালনা করছেন। অনেক সময় এগুলো ‘ফ্যামিলি ইনফ্লুয়েন্সার’ বা শিশু তারকাদের ম্যানেজ করা অ্যাকাউন্ট হয়ে থাকে। মেটা জানিয়েছে, ‘যদিও এসব অ্যাকাউন্ট বেশির ভাগ ক্ষেত্রেই নিরীহ উদ্দেশ্যে তৈরি, তবু কিছু ব্যবহারকারী সেগুলোতে আপত্তিকর মন্তব্য করেন বা মেসেজ পাঠানোর চেষ্টা করেন, যা আমাদের নিয়মের সরাসরি লঙ্ঘন।’
এ ধরনের অ্যাকাউন্টের জন্য মেটা যেসব নতুন সুরক্ষা ফিচার চালু করছে—
চলতি বছর এখন পর্যন্ত ১৩ বছরের নিচে শিশুদের ছবি ব্যবহৃত অ্যাকাউন্টে যৌন মন্তব্য বা অনুরোধ করায় মেটা ১ লাখ ৩৫ হাজার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং অতিরিক্ত ৫ লাখ ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সরিয়ে ফেলেছে।
কিশোর-কিশোরীদের বা টিন অ্যাকাউন্টে যেসব সুরক্ষা থাকে
২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ইনস্টাগ্রামে নতুন যেসব ব্যবহারকারী ১৮ বছরের নিচে, তারা স্বয়ংক্রিয়ভাবে ‘টিন অ্যাকাউন্ট’ হিসেবে বিবেচিত হন। এই অ্যাকাউন্টগুলোতে—
এ ছাড়া দিনে ৬০ মিনিট পর অ্যাপ ছাড়ার পরামর্শ দিয়ে নোটিফিকেশন আসে এবং রাতে ‘স্লিপ মোড’ চালু হয়, যা সব নোটিফিকেশন বন্ধ করে দেয় এবং অটো রিপ্লাই পাঠায়।
চলতি বছরের এপ্রিল থেকে ডিএমে নগ্ন ছবি পাঠানো হলে তা স্বয়ংক্রিয়ভাবে ব্লার করে দেওয়ার ব্যবস্থা চালু করেছে মেটা। এ ধরনের ছবি প্রাপক দেখতে না চাইলে তা ব্লার অবস্থায় থেকে যায়। গত জুনে দেখা গেছে, ৪০ শতাংশের বেশি ব্লার করা ছবি আর আনব্লার করা হয়নি।
সামাজিক যোগাযোগমাধ্যম শিশুদের জন্য ক্ষতিকর—এই অভিযোগে গত কয়েক বছর ধরেই চাপের মুখে পড়েছে মেটা। ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের ৪০টিরও বেশি অঙ্গরাজ্য মেটার বিরুদ্ধে মামলা করে এবং ২০২৪ সালের জুলাইয়ে দেশটির সিনেট শিশুদের অনলাইন নিরাপত্তা নিয়ে দুটি বিল পাশ করে।
মেটা জানিয়েছে, তারা ধাপে ধাপে এসব নতুন নিয়ম কার্যকর করবে এবং ব্যবহারকারীদের প্রতিক্রিয়ার ভিত্তিতে ভবিষ্যতে আরও সুরক্ষা ফিচার চালু করবে।
তথ্যসূত্র: টেকক্রাঞ্চ ও ইউএসএ টুডে
স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি, মোবাইল স্ট্রিট ফটোগ্রাফির ক্ষেত্রে বিশ্বের অন্যতম নেতৃত্বস্থানীয় প্রতিষ্ঠান রিকো ইমেজিং কোম্পানি লিমিটেডের সঙ্গে কৌশলগত অংশীদারত্বের ঘোষণা দিয়েছে। আগামী ১৪ অক্টোবর চীনের বেইজিংয়ে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই অংশীদারত্বের ঘোষণা দেওয়া হবে।
১৮ ঘণ্টা আগেদেশে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক জাতীয় প্রতিযোগিতা ‘ভিশনএক্সন: এআই-পাওয়ার্ড ন্যাশনাল ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৫’ আয়োজন করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ (সিএসইডিইউ)।
২০ ঘণ্টা আগেজনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এবার নতুন একটি ফিচার চালু করেছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাঁদের ফেসবুক প্রোফাইল লিংক সরাসরি হোয়াটসঅ্যাপ প্রোফাইলে যুক্ত করতে পারবেন। ফলে মেটার বিভিন্ন প্ল্যাটফর্মে (যেমন—হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক) কোনো ব্যবহারকারীকে সহজে খুঁজে পাওয়া যাবে।
২ দিন আগেতথ্যই শক্তি—এই প্রবাদ বর্তমান বিশ্বে ভয়ংকরভাবে সত্য হয়ে হাজির হয়েছে। এখন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তথ্যমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের নিয়ন্ত্রণ চলে গেছে মাত্র কয়েক ব্যক্তির হাতে, যাঁরা বিশ্বের শীর্ষ প্রযুক্তি ধনকুবেরদের তালিকায় রয়েছেন।
৪ দিন আগে