টি এইচ মাহির
প্রতিনিয়ত বিভিন্ন ধরনের বর্জ্যের কারণে দূষিত হচ্ছে সমুদ্র। বেশির ভাগ ক্ষেত্রে এর কারণ প্লাস্টিক এবং এ জাতীয় বর্জ্য। এ ছাড়া সামুদ্রিক যানবাহন থেকেও তেল ও গ্যাসে সমুদ্র দূষিত হয়। এই ভয়াবহতা রোধে এরই মধ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে সেগুলোর বেশির ভাগই বেশ সময়সাপেক্ষ। এতে সমুদ্রের বর্জ্য পরিষ্কার করা সম্ভবও নয়। এটিই এখন পর্যন্ত সাধারণ ধারণা। তবে এ সমস্যা সমাধানে হংকং বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী উদ্ভাবন করেছেন এআই প্রযুক্তির স্বয়ংক্রিয় বর্জ্য নিষ্কাশন রোবট।
ক্লিয়ার বট নামে একটি স্বয়ংক্রিয় সামুদ্রিক বর্জ্য পরিষ্কার করার রোবট বানিয়েছে হংকং বিশ্ববিদ্যালয়ের স্নাতক কয়েকজন উদ্যোক্তা। এটি মূলত ব্যাটারিচালিত রোবট। এটি দেখতে ছোট বোটের মতো। সমুদ্রের অভ্যন্তরীণ ও ভাসমান আবর্জনা এবং ভাসমান তেলের স্তর সরাতে এই রোবট ডিজাইন করা হয়েছে। ক্লিয়ার বট এক দিনে ১৫ লিটার পর্যন্ত তেল এবং ২০০ কেজি ভাসমান আবর্জনা সংগ্রহ করতে পারে। একে তাই অনেকটাই সাশ্রয়ী প্রযুক্তি হিসেবে দেখা হচ্ছে।
আবর্জনা শনাক্ত করতে এ রোবটে এআই ভিশন ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এর ব্যাটারি চার্জ হবে সোলার প্যানেলে। রোবটটি প্রায় ৬৪ ধরনের পানির আবর্জনা শনাক্ত এবং আবর্জনার বিভিন্ন ডেটা সংগ্রহ করতে সক্ষম। ক্লিয়ার বট সমুদ্রে ঘুরে ঘুরে বিভিন্ন আবর্জনা সংগ্রহ করে এবং তা ঝুড়িতে তোলে। জনবল কমানো এবং কম খরচে এই সমুদ্র পরিষ্কার প্রযুক্তি অন্যান্য পদ্ধতির তুলনায় ৫ গুণ বেশি কাজ করতে পারে। বর্তমানে এই রোবটের বিভিন্ন সংস্করণ বাজারে এনেছেন এর উদ্ভাবকেরা।
ক্লিয়ার বটের মূল উদ্ভাবক হংকং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভারতীয় তরুণ সিদ্ধান্ত গুপ্ত। এই রোবট তৈরির জন্য তিনি ২০২২ সালে রোবোটিক যান স্টার্টআপে ক্যাপ্টেনস টেবিল প্রতিযোগিতায় বিজয়ী হন।
২০১৯ সালে ইন্দোনেশিয়ায় সৈকতের দোকানমালিকদের সঙ্গে আবর্জনা পরিষ্কার করতে গিয়ে সিদ্ধান্তের মাথায় এই উদ্ভাবনী চিন্তা আসে। হংকং বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর উদ্যোগ এই রোবট পরিকল্পনার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তহবিল সংগ্রহ করা হয়। পরবর্তী সময়ে ক্লিয়ার বট বাজারে আসে।
প্রথম দিকে একটি মাত্র রোবট দিয়ে যাত্রা শুরু হলেও বর্তমানে ১০০টির বেশি ক্লিয়ার বট সমুদ্র পরিষ্কার অভিযানে আনা হয়। সেগুলোর দাম রাখা হয় প্রায় ১ হাজার ডলার। যে কেউ যেন ক্লিয়ার বট ব্যবহার করতে পারে, সেভাবেই এটি তৈরি করা হয়েছে। বর্তমানে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় ক্লিয়ার বট দল কাজ করছে।
প্রতিনিয়ত বিভিন্ন ধরনের বর্জ্যের কারণে দূষিত হচ্ছে সমুদ্র। বেশির ভাগ ক্ষেত্রে এর কারণ প্লাস্টিক এবং এ জাতীয় বর্জ্য। এ ছাড়া সামুদ্রিক যানবাহন থেকেও তেল ও গ্যাসে সমুদ্র দূষিত হয়। এই ভয়াবহতা রোধে এরই মধ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে সেগুলোর বেশির ভাগই বেশ সময়সাপেক্ষ। এতে সমুদ্রের বর্জ্য পরিষ্কার করা সম্ভবও নয়। এটিই এখন পর্যন্ত সাধারণ ধারণা। তবে এ সমস্যা সমাধানে হংকং বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী উদ্ভাবন করেছেন এআই প্রযুক্তির স্বয়ংক্রিয় বর্জ্য নিষ্কাশন রোবট।
ক্লিয়ার বট নামে একটি স্বয়ংক্রিয় সামুদ্রিক বর্জ্য পরিষ্কার করার রোবট বানিয়েছে হংকং বিশ্ববিদ্যালয়ের স্নাতক কয়েকজন উদ্যোক্তা। এটি মূলত ব্যাটারিচালিত রোবট। এটি দেখতে ছোট বোটের মতো। সমুদ্রের অভ্যন্তরীণ ও ভাসমান আবর্জনা এবং ভাসমান তেলের স্তর সরাতে এই রোবট ডিজাইন করা হয়েছে। ক্লিয়ার বট এক দিনে ১৫ লিটার পর্যন্ত তেল এবং ২০০ কেজি ভাসমান আবর্জনা সংগ্রহ করতে পারে। একে তাই অনেকটাই সাশ্রয়ী প্রযুক্তি হিসেবে দেখা হচ্ছে।
আবর্জনা শনাক্ত করতে এ রোবটে এআই ভিশন ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এর ব্যাটারি চার্জ হবে সোলার প্যানেলে। রোবটটি প্রায় ৬৪ ধরনের পানির আবর্জনা শনাক্ত এবং আবর্জনার বিভিন্ন ডেটা সংগ্রহ করতে সক্ষম। ক্লিয়ার বট সমুদ্রে ঘুরে ঘুরে বিভিন্ন আবর্জনা সংগ্রহ করে এবং তা ঝুড়িতে তোলে। জনবল কমানো এবং কম খরচে এই সমুদ্র পরিষ্কার প্রযুক্তি অন্যান্য পদ্ধতির তুলনায় ৫ গুণ বেশি কাজ করতে পারে। বর্তমানে এই রোবটের বিভিন্ন সংস্করণ বাজারে এনেছেন এর উদ্ভাবকেরা।
ক্লিয়ার বটের মূল উদ্ভাবক হংকং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভারতীয় তরুণ সিদ্ধান্ত গুপ্ত। এই রোবট তৈরির জন্য তিনি ২০২২ সালে রোবোটিক যান স্টার্টআপে ক্যাপ্টেনস টেবিল প্রতিযোগিতায় বিজয়ী হন।
২০১৯ সালে ইন্দোনেশিয়ায় সৈকতের দোকানমালিকদের সঙ্গে আবর্জনা পরিষ্কার করতে গিয়ে সিদ্ধান্তের মাথায় এই উদ্ভাবনী চিন্তা আসে। হংকং বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর উদ্যোগ এই রোবট পরিকল্পনার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তহবিল সংগ্রহ করা হয়। পরবর্তী সময়ে ক্লিয়ার বট বাজারে আসে।
প্রথম দিকে একটি মাত্র রোবট দিয়ে যাত্রা শুরু হলেও বর্তমানে ১০০টির বেশি ক্লিয়ার বট সমুদ্র পরিষ্কার অভিযানে আনা হয়। সেগুলোর দাম রাখা হয় প্রায় ১ হাজার ডলার। যে কেউ যেন ক্লিয়ার বট ব্যবহার করতে পারে, সেভাবেই এটি তৈরি করা হয়েছে। বর্তমানে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় ক্লিয়ার বট দল কাজ করছে।
নতুন যুগের ইন্টারনেট সেবা নিয়ে হাজির ইলন মাস্কের স্টারলিংক। তাদের সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক না থাকার ভোগান্তি দূর হয়েছে। কোম্পানিটির ডাইরেক্ট-টু-সেল (ডি২সি) প্রযুক্তির মাধ্যমে চলন্ত অবস্থায় কিংবা একেবারে দুর্গম এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যাবে। এ জন্য কোনো রাউটার বা ওয়াইফাইয়ের
১২ ঘণ্টা আগেচীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
১৬ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
১৮ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
২০ ঘণ্টা আগে