অনলাইন ডেস্ক
ইনস্টাগ্রামে কারও সঙ্গে চ্যাট করতে গিয়ে কখনো ভুলবশত কারও কাছে ভিন্ন বার্তা চলে যাওয়ার শঙ্কা থাকে। এমন পরিস্থিতিতে মেসেজ ডিলিট করার প্রয়োজনীয়তা অনুভব করা খুবই স্বাভাবিক। তবে ইনস্টাগ্রামে এমন একটি সুবিধা রয়েছে, যার মাধ্যমে আপনি পাঠানো মেসেজটি ‘আনসেন্ড’ বা মুছে ফেলতে পারেন।
সুবিধাটি ব্যবহার করে চ্যাট থেকে একবারে সেই মেসেজ মুছে দিতে পারবেন এবং সেটি রিসিভার বা প্রাপকের মেসেজ তালিকা থেকেও সম্পূর্ণভাবে মুছে যাবে।
স্মার্টফোন থেকে
১. প্রথমে ইনস্টাগ্রামে প্রবেশ করুন।
২. এরপর ডান পাশের ওপরের দিকে থাকা ‘মেসেজ’ আইকনে ট্যাপ করুন।
৩. যে চ্যাট থ্রেডের কোনো চ্যাট মুছে ফেলতে চান, সেই থ্রেড চালু করুন।
৪. যে মেসেজটি আনসেন্ড করতে চান, তার ওপর ট্যাপ করে ধরে রাখুন।
৫. একটি কনটেক্সট মেনু আসবে, সেখান থেকে ‘আনসেন্ড’ অপশনটি নির্বাচন করুন।
৬. এরপর আবার ‘আনসেন্ড’ অপশনে ট্যাপ করুন।
যদি ‘আনসেন্ড’ অপশন না দেখায়, তাহলে নিশ্চিত করুন যে আপনার ইনস্টাগ্রাম অ্যাপটি সর্বশেষ সংস্করণে আপডেট করা আছে এবং ইন্টারনেট সংযোগ সচল রয়েছে।
কম্পিউটার থেকে
১. প্রথমে আপনার কম্পিউটারের যেকোনো ব্রাউজার খুলুন এবং ইনস্টাগ্রাম ওয়েবসাইটে যান।
২. প্রয়োজন হলে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লগইন করুন।
৩. ওয়েবসাইটে প্রবেশ করার পর বাঁ পাশে থাকা মেসেজ আইকনে ক্লিক করুন।
৪. যাঁর সঙ্গে আপনি মেসেজ চালাচালি করেছেন, সেই ব্যক্তির চ্যাটবক্সে প্রবেশ করুন।
৫. এখন যে বার্তাটি মুছে ফেলতে চান, সেটির পাশে থাকা তিনটি ডট আইকনে ক্লিক করুন।
৬. ড্রপডাউন মেনু থেকে ‘আনসেন্ড’ অপশনটি নির্বাচন করুন।
এভাবে মেসেজটি সঙ্গে সঙ্গেই মুছে যাবে এবং প্রাপকও আর সেটি দেখতে পারবেন না।
ইনস্টাগ্রামে কারও সঙ্গে চ্যাট করতে গিয়ে কখনো ভুলবশত কারও কাছে ভিন্ন বার্তা চলে যাওয়ার শঙ্কা থাকে। এমন পরিস্থিতিতে মেসেজ ডিলিট করার প্রয়োজনীয়তা অনুভব করা খুবই স্বাভাবিক। তবে ইনস্টাগ্রামে এমন একটি সুবিধা রয়েছে, যার মাধ্যমে আপনি পাঠানো মেসেজটি ‘আনসেন্ড’ বা মুছে ফেলতে পারেন।
সুবিধাটি ব্যবহার করে চ্যাট থেকে একবারে সেই মেসেজ মুছে দিতে পারবেন এবং সেটি রিসিভার বা প্রাপকের মেসেজ তালিকা থেকেও সম্পূর্ণভাবে মুছে যাবে।
স্মার্টফোন থেকে
১. প্রথমে ইনস্টাগ্রামে প্রবেশ করুন।
২. এরপর ডান পাশের ওপরের দিকে থাকা ‘মেসেজ’ আইকনে ট্যাপ করুন।
৩. যে চ্যাট থ্রেডের কোনো চ্যাট মুছে ফেলতে চান, সেই থ্রেড চালু করুন।
৪. যে মেসেজটি আনসেন্ড করতে চান, তার ওপর ট্যাপ করে ধরে রাখুন।
৫. একটি কনটেক্সট মেনু আসবে, সেখান থেকে ‘আনসেন্ড’ অপশনটি নির্বাচন করুন।
৬. এরপর আবার ‘আনসেন্ড’ অপশনে ট্যাপ করুন।
যদি ‘আনসেন্ড’ অপশন না দেখায়, তাহলে নিশ্চিত করুন যে আপনার ইনস্টাগ্রাম অ্যাপটি সর্বশেষ সংস্করণে আপডেট করা আছে এবং ইন্টারনেট সংযোগ সচল রয়েছে।
কম্পিউটার থেকে
১. প্রথমে আপনার কম্পিউটারের যেকোনো ব্রাউজার খুলুন এবং ইনস্টাগ্রাম ওয়েবসাইটে যান।
২. প্রয়োজন হলে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লগইন করুন।
৩. ওয়েবসাইটে প্রবেশ করার পর বাঁ পাশে থাকা মেসেজ আইকনে ক্লিক করুন।
৪. যাঁর সঙ্গে আপনি মেসেজ চালাচালি করেছেন, সেই ব্যক্তির চ্যাটবক্সে প্রবেশ করুন।
৫. এখন যে বার্তাটি মুছে ফেলতে চান, সেটির পাশে থাকা তিনটি ডট আইকনে ক্লিক করুন।
৬. ড্রপডাউন মেনু থেকে ‘আনসেন্ড’ অপশনটি নির্বাচন করুন।
এভাবে মেসেজটি সঙ্গে সঙ্গেই মুছে যাবে এবং প্রাপকও আর সেটি দেখতে পারবেন না।
নতুন যুগের ইন্টারনেট সেবা নিয়ে হাজির ইলন মাস্কের স্টারলিংক। তাদের সেবার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক না থাকার ভোগান্তি দূর হয়েছে। কোম্পানিটির ডাইরেক্ট-টু-সেল (ডি২সি) প্রযুক্তির মাধ্যমে চলন্ত অবস্থায় কিংবা একেবারে দুর্গম এলাকায় মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়া যাবে। এ জন্য কোনো রাউটার বা ওয়াইফাইয়ের
১৫ ঘণ্টা আগেচীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
১৯ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
২১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
১ দিন আগে