শরীয়তপুর প্রতিনিধি
এক নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও প্রকাশের পর শরীয়তপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আশরাফ উদ্দিনকে ওএসডি করেছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয় শনিবার (২১ জুন) রাতে ২৭তম বিসিএস ব্যাচের এই কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ করে প্রজ্ঞাপন জারি করেছে।
ডিসির সঙ্গে ভাইরাল হওয়া ভিডিওতে ওই নারীকে বলতে শোনা যায়, ‘উনি (জেলা প্রশাসক) আমার নিকটাত্মীয়। আমাকে বিয়ের কথা বলে আমার স্বামীর সঙ্গে ডিভোর্স করিয়েছে। তিনি আমার সংসার, সমাজ ধ্বংস করে পথে বসিয়েছে। এখন আমাকে বিয়ে না করে, উল্টো মেরে ফেলার হুমকি দিচ্ছে। সে এর আগে আমাকে শারীরিকভাবে নির্যাতন করেছে।’
শরীয়তপুরের ডিসির বাসভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্য টিটু জানান, ডিসি আশরাফ উদ্দিন একাই সরকারি বাসভবনে থাকতেন। তাঁর পরিবার ঢাকায় থাকে। ডিসি অফিসের স্টাফরা তাঁর খাবার রান্না করে দিয়ে যেতেন। ডিসি আশরাফ উদ্দিন না থাকায় গত দুই দিন ডিসি অফিসের কোনো স্টাফ বা অন্য কেউ সরকারি এই বাসভবনে প্রবেশ করেননি।
জেলা প্রশাসন সূত্র বলেছে, ডিসি আশরাফ উদ্দিন ২৭তম বিসিএস ক্যাডারের কর্মকর্তা। ২০২৪ সালের ৩ নভেম্বর শরীয়তপুরের জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। এর আগে তিনি নিউরো ডেভেলপমেন্ট ও প্রতিবন্ধী ট্রাস্টের পরিচালক পদে দায়িত্ব পালন করেছেন।
ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ডিসি আশরাফ উদ্দিনকে বলতে শোনা যায়, ‘অনেক স্বপ্ন ছিল আজকে তোমার সঙ্গে আমার দেখা হবে। অন্তর্যামী জানে, আমি তোমাকে যে ভালোবেসেছি সেটা ভণ্ডামি ছিল না সত্যি ছিল, নাকি কোনো লোভে তোমাকে ভালোবেসেছি। কিন্তু তুমি আমাকে ভণ্ড-প্রতারক-লোভী বলে সার্টিফিকেট দিয়েছ। এর প্রতিবাদ কী করব, এর প্রতিবাদ কি করা যায়? যেখানে প্রেমিক সম্পর্কে এ ধরনের ধারণা, মানসিকতা; সেখানে প্রতিবাদ করতে গেলে আরও বেশি হেনস্তার শিকার হব আমি। আমার না আছে টাকা, না আছে ক্ষমতা, না আছে তারুণ্য, কিছুই নেই আমার...টাকাপয়সা তোমার যেমন আছে, তোমার বাবা-মায়ের আছে, তোমার স্বামীর আছে। তোমার অনেক শুভাকাঙ্ক্ষী, অনেক বন্ধু...একটা কথা মনে রেখো, ওপরওয়ালা সাক্ষী, আমি তোমার সঙ্গে কখনোই প্রতারণা করিনি। আমি তোমাকে কখনোই ক্ষতি করব না। আমি নিজেকে তিলে তিলে শেষ করব। আমি দেখব কতটা অধঃপতন আমার হতে পারে।’
এদিকে ভিডিও ছড়িয়ে পড়ার পর গতকাল সকাল থেকে ডিসি আশরাফ উদ্দিনের কোনো হদিস পাওয়া যাচ্ছে না। জেলা প্রশাসকের কার্যালয় এবং জেলা প্রশাসকের বাসভবনে খোঁজ করে তাঁকে পাওয়া যায়নি। তিনি কোথায় আছেন, তা জেলা প্রশাসকের কার্যালয়ের কোনো কর্মকর্তা-কর্মচারী বলতে পারেননি। তাঁর মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
আরও খবর পড়ুন:
এক নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও প্রকাশের পর শরীয়তপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আশরাফ উদ্দিনকে ওএসডি করেছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয় শনিবার (২১ জুন) রাতে ২৭তম বিসিএস ব্যাচের এই কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ করে প্রজ্ঞাপন জারি করেছে।
ডিসির সঙ্গে ভাইরাল হওয়া ভিডিওতে ওই নারীকে বলতে শোনা যায়, ‘উনি (জেলা প্রশাসক) আমার নিকটাত্মীয়। আমাকে বিয়ের কথা বলে আমার স্বামীর সঙ্গে ডিভোর্স করিয়েছে। তিনি আমার সংসার, সমাজ ধ্বংস করে পথে বসিয়েছে। এখন আমাকে বিয়ে না করে, উল্টো মেরে ফেলার হুমকি দিচ্ছে। সে এর আগে আমাকে শারীরিকভাবে নির্যাতন করেছে।’
শরীয়তপুরের ডিসির বাসভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্য টিটু জানান, ডিসি আশরাফ উদ্দিন একাই সরকারি বাসভবনে থাকতেন। তাঁর পরিবার ঢাকায় থাকে। ডিসি অফিসের স্টাফরা তাঁর খাবার রান্না করে দিয়ে যেতেন। ডিসি আশরাফ উদ্দিন না থাকায় গত দুই দিন ডিসি অফিসের কোনো স্টাফ বা অন্য কেউ সরকারি এই বাসভবনে প্রবেশ করেননি।
জেলা প্রশাসন সূত্র বলেছে, ডিসি আশরাফ উদ্দিন ২৭তম বিসিএস ক্যাডারের কর্মকর্তা। ২০২৪ সালের ৩ নভেম্বর শরীয়তপুরের জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। এর আগে তিনি নিউরো ডেভেলপমেন্ট ও প্রতিবন্ধী ট্রাস্টের পরিচালক পদে দায়িত্ব পালন করেছেন।
ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ডিসি আশরাফ উদ্দিনকে বলতে শোনা যায়, ‘অনেক স্বপ্ন ছিল আজকে তোমার সঙ্গে আমার দেখা হবে। অন্তর্যামী জানে, আমি তোমাকে যে ভালোবেসেছি সেটা ভণ্ডামি ছিল না সত্যি ছিল, নাকি কোনো লোভে তোমাকে ভালোবেসেছি। কিন্তু তুমি আমাকে ভণ্ড-প্রতারক-লোভী বলে সার্টিফিকেট দিয়েছ। এর প্রতিবাদ কী করব, এর প্রতিবাদ কি করা যায়? যেখানে প্রেমিক সম্পর্কে এ ধরনের ধারণা, মানসিকতা; সেখানে প্রতিবাদ করতে গেলে আরও বেশি হেনস্তার শিকার হব আমি। আমার না আছে টাকা, না আছে ক্ষমতা, না আছে তারুণ্য, কিছুই নেই আমার...টাকাপয়সা তোমার যেমন আছে, তোমার বাবা-মায়ের আছে, তোমার স্বামীর আছে। তোমার অনেক শুভাকাঙ্ক্ষী, অনেক বন্ধু...একটা কথা মনে রেখো, ওপরওয়ালা সাক্ষী, আমি তোমার সঙ্গে কখনোই প্রতারণা করিনি। আমি তোমাকে কখনোই ক্ষতি করব না। আমি নিজেকে তিলে তিলে শেষ করব। আমি দেখব কতটা অধঃপতন আমার হতে পারে।’
এদিকে ভিডিও ছড়িয়ে পড়ার পর গতকাল সকাল থেকে ডিসি আশরাফ উদ্দিনের কোনো হদিস পাওয়া যাচ্ছে না। জেলা প্রশাসকের কার্যালয় এবং জেলা প্রশাসকের বাসভবনে খোঁজ করে তাঁকে পাওয়া যায়নি। তিনি কোথায় আছেন, তা জেলা প্রশাসকের কার্যালয়ের কোনো কর্মকর্তা-কর্মচারী বলতে পারেননি। তাঁর মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
আরও খবর পড়ুন:
রংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামের এক দপ্তরির বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ওই দপ্তরির শাস্তি না হওয়া পর্যন্ত সন্তানদের স্কুলে পাঠাবেন না বলে অভিভাবকেরা হুমকি দিয়েছেন। এদিকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক অভিভাবক গত বৃহস্পতিবার ইউএন
১ মিনিট আগেরাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা প্রাইভেট কার থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে। তাঁদের দুজনের বাড়ি একই এলাকায়।
১০ মিনিট আগেআগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সকালে ঢাকার কেরানীগঞ্জে র্যাব-১০ সদর দপ্তর, কেন্দ্রীয় কারাগার ও তেঘরিয়া উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে উপদেষ্টা এই তথ্য জানান।
২০ মিনিট আগেসাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এই নিয়ে ১২০ বারের মতো তারিখ পিছিয়ে নতুন তারিখ ধার্য করা হয়েছে আগামী ১৪ সেপ্টেম্বর। আজ সোমবার (১১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এই তারিখ ধার্য করেন।
২৪ মিনিট আগে