Ajker Patrika

পরমাণু কর্মসূচি বন্ধ করবে না ইরান

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২২ জুন ২০২৫, ১৪: ৫৪
ইসরায়েল দাবি করেছে, ইরান ক্লাস্টার বোমা দিয়ে হামলা চালিয়েছে। ছবি: এএফপি
ইসরায়েল দাবি করেছে, ইরান ক্লাস্টার বোমা দিয়ে হামলা চালিয়েছে। ছবি: এএফপি

ইরানের পারমাণবিক সংস্থা মার্কিন হামলার নিন্দা জানিয়েছে, বলেছে তাদের পরমাণু শিল্প বন্ধ হবে না।

সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ইরানের পারমাণবিক সংস্থা দেশটির তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার নিন্দা জানিয়েছে এবং তাদের পরমাণু কর্মসূচি ‘কখনোই’ বন্ধ না করার অঙ্গীকার করেছে।

ইরানের পারমাণবিক প্রযুক্তি তদারকি করা অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশন অব ইরান (এইওআই) জানিয়েছে, তিনটি মূল স্থান—ফোরদো, নাতানজ এবং ইস্পাহান—আজ রোববার ভোরে ‘বর্বর হামলার’ শিকার হয়েছে বলে রাষ্ট্র-অধিভুক্ত ইরনা সংবাদ সংস্থার প্রতিবেদনে জানানো হয়েছে।

সংস্থাটি এই হামলাগুলোকে ‘আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন, বিশেষ করে পারমাণবিক অস্ত্রের সম্প্রসারণ রোধ চুক্তি (এনপিটি) পরিপন্থী। জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সিকে (আইএইএ) এই ঘটনায় ‘জড়িত থাকার’ অভিযোগ করছে ইরান।

ইরান আন্তর্জাতিক সম্প্রদায়কে ইরানের প্রতি সমর্থন জানাতে এবং মার্কিন হামলার নিন্দা জানাতে আহ্বান জানিয়েছে। তারা অঙ্গীকার করেছে, ‘এই জাতীয় শিল্পের (পরমাণু) অগ্রগতি...কখনোই থামতে দেবে না।’

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

অস্থিরতার সামান্য ইঙ্গিত পেলেই আমরা চলে যাব

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জর্ডান-মিসরকে নিয়ে বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করতে চান নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত