বিশ্বব্যাপী চ্যাটজিপিটি, কোপাইলট এবং ডিপসিক নিয়ে এখন ব্যাপক আলোচনা চলছে। এসব আলোচনার মধ্যে অনেকেরই মনে কতে পারেন যে, এআই প্রযুক্তির নেতৃত্বে শুধু যুক্তরাষ্ট্র এবং চীন এগিয়ে রয়েছে। তবে এমনটা ভাবলে ভুল হবে। কারণ এখন নজর কাড়ছে ইউরোপের বেশ কিছু বিকল্প এআই প্ল্যাটফর্ম। এরই মধ্যে, ফ্রান্সের এআই চ্যাটবট ‘লে চ্যাট’–এর নতুন একটি আপডেট এসেছে। চ্যাটজিপিটির চেয়ে ১৩ গুণ দ্রুত গতিতে কাজ করে এবং আরও বিস্তারিত তথ্য দিতে পারে এই মডেলটি।
জার্মানির এআই মডেল ‘ব্ল্যাক ফরেস্ট ল্যাবস’ এর ওপর ভিত্তি করে একটি ছবি তৈরি ফিচার যুক্ত করা হয়েছে এই চ্যাটবটে। এটি ফ্রান্স-জার্মানির সহযোগিতার একটি উৎকৃষ্ট উদাহরণ।
লে চ্যাট–এর নির্মাতা মিস্ট্রাল জানাচ্ছে, এই চ্যাটবটটি পৃথিবীর সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন এআই, যা প্রতি সেকেন্ডে ১ হাজার ১০০ টোকেন তৈরি করতে পারে। এটি চ্যাটজিপিটির-এর ৮৫ টোকেনের চেয়ে প্রায় ১৩ গুণ দ্রুত।
এই চ্যাটবটটি শুধু দ্রুত সাড়া দেয় না, বরং এটি বিভিন্ন উৎস থেকে গভীর জ্ঞান আহরণ করে আরও কার্যকরী উত্তর দিতে পারে। এ ছাড়া, লে চ্যাট বর্তমানে বাস্তবসম্মত ছবি তৈরি করতে পারে।
লে–চ্যাট অ্যাপটি বিনা মূল্যে ব্যবহার করা যাবে। এটি অ্যান্ড্রয়েড ও আইওএসে ব্যবহার করা যায়। তবে ব্রাউজার থেকে সরাসরি এআই টুলটি ব্যবহার করা যাবে।
তবে এখনো কিছু সীমাবদ্ধতা রয়েছে, যেখানে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ব্যবহার পর রেজিস্ট্রেশন করতে হবে। পরবর্তীতে আরও বেশি ও ভালো ফিচার পেতে তবে মাসে ১৪ দশমিক ৯৯ ডলারের সাবস্ক্রিপশন কিনতে হতে পারে।
সব মিলিয়ে, ইউরোপীয় চ্যাটবটটি ব্যবহারকারীদের মধ্যে একটি ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। দ্রুত ও সঠিক প্রতিক্রিয়া প্রদান করা ছাড়াও, এটি জটিল বিষয়গুলোকেও সহজে ব্যাখ্যা করতে পারে। লে চ্যাট শিগগিরই বর্তমান শীর্ষ চ্যাটবটগুলোর বিকল্প হিসেবে জনপ্রিয় হয়ে উঠতে পারে।
মিস্ট্রাল কোম্পানির বর্তমান বাজারমূল্য ৫ দশমিক ৭ বিলিয়ন ইউরো (প্রায় ৬ বিলিয়ন ডলার) হলেও এটি ওপেনএআই–এর মতো প্রতিষ্ঠিত কোম্পানির চেয়ে অনেক কম। বর্তমানে চ্যাটজিপিটির প্রায় ২০০ মিলিয়ন সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারী রয়েছে।
তথ্যসূত্র: পিসি ম্যাগ
বিশ্বব্যাপী চ্যাটজিপিটি, কোপাইলট এবং ডিপসিক নিয়ে এখন ব্যাপক আলোচনা চলছে। এসব আলোচনার মধ্যে অনেকেরই মনে কতে পারেন যে, এআই প্রযুক্তির নেতৃত্বে শুধু যুক্তরাষ্ট্র এবং চীন এগিয়ে রয়েছে। তবে এমনটা ভাবলে ভুল হবে। কারণ এখন নজর কাড়ছে ইউরোপের বেশ কিছু বিকল্প এআই প্ল্যাটফর্ম। এরই মধ্যে, ফ্রান্সের এআই চ্যাটবট ‘লে চ্যাট’–এর নতুন একটি আপডেট এসেছে। চ্যাটজিপিটির চেয়ে ১৩ গুণ দ্রুত গতিতে কাজ করে এবং আরও বিস্তারিত তথ্য দিতে পারে এই মডেলটি।
জার্মানির এআই মডেল ‘ব্ল্যাক ফরেস্ট ল্যাবস’ এর ওপর ভিত্তি করে একটি ছবি তৈরি ফিচার যুক্ত করা হয়েছে এই চ্যাটবটে। এটি ফ্রান্স-জার্মানির সহযোগিতার একটি উৎকৃষ্ট উদাহরণ।
লে চ্যাট–এর নির্মাতা মিস্ট্রাল জানাচ্ছে, এই চ্যাটবটটি পৃথিবীর সবচেয়ে দ্রুতগতি সম্পন্ন এআই, যা প্রতি সেকেন্ডে ১ হাজার ১০০ টোকেন তৈরি করতে পারে। এটি চ্যাটজিপিটির-এর ৮৫ টোকেনের চেয়ে প্রায় ১৩ গুণ দ্রুত।
এই চ্যাটবটটি শুধু দ্রুত সাড়া দেয় না, বরং এটি বিভিন্ন উৎস থেকে গভীর জ্ঞান আহরণ করে আরও কার্যকরী উত্তর দিতে পারে। এ ছাড়া, লে চ্যাট বর্তমানে বাস্তবসম্মত ছবি তৈরি করতে পারে।
লে–চ্যাট অ্যাপটি বিনা মূল্যে ব্যবহার করা যাবে। এটি অ্যান্ড্রয়েড ও আইওএসে ব্যবহার করা যায়। তবে ব্রাউজার থেকে সরাসরি এআই টুলটি ব্যবহার করা যাবে।
তবে এখনো কিছু সীমাবদ্ধতা রয়েছে, যেখানে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ব্যবহার পর রেজিস্ট্রেশন করতে হবে। পরবর্তীতে আরও বেশি ও ভালো ফিচার পেতে তবে মাসে ১৪ দশমিক ৯৯ ডলারের সাবস্ক্রিপশন কিনতে হতে পারে।
সব মিলিয়ে, ইউরোপীয় চ্যাটবটটি ব্যবহারকারীদের মধ্যে একটি ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। দ্রুত ও সঠিক প্রতিক্রিয়া প্রদান করা ছাড়াও, এটি জটিল বিষয়গুলোকেও সহজে ব্যাখ্যা করতে পারে। লে চ্যাট শিগগিরই বর্তমান শীর্ষ চ্যাটবটগুলোর বিকল্প হিসেবে জনপ্রিয় হয়ে উঠতে পারে।
মিস্ট্রাল কোম্পানির বর্তমান বাজারমূল্য ৫ দশমিক ৭ বিলিয়ন ইউরো (প্রায় ৬ বিলিয়ন ডলার) হলেও এটি ওপেনএআই–এর মতো প্রতিষ্ঠিত কোম্পানির চেয়ে অনেক কম। বর্তমানে চ্যাটজিপিটির প্রায় ২০০ মিলিয়ন সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারী রয়েছে।
তথ্যসূত্র: পিসি ম্যাগ
গুগল ক্রোম ইনস্টল করার সময় উইন্ডোজ ব্যবহারকারীদের ‘এখনই নিরাপদে ব্রাউজ করুন’ লিখে সতর্ক করছে মাইক্রোসফট। কোম্পানিটির দাবি, ‘মাইক্রোসফট-এজ’ও ক্রোমের মতো একই প্রযুক্তিতে চলে, তবে এর সঙ্গে আছে মাইক্রোসফটের বিশ্বাসযোগ্যতা।
২ ঘণ্টা আগেঅ্যাপলের এয়ারপডসে যুক্ত হতে যাচ্ছে এক নতুন যুগান্তকারী ফিচার ‘লাইভ ট্রান্সলেশন’। এই ফিচারটি চালু থাকলে ফোনকলের পাশাপাশি সামনে থাকা ব্যক্তির কথাও অনুবাদ করে দেবে এয়ারপডসটি।
১০ ঘণ্টা আগেসাধারণ ছবিকে এবার সরাসরি থ্রিডি মডেলে রূপ দেওয়া যাবে। এমনই এক চমকপ্রদ প্রযুক্তি এনেছে মাইক্রোসফট। ‘কোপাইলট থ্রিডি’ নামের এই নতুন এআই টুলটি তৈরি করেছে কোপাইলট ল্যাবস। এর মাধ্যমে দ্বিমাত্রিক ইমেজ, পিএনজি বা জেপিজি ফরম্যাটের ১০ মেগাবাইটের নিচের যেকোনো ছবি দিয়ে তৈরি করা যাবে থ্রিডি মডেল।
১২ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক চ্যাটজিপিটির পরামর্শ মেনে খাদ্যাভাস পরিবর্তন করায় নিউইয়র্কের ৬০ বছর বয়সী এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকদের মতে, কয়েক সপ্তাহের মধ্যে খাদ্যাভ্যাসে প্রায় সম্পূর্ণভাবে লবণ বাদ দিয়ে ফেলেন ওই ব্যক্তি, যার ফলে তার শরীরে বিপজ্জনকভাবে সোডিয়ামের ঘাটতি দেখা দেয়।
১৫ ঘণ্টা আগে