অনলাইন ডেস্ক
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট কো-পাইলটে নতুন ‘অ্যাকশনস’ ফিচার যুক্ত করছে মাইক্রোসফট। এই ফিচারের মাধ্যমে কো-পাইলট এখন রেস্টুরেন্ট রিজার্ভেশন, ইভেন্ট টিকিট বুকিং এবং বন্ধুদের জন্য পণ্য কেনা ও শিপিং করার মতো কাজ করতে পারবে।
সাধারণ চ্যাট প্রম্পট ব্যবহার করে অ্যাকশনস ফিচারটি ব্যবহার করা যাবে, যা ব্যাকগ্রাউন্ডে কাজ করবে। ফলে ব্যবহারকারীরা নির্বিঘ্নে অনলাইনে অন্য কাজ করতে পারেন।
এই ফিচারের লঞ্চ পার্টনার হিসেবে রয়েছে বুকিং ডট কম, এক্সপিডিয়া, কায়াক, ট্রিপঅ্যাডভাইজর, স্কাইস্ক্যানার, ভিয়াটার, ভিআরবিও ও প্রাইসলাইন—যাদের সেবা কো-পাইলট ব্যবহারকারীদের আসন্ন ভ্রমণ পরিকল্পনা করতে সাহায্য করবে। এ ছাড়া, ‘ওপেন টেবিল’-এর মাধ্যমে খাবারের জন্য রিজার্ভেশন এবং ১-৮০০ ফ্লাওয়ারস ডটকম থেকে ফুল কেনার সুবিধাও থাকবে। ইভেন্ট শেষে ‘বাসায় ফেরার উপায়’ সুপারিশ করে, যা সম্ভবত ট্যাক্সি বা রাইড শেয়ারিং সার্ভিসও সমর্থন করবে।
মাইক্রোসফট দাবি করেছে, কোপাইলটের অ্যাকশনস ফিচার ওয়েবের অধিকাংশ ওয়েবসাইটের সঙ্গে কাজ করবে।
এ ছাড়া, কো-পাইলটের অন্যান্য ব্যক্তিগতকরণ ফিচারগুলোও থাকবে। যেমন: অনলাইন কনটেন্টকে এআই জেনারেটেড পডকাস্টে পরিণত করা, পণ্য কেনা ও ডিল খুঁজে বের করার টুল এবং ক্যামেরা ব্যবহার করে কো-পাইলটকে দেখার ক্ষমতা দেওয়া। তবে অ্যাকশনস ফিচারটি কীভাবে কাজ করবে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি মাইক্রোসফট।
এদিকে গত মার্চে ‘নোভা অ্যাক্ট’ এআই এজেন্ট চালু করেছে অ্যামাজন, যা ব্রাউজার থেকে বিভিন্ন অনলাইন কাজ করে দিতে পারবে। যেমন: ওয়েব সার্চ, পণ্য কেনা এবং স্ক্রিনে থাকা তথ্যের উত্তর দিতে পারবে। অন্যদিকে, ওপেনএআইয়ের অপারেটর, গুগলের প্রোজেক্ট মেরিনারে একই ধরনের সুবিধা রয়েছে। এ ছাড়া গত অক্টোবরে অ্যানথ্রোপিকের ক্লড ৩.৫ সনেট এআই মডেলও পরীক্ষামূলক অনলাইন কাজ সম্পাদনের ফিচার যুক্ত করা হয়েছে।
অন্য কোম্পানিগুলোর এই ধরনের সেবা এখনো প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর্যায়ে রয়েছে। তবে মাইক্রোসফট দাবি করেছে, তাদের কো-পাইলট অ্যাকশনস ফিচারটি আজ থেকেই চালু হয়েছে এবং এটি কয়েক সপ্তাহ ও মাসে আরও বিস্তৃত হবে। এই নতুন ফিচার ইঙ্গিত দেয় যে, ভবিষ্যতে এ ধরনের স্বয়ংক্রিয় এআই পার্টনার টুলগুলো আরও কার্যকর ও নির্ভরযোগ্য হবে।
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট কো-পাইলটে নতুন ‘অ্যাকশনস’ ফিচার যুক্ত করছে মাইক্রোসফট। এই ফিচারের মাধ্যমে কো-পাইলট এখন রেস্টুরেন্ট রিজার্ভেশন, ইভেন্ট টিকিট বুকিং এবং বন্ধুদের জন্য পণ্য কেনা ও শিপিং করার মতো কাজ করতে পারবে।
সাধারণ চ্যাট প্রম্পট ব্যবহার করে অ্যাকশনস ফিচারটি ব্যবহার করা যাবে, যা ব্যাকগ্রাউন্ডে কাজ করবে। ফলে ব্যবহারকারীরা নির্বিঘ্নে অনলাইনে অন্য কাজ করতে পারেন।
এই ফিচারের লঞ্চ পার্টনার হিসেবে রয়েছে বুকিং ডট কম, এক্সপিডিয়া, কায়াক, ট্রিপঅ্যাডভাইজর, স্কাইস্ক্যানার, ভিয়াটার, ভিআরবিও ও প্রাইসলাইন—যাদের সেবা কো-পাইলট ব্যবহারকারীদের আসন্ন ভ্রমণ পরিকল্পনা করতে সাহায্য করবে। এ ছাড়া, ‘ওপেন টেবিল’-এর মাধ্যমে খাবারের জন্য রিজার্ভেশন এবং ১-৮০০ ফ্লাওয়ারস ডটকম থেকে ফুল কেনার সুবিধাও থাকবে। ইভেন্ট শেষে ‘বাসায় ফেরার উপায়’ সুপারিশ করে, যা সম্ভবত ট্যাক্সি বা রাইড শেয়ারিং সার্ভিসও সমর্থন করবে।
মাইক্রোসফট দাবি করেছে, কোপাইলটের অ্যাকশনস ফিচার ওয়েবের অধিকাংশ ওয়েবসাইটের সঙ্গে কাজ করবে।
এ ছাড়া, কো-পাইলটের অন্যান্য ব্যক্তিগতকরণ ফিচারগুলোও থাকবে। যেমন: অনলাইন কনটেন্টকে এআই জেনারেটেড পডকাস্টে পরিণত করা, পণ্য কেনা ও ডিল খুঁজে বের করার টুল এবং ক্যামেরা ব্যবহার করে কো-পাইলটকে দেখার ক্ষমতা দেওয়া। তবে অ্যাকশনস ফিচারটি কীভাবে কাজ করবে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি মাইক্রোসফট।
এদিকে গত মার্চে ‘নোভা অ্যাক্ট’ এআই এজেন্ট চালু করেছে অ্যামাজন, যা ব্রাউজার থেকে বিভিন্ন অনলাইন কাজ করে দিতে পারবে। যেমন: ওয়েব সার্চ, পণ্য কেনা এবং স্ক্রিনে থাকা তথ্যের উত্তর দিতে পারবে। অন্যদিকে, ওপেনএআইয়ের অপারেটর, গুগলের প্রোজেক্ট মেরিনারে একই ধরনের সুবিধা রয়েছে। এ ছাড়া গত অক্টোবরে অ্যানথ্রোপিকের ক্লড ৩.৫ সনেট এআই মডেলও পরীক্ষামূলক অনলাইন কাজ সম্পাদনের ফিচার যুক্ত করা হয়েছে।
অন্য কোম্পানিগুলোর এই ধরনের সেবা এখনো প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর্যায়ে রয়েছে। তবে মাইক্রোসফট দাবি করেছে, তাদের কো-পাইলট অ্যাকশনস ফিচারটি আজ থেকেই চালু হয়েছে এবং এটি কয়েক সপ্তাহ ও মাসে আরও বিস্তৃত হবে। এই নতুন ফিচার ইঙ্গিত দেয় যে, ভবিষ্যতে এ ধরনের স্বয়ংক্রিয় এআই পার্টনার টুলগুলো আরও কার্যকর ও নির্ভরযোগ্য হবে।
বাংলাদেশে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে পেপ্যাল, ওয়াইজ ও স্ট্রাইপের মতো পেমেন্ট সেবাগুলো চালুর দাবি জানিয়েছেন ফ্রিল্যান্সার ও আইটি পেশাজীবীরা। তাঁরা বলছেন, দেশের তরুণ উদ্যোক্তা ও ফ্রিল্যান্সাররা আন্তর্জাতিক ক্লায়েন্টের সঙ্গে কাজ করতে গিয়ে আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ের অভাবে বড় ধরনের সীমাবদ্ধতায় পড়ছেন।
৯ ঘণ্টা আগেনতুন মডুলার ফোন নিয়ে আসছে নাথিংয়ের সাব-ব্র্যান্ড সিএমএফ। তাদের দ্বিতীয় মডুলার ফোন সিএমএফ ফোন ২ প্রো ঘোষণা করা হয়েছে। আগের মতোই স্ক্রু দিয়ে লাগানো যায় এমন একাধিক অ্যাকসেসরিজ যুক্ত করা যাবে ফোনটিতে। ডিভাইসটি ৩ বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং ৬ বছরের নিরাপত্তা আপডেট পাবে।
৯ ঘণ্টা আগেনতুন চিপসেট ‘স্ন্যাপড্রাগন ৮ এলিট ২’ নিয়ে কাজ করছে চিপ নির্মাতা কোম্পানি কোয়ালকম। এই চিপ পরবর্তী প্রজন্মের একটি শক্তিশালী প্রসেসর, যা নতুন আইফোন ১৭-এর পারফরম্যান্সকেও ছাপিয়ে যেতে পারে বলে গুঞ্জন উঠেছে।
১২ ঘণ্টা আগেব্রডব্যান্ড ইন্টারনেট কনস্টেলেশন প্রকল্প ‘প্রজেক্ট কুইপার’-এর প্রথম ২৭টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ই–কমার্স জায়ান্ট আমাজন। এর মাধ্যমে ইলন মাস্কের স্পেসএক্সের স্টারলিংককে চ্যালেঞ্জ জানাল কোম্পানিটি। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে স্যাটেলাইটগুলো উৎক্ষেপণ করা হয়।
১৩ ঘণ্টা আগে