Ajker Patrika

পরিবেশের ক্ষতি কমিয়ে আনতে পুরোনো ডিভাইসের পুনর্ব্যবহার

ফিচার ডেস্ক
পরিবেশের ক্ষতি কমিয়ে আনতে পুরোনো ডিভাইসের পুনর্ব্যবহার

পরিবেশ রক্ষায় বিশ্বের বড় বড় প্রযুক্তিপ্রতিষ্ঠান এরই মধ্যে তাদের ডিভাইসগুলো পুনরায় ব্যবহারের উপযোগী করার লক্ষ্যে তৈরি করছে। এইচপির নতুন অনেক প্রিন্টার এখন তৈরি হয় ২০ শতাংশ পুনর্ব্যবহৃত প্লাস্টিক দিয়ে। পুনর্ব্যবহৃত প্লাস্টিক ব্যবহারের মাধ্যমে উপকরণের অপচয় কমানো যায় এবং শক্তি সাশ্রয় হয়।

এই সমস্যা মোকাবিলায় এবং পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বাড়াতে কাজ করছেন বাংলাদেশের নাসির ফিরোজ। ছোটবেলা থেকে প্রযুক্তির প্রতি তাঁর গভীর আগ্রহ। সেই আগ্রহ এবং ১৫ বছরের অভিজ্ঞতা মিলিয়েই গড়ে তুলেছেন ‘সার্ভিসিং২৪’। ফিরোজ বলেন, ‘আমরা চাই এমন একটা প্রযুক্তিব্যবস্থা গড়ে তুলতে, যেখানে পরিবেশের ক্ষতি কম হবে। তাই পুরোনো ডিভাইস পুনরায় ব্যবহার এবং ই-ওয়েস্ট কমানোর দিকেই বেশি গুরুত্ব দিচ্ছি আমরা।’

২০২৩ সালে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠান শুধু প্রযুক্তি সেবা নয়, বরং তারা চাইছে একটি পরিবেশবান্ধব টেক ইকোসিস্টেম গড়ে তুলতে; যেখানে প্রযুক্তির ব্যবহার হবে আরও টেকসই, সাশ্রয়ী এবং প্রকৃতির জন্য কম ক্ষতিকর।

প্রযুক্তি হোক টেকসই ও সাশ্রয়ী

নাসির ফিরোজ জানান, তাঁদের মূল লক্ষ্য প্রতিষ্ঠানগুলোকে পুরোনো ডিভাইস ফেলে না দিয়ে সেগুলো মেরামত ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে দীর্ঘদিন ব্যবহার করতে সহায়তা করা। এর ফলে কমে যায় খরচ এবং তৈরি হয় কম ই-ওয়েস্ট।

সেবার ধরন

‘থার্ড পার্টি মেইনটেন্যান্স’ নামে একটি বিশেষ সেবা দেয় ফিরোজের প্রতিষ্ঠান। যেখানে পুরোনো ডিভাইসের জন্যও নির্ভরযোগ্য সাপোর্ট দেওয়া হয়। এতে প্রতিষ্ঠানগুলো নতুন যন্ত্রপাতি না কিনেও পুরোনো যন্ত্র ব্যবহার করতে পারে, যা পরিবেশের জন্যও ভালো।

নাসির ফিরোজ
নাসির ফিরোজ

দেশ-বিদেশে ছড়িয়ে পড়ছে কার্যক্রম

বাংলাদেশে বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, সরকারি সংস্থা, ফার্মাসিউটিক্যাল কোম্পানি, হাসপাতাল, গার্মেন্টস এবং বড় করপোরেট হাউসগুলোতে নাসির ফিরোজের প্রতিষ্ঠান নিয়মিত সেবা দিয়ে থাকে। বিদেশেও প্রতিষ্ঠানটি সেবা দিচ্ছে যুক্তরাষ্ট্র ও সিঙ্গাপুরে। এ ছাড়া দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্যেও সেবা সম্প্রসারণের প্রস্তুতির কাজ চলছে।

টেক ইকোসিস্টেম গড়ে ওঠার ফল

  • কার্বন নিঃসরণ কমে।
  • ইলেকট্রনিক বর্জ্য কমে।
  • স্পেয়ার পার্টস রিসাইকেল ও পুনর্ব্যবহার করা হয়।

নাসির ফিরোজের মতে, চতুর্থ শিল্পবিপ্লবের এই সময়ে এসে দেশের আইটি খাতকে এগিয়ে নেওয়ার জন্য প্রযুক্তির পরিবেশবান্ধব ব্যবহার নিশ্চিত করা জরুরি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত