Ajker Patrika

লাখ টাকার কমে দুটি ইলেকট্রিক বাইক আনল রিভো

একবার চার্জে ৬৫ থেকে ৮৫ কিলোমিটার পথ পর্যন্ত চলতে পারবে মডেল দুটি। ছবি: বিজ্ঞপ্তি
একবার চার্জে ৬৫ থেকে ৮৫ কিলোমিটার পথ পর্যন্ত চলতে পারবে মডেল দুটি। ছবি: বিজ্ঞপ্তি

দেশের বাজারে অত্যাধুনিক প্রযুক্তির দুই ইলেকট্রিক বাইক এনেছে জনপ্রিয় ব্র্যান্ড ‘রিভো। ‘এ১০’ ও ‘এ১২’ নামের মডেলগুলোর সর্বোচ্চ গতি ঘণ্টায় যথাক্রমে ৩৫ ও ৪৭ কিলোমিটার। উভয় বাইকই দৃষ্টিনন্দন ও টেকসই। সেই সঙ্গে রয়েছে অসাধারণ ব্যাটারি পারফরম্যান্স। তাই একবার চার্জে ৬৫ থেকে ৮৫ কিলোমিটার পথ পর্যন্ত চলতে পারবে মডেল দুটি। রিভোর ‘এ১০’ মডেলের দাম শুরু ৭৯ হাজার ৯০০ টাকা থেকে এবং ‘এ১২’ মডেলের বাইক পাওয়া যাবে ৯৯ হাজার ৯০০ টাকায়।

গত শনিবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরে অবস্থিত শোরুমে নতুন এই বাইক দুটো উন্মোচন করেন রিভো বাংলাদেশের নির্বাহী পরিচালক ভেন নেইল। এ সময় তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের পরিবহনব্যবস্থার ভবিষ্যৎ রূপান্তরের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। আমরা চাই মানুষ আরও টেকসই ও সাশ্রয়ী বৈদ্যুতিক যানবাহনের মাধ্যমে তাদের দৈনন্দিন যাতায়াত সহজ করুক। এ১০ এবং এ১২-এর উদ্বোধন আমাদের ক্রমাগত উদ্ভাবন ও উন্নতির প্রতিফলন। আমরা সব সময় আমাদের পণ্য উন্নত করছি, যেন গ্রাহক সর্বোচ্চ সুবিধা পান।’

মডেলগুলো সাধারণ ক্রেতাদের দৈনন্দিন যাতায়াতে নতুন মাত্রা দেবে বলে মনে করে কোম্পানিটি।

প্রসঙ্গত, রিভো ‘এ১০’ তরুণদের জন্য আদর্শ, আধুনিক ডিজাইনের একটি বৈদ্যুতিক বাইক। এতে সম্পূর্ণ গ্রাফিন ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা একবার চার্জে ৬৫ থেকে ৭৫ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। এই বাইকের সর্বোচ্চ গতি ৩৫ কিমি/ঘণ্টা, যা নিরাপদ ও আরামদায়ক যাতায়াত নিশ্চিত করে।

এদিকে বাংলাদেশে চালু হওয়া ‘এ০১’ মডেলের উন্নত সংস্করণ হলো রিভোর ‘এ১২ ’। পেশাদার ও কর্পোরেট ব্যবহারকারীদের জন্য এই মডেল তৈরি রয়েছে। এতে রয়েছে ৬০ ভোল্ট/ ২৬ অ্যাম্পিয়ার আওয়ার সম্পূর্ণ গ্রাফিন ব্যাটারি এবং ১০০০ ওয়াট মোটর। এ বাইকের সর্বোচ্চ গতি ৪৭ কিমি/ঘণ্টা, আর একবার চার্জে এটি ৭৫-৮৫ কিলোমিটার পথ চলতে পারবে।

রিভো, গ্রাহকদের মতামত গ্রহণ করে এর প্রযুক্তিগত সক্ষমতা আরও শক্তিশালী করে চলেছে, যাতে আরও ভালো মাইলেজ, গতি ও পারফরম্যান্স নিশ্চিত করা যায়। ব্যবহারাকরীদের সন্তুষ্টি বাড়ানোর জন্য, কোম্পানিটি সারা দেশে ছয় মাসের ডোরস্টেপ সার্ভিস এবং ২৪ মাস পর্যন্ত ওয়ারেন্টিও দিচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত