ফিচার ডেস্ক
বাড়ির কাজের চাপ কমানোর জন্য রোবটের সাহায্য নেওয়ার ধারণা প্রথম এসেছে রোবট ভ্যাকুয়ামের মাধ্যমে। এখন বাজারে এমন অনেক ধরনের রোবট পাওয়া যায়, যা আপনার দৈনন্দিন কাজগুলো সহজ করে দেবে। এমন আটটি রোবট নিয়ে আজকের আয়োজন।
হুসকভার্না অটোমোয়ার ১১৫এইচ
বাড়িতে বাগান থাকলে নিয়মিত ঘাস কাটা নিয়ে অনেকে মুশকিলে পড়েন। তাঁদের মুশকিল আসান করে দেবে হুসকভার্না অটোমোয়ার। এটি শূন্য দশমিক ৪ একর জায়গা এবং ৩ দশমিক ৬ ইঞ্চি পর্যন্ত উঁচু ঘাস কেটে ফেলতে পারে। অ্যাপের মাধ্যমে এটি পরিচালনা করা যায়। একবার সেটআপ করলে নিজে কাজ করে এবং চার্জ শেষ হলে রিচার্জের জন্য স্বয়ংক্রিয়ভাবে চার্জিং স্টেশনে চলে যায়।
গ্লাডওয়েল গেকো রোবট উইন্ডো ক্লিনার
গ্লাডওয়েল গেকো রোবট জানালা পরিষ্কার করতে সাহায্য করে। অ্যাপের মাধ্যমে এই রোবট নিয়ন্ত্রণ করা যায়। ফলে এটি দিয়ে জানালা পরিষ্কার করার কাজ বেশ সহজ এবং ঝামেলামুক্ত।
সনি আইবো কম্পেনিয়ন রোবট
অনেকে বাসায় পোষা প্রাণী রাখতে চান। কিন্তু সময় বা যত্নের অভাবে তা সম্ভব হয় না। তাঁদের জন্য আইবো রোবট পপ এক দুর্দান্ত বিকল্প। এটি দেখতে এবং আচরণে জীবন্ত পোষা প্রাণীর মতো। আর নিয়ম করে খাবার দেওয়ারও ঝামেলা নেই। শুধু তা-ই নয়, এই রোবট অনেকটা জীবন্ত কুকুর বা বিড়ালের মতো আচরণ করে।
রোবোরক এস৭ রোবট ভ্যাকুয়াম এবং মপ
এটি সাউন্ড ওয়েভ প্রযুক্তি ব্যবহার করে কাঠের মেঝে বা কার্পেট স্ক্রাব করতে পারে। এ ছাড়া সেট করে দেওয়া সময় অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে মেঝে পরিষ্কার রাখতে সক্ষম এ রোবট। এতে কাস্টম ক্লিনিংয়ের জন্য শিডিউল করার অপশনও আছে।
আমাজন অ্যাস্ট্রো
আমাজন অ্যাস্ট্রো আপনার বাড়ির নিরাপত্তা এবং চলাচল পর্যবেক্ষণে সহায়তা করবে। এটি বাড়ির বিভিন্ন জায়গা পর্যবেক্ষণ করে এবং কোনো অস্বাভাবিক কিছু পেলে আপনাকে সতর্ক করবে। এ ছাড়া অ্যাস্ট্রো পরিবারের সদস্যদের জন্য গান চালাতে, রিমাইন্ডার সেট করতে এবং কল করতেও এটি সাহায্য করতে পারে। ভালো বিষয় হলো, বাড়িতে না থাকলেও অ্যাপের মাধ্যমে বাড়ির অবস্থা জানিয়ে দিতে পারে এই রোবট। ফলে আপনি যেখানেই থাকুন না কেন, নিরাপত্তা নিয়ে চিন্তা করতে হবে না।
ওয়ান্ডার ওয়ার্কশপ ড্যাশ
এটি ছোটদের জন্য উপযুক্ত শিক্ষামূলক রোবট। কোডিং শেখাতে এবং বিভিন্ন মজার ধাঁধা ও প্রকল্প তৈরি করতে সাহায্য করে এটি।
ডলফিন নটিলাস পুল রোবট
যাঁদের বাড়িতে পুল রয়েছে এবং এটি পরিষ্কার করতে গিয়ে বিরক্ত হন, তাঁদের জন্য ডলফিন নটিলাস রোবট বেশ উপকারী। এটি পুলের মেঝে ও দেয়াল পরিষ্কার করতে পারে। এটি জটিলতা ছাড়াই পরিচালনা করা যায়। ডলফিন নটিলাস দুই ঘণ্টায় ৫০ ফুট দীর্ঘ পুল পরিষ্কার করতে পারে।
লেগো বুস্ট ক্রিয়েটিভ টুলবক্স
লেগো বুস্ট সেটটি ৭ থেকে ১২ বছর বয়সী শিশুদের জন্য খুব উপযুক্ত। এই সেটের মাধ্যমে শিশুরা কোডিং শেখার পাশাপাশি বিভিন্ন রোবট নির্মাণ করতে পারে। এটি তাদের সৃজনশীলতা এবং প্রযুক্তি বিষয়ে আগ্রহ তৈরি করে। শিশুরা এই সেট ব্যবহার করে রোবট, রোভারের মতো মডেল তৈরি করতে পারে এবং কোডিংয়ের মৌলিক ধারণা শিখতে পারে।
সেরা এই হোম রোবটগুলো দৈনন্দিন কাজ সহজ করে তোলে। প্রযুক্তির উন্নতির সঙ্গে এই রোবটগুলোর ব্যবহার প্রতিনিয়ত বাড়ছে।
সূত্র: গুড হাউসকিপিং
বাড়ির কাজের চাপ কমানোর জন্য রোবটের সাহায্য নেওয়ার ধারণা প্রথম এসেছে রোবট ভ্যাকুয়ামের মাধ্যমে। এখন বাজারে এমন অনেক ধরনের রোবট পাওয়া যায়, যা আপনার দৈনন্দিন কাজগুলো সহজ করে দেবে। এমন আটটি রোবট নিয়ে আজকের আয়োজন।
হুসকভার্না অটোমোয়ার ১১৫এইচ
বাড়িতে বাগান থাকলে নিয়মিত ঘাস কাটা নিয়ে অনেকে মুশকিলে পড়েন। তাঁদের মুশকিল আসান করে দেবে হুসকভার্না অটোমোয়ার। এটি শূন্য দশমিক ৪ একর জায়গা এবং ৩ দশমিক ৬ ইঞ্চি পর্যন্ত উঁচু ঘাস কেটে ফেলতে পারে। অ্যাপের মাধ্যমে এটি পরিচালনা করা যায়। একবার সেটআপ করলে নিজে কাজ করে এবং চার্জ শেষ হলে রিচার্জের জন্য স্বয়ংক্রিয়ভাবে চার্জিং স্টেশনে চলে যায়।
গ্লাডওয়েল গেকো রোবট উইন্ডো ক্লিনার
গ্লাডওয়েল গেকো রোবট জানালা পরিষ্কার করতে সাহায্য করে। অ্যাপের মাধ্যমে এই রোবট নিয়ন্ত্রণ করা যায়। ফলে এটি দিয়ে জানালা পরিষ্কার করার কাজ বেশ সহজ এবং ঝামেলামুক্ত।
সনি আইবো কম্পেনিয়ন রোবট
অনেকে বাসায় পোষা প্রাণী রাখতে চান। কিন্তু সময় বা যত্নের অভাবে তা সম্ভব হয় না। তাঁদের জন্য আইবো রোবট পপ এক দুর্দান্ত বিকল্প। এটি দেখতে এবং আচরণে জীবন্ত পোষা প্রাণীর মতো। আর নিয়ম করে খাবার দেওয়ারও ঝামেলা নেই। শুধু তা-ই নয়, এই রোবট অনেকটা জীবন্ত কুকুর বা বিড়ালের মতো আচরণ করে।
রোবোরক এস৭ রোবট ভ্যাকুয়াম এবং মপ
এটি সাউন্ড ওয়েভ প্রযুক্তি ব্যবহার করে কাঠের মেঝে বা কার্পেট স্ক্রাব করতে পারে। এ ছাড়া সেট করে দেওয়া সময় অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে মেঝে পরিষ্কার রাখতে সক্ষম এ রোবট। এতে কাস্টম ক্লিনিংয়ের জন্য শিডিউল করার অপশনও আছে।
আমাজন অ্যাস্ট্রো
আমাজন অ্যাস্ট্রো আপনার বাড়ির নিরাপত্তা এবং চলাচল পর্যবেক্ষণে সহায়তা করবে। এটি বাড়ির বিভিন্ন জায়গা পর্যবেক্ষণ করে এবং কোনো অস্বাভাবিক কিছু পেলে আপনাকে সতর্ক করবে। এ ছাড়া অ্যাস্ট্রো পরিবারের সদস্যদের জন্য গান চালাতে, রিমাইন্ডার সেট করতে এবং কল করতেও এটি সাহায্য করতে পারে। ভালো বিষয় হলো, বাড়িতে না থাকলেও অ্যাপের মাধ্যমে বাড়ির অবস্থা জানিয়ে দিতে পারে এই রোবট। ফলে আপনি যেখানেই থাকুন না কেন, নিরাপত্তা নিয়ে চিন্তা করতে হবে না।
ওয়ান্ডার ওয়ার্কশপ ড্যাশ
এটি ছোটদের জন্য উপযুক্ত শিক্ষামূলক রোবট। কোডিং শেখাতে এবং বিভিন্ন মজার ধাঁধা ও প্রকল্প তৈরি করতে সাহায্য করে এটি।
ডলফিন নটিলাস পুল রোবট
যাঁদের বাড়িতে পুল রয়েছে এবং এটি পরিষ্কার করতে গিয়ে বিরক্ত হন, তাঁদের জন্য ডলফিন নটিলাস রোবট বেশ উপকারী। এটি পুলের মেঝে ও দেয়াল পরিষ্কার করতে পারে। এটি জটিলতা ছাড়াই পরিচালনা করা যায়। ডলফিন নটিলাস দুই ঘণ্টায় ৫০ ফুট দীর্ঘ পুল পরিষ্কার করতে পারে।
লেগো বুস্ট ক্রিয়েটিভ টুলবক্স
লেগো বুস্ট সেটটি ৭ থেকে ১২ বছর বয়সী শিশুদের জন্য খুব উপযুক্ত। এই সেটের মাধ্যমে শিশুরা কোডিং শেখার পাশাপাশি বিভিন্ন রোবট নির্মাণ করতে পারে। এটি তাদের সৃজনশীলতা এবং প্রযুক্তি বিষয়ে আগ্রহ তৈরি করে। শিশুরা এই সেট ব্যবহার করে রোবট, রোভারের মতো মডেল তৈরি করতে পারে এবং কোডিংয়ের মৌলিক ধারণা শিখতে পারে।
সেরা এই হোম রোবটগুলো দৈনন্দিন কাজ সহজ করে তোলে। প্রযুক্তির উন্নতির সঙ্গে এই রোবটগুলোর ব্যবহার প্রতিনিয়ত বাড়ছে।
সূত্র: গুড হাউসকিপিং
চীনে চিপ বিক্রির মোট রাজস্বের ১৫ শতাংশ মার্কিন সরকারকে দিতে সম্মত হয়েছে বিশ্বের শীর্ষ দুই সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি। এই চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠান দুটি চীনা বাজারে চিপ বিক্রির লাইসেন্স পাবে। এক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
২ ঘণ্টা আগেবর্তমান যুগের বেশির ভাগ ইলেকট্রনিক ডিভাইসেই লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহৃত হয়। আইফোনসহ স্মার্টফোন, স্মার্টওয়াচ, ল্যাপটপ—এমনকি বৈদ্যুতিক গাড়িতেও এই ব্যাটারিই ব্যবহার হয়। তবে এই প্রযুক্তি যতটা উন্নত, ততটাই জটিল। সময়ের সঙ্গে সঙ্গে এই ব্যাটারির কর্মক্ষমতা কমে যায়।
৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি এইচ২০ (H20) চিপের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম-সংশ্লিষ্ট একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। রোববার উইচ্যাটে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়, এই চিপগুলোতে ‘ব্যাক ডোর’ থাকার সম্ভাবনা রয়েছে, যা ব্যবহারকারীর অনুমতি ছাড়াই...
৬ ঘণ্টা আগেবর্তমানে বিশ্বের সর্ববৃহৎ ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। প্রতিদিন কোটি কোটি ব্যবহারকারী বিভিন্ন ধরনের ভিডিও উপভোগ করেন এই প্ল্যাটফর্মে। ভিডিও নির্মাতারা (ইউটিউবাররা) প্রতিযোগিতায় টিকে থাকার জন্য তাঁদের কনটেন্টের কার্যকারিতা সম্পর্কে সঠিক তথ্য জানা অত্যন্ত জরুরি। এসব তথ্য ইউটিউবের ভিউ বাড়াতে
৭ ঘণ্টা আগে