আইপ্যাডপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান এই মাসেই শেষ হবে বলে আশা করা হচ্ছে। কারণ আগামী ২৬ মার্চ উন্মোচন হতে পারে আইপ্যাড প্রো ২০২৪ ও আইপ্যাড এয়ার ৬। সর্বশেষ ২০২২ সালে নতুন আইপ্যাড উন্মোচন করেছিল অ্যাপল।
চীনের ইনস্ট্যান্ট ডিজিটাল ও আইটিহোম আইপ্যাড উন্মোচনের তারিখটি সামনে তুলে এনেছে বলে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাকরিউমার এক প্রতিবেদনে জানায়। ট্যাবলেটগুলোর কেসও একই দিনে বিক্রি শুরু হবে বলে আশা করা হচ্ছে।
ব্লুমবার্গের প্রতিবেদক মার্ক গুরম্যানের বলছে, আইপ্যাডের নতুন মডেলগুলো ২৬ শে মার্চ উন্মোচন করলেও এগুলো বাজারে ছাড়তে আরও কিছুদিন সময় নেবে অ্যাপল। এগুলোতে অপারেটিং সিস্টেমে আইপ্যাডওএস ১৭.৪ ব্যবহার হবে। এই অপারেটিং সিস্টেম সম্পূর্ণ তৈরি করতেও অ্যাপলের মার্চের শেষ পর্যন্ত সময় লাগবে। তাই এপ্রিলের মাঝামাঝিতে আইপ্যাডগুলোর সরবরাহ শুরু হবে। উন্মোচনের পরপরই অ্যাইপ্যাডগুলোর প্রিঅর্ডার নেওয়া শুরু করতে পারে অ্যাপল।
ম্যাকরিউমারের প্রতিবেদক রস ইয়াং বলেন, ২০২৪ সালের মার্চের শেষদিকে বা এপ্রিলের প্রথমদিকে আইপ্যাড প্রো উন্মোচন হতে পারে ও এপ্রিলেই মডেলটির বিক্রি শুরু হবে।
আইপ্যাড প্রো ২০২৪ এ ওলেড স্ক্রিন, এম ৩ চিপসেট, ল্যান্ডস্কেপ ওরিয়ন্ট ক্যামেরা ও ওয়্যারলেস চার্জিং সুবিধা যোগ করা হতে পারে।
এর আগে কয়েককটি প্রতিবেদনে বলা হয়েছিল আইপ্যাড ৬ এর ডিসপ্লে ১২.৯ ইঞ্চি হতে পারে। তবে তথ্য ফাঁসকারী শ্রিম্পঅ্যাপলপ্রো এর মতে, এই মডেলের শুধু ১০.৯ ইঞ্চি ডিসপ্লের সংস্করণটি বাজারে আসতে পারে।
ভিয়েতনামের কারখানায় ১২.৯ ইঞ্চির আইফোনের প্রস্তুত করতে দেখা যায়নি। তাই শ্রিম্পঅ্যাপলপ্রো এই কথা বলেন। তবে চীনের কারখানায় এই সংস্করণ প্রস্তুত করার সম্ভাবনাও রয়েছে।
আইপ্যাড ৬ এ ওরিয়েন্টেড সেলফি ক্যামেরা ছাড়া তেমন বড় কোনো পরিবর্তন আসবে না বলে ধারণা করা হচ্ছে। আইপ্যাড এয়ার পাঁচটি রঙে দেখা যাবে। ২০২২ সালের আইপ্যাড এয়ার মডেলটি স্পেস গ্রে (ধূসর), স্টারলাইট, পিংক (গোলাপি), পার্পল (বেগুনি), ও ব্লু (নীল) রঙে ব্যবহার করা হয়েছিল। তবে নতুন মডেলে পিংক ও পার্পল রংটি নাও থাকতে পারে। এর বদলে নতুন রঙ নিয়ে আসতে পারে অ্যাপল।
আইপ্যাডপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান এই মাসেই শেষ হবে বলে আশা করা হচ্ছে। কারণ আগামী ২৬ মার্চ উন্মোচন হতে পারে আইপ্যাড প্রো ২০২৪ ও আইপ্যাড এয়ার ৬। সর্বশেষ ২০২২ সালে নতুন আইপ্যাড উন্মোচন করেছিল অ্যাপল।
চীনের ইনস্ট্যান্ট ডিজিটাল ও আইটিহোম আইপ্যাড উন্মোচনের তারিখটি সামনে তুলে এনেছে বলে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাকরিউমার এক প্রতিবেদনে জানায়। ট্যাবলেটগুলোর কেসও একই দিনে বিক্রি শুরু হবে বলে আশা করা হচ্ছে।
ব্লুমবার্গের প্রতিবেদক মার্ক গুরম্যানের বলছে, আইপ্যাডের নতুন মডেলগুলো ২৬ শে মার্চ উন্মোচন করলেও এগুলো বাজারে ছাড়তে আরও কিছুদিন সময় নেবে অ্যাপল। এগুলোতে অপারেটিং সিস্টেমে আইপ্যাডওএস ১৭.৪ ব্যবহার হবে। এই অপারেটিং সিস্টেম সম্পূর্ণ তৈরি করতেও অ্যাপলের মার্চের শেষ পর্যন্ত সময় লাগবে। তাই এপ্রিলের মাঝামাঝিতে আইপ্যাডগুলোর সরবরাহ শুরু হবে। উন্মোচনের পরপরই অ্যাইপ্যাডগুলোর প্রিঅর্ডার নেওয়া শুরু করতে পারে অ্যাপল।
ম্যাকরিউমারের প্রতিবেদক রস ইয়াং বলেন, ২০২৪ সালের মার্চের শেষদিকে বা এপ্রিলের প্রথমদিকে আইপ্যাড প্রো উন্মোচন হতে পারে ও এপ্রিলেই মডেলটির বিক্রি শুরু হবে।
আইপ্যাড প্রো ২০২৪ এ ওলেড স্ক্রিন, এম ৩ চিপসেট, ল্যান্ডস্কেপ ওরিয়ন্ট ক্যামেরা ও ওয়্যারলেস চার্জিং সুবিধা যোগ করা হতে পারে।
এর আগে কয়েককটি প্রতিবেদনে বলা হয়েছিল আইপ্যাড ৬ এর ডিসপ্লে ১২.৯ ইঞ্চি হতে পারে। তবে তথ্য ফাঁসকারী শ্রিম্পঅ্যাপলপ্রো এর মতে, এই মডেলের শুধু ১০.৯ ইঞ্চি ডিসপ্লের সংস্করণটি বাজারে আসতে পারে।
ভিয়েতনামের কারখানায় ১২.৯ ইঞ্চির আইফোনের প্রস্তুত করতে দেখা যায়নি। তাই শ্রিম্পঅ্যাপলপ্রো এই কথা বলেন। তবে চীনের কারখানায় এই সংস্করণ প্রস্তুত করার সম্ভাবনাও রয়েছে।
আইপ্যাড ৬ এ ওরিয়েন্টেড সেলফি ক্যামেরা ছাড়া তেমন বড় কোনো পরিবর্তন আসবে না বলে ধারণা করা হচ্ছে। আইপ্যাড এয়ার পাঁচটি রঙে দেখা যাবে। ২০২২ সালের আইপ্যাড এয়ার মডেলটি স্পেস গ্রে (ধূসর), স্টারলাইট, পিংক (গোলাপি), পার্পল (বেগুনি), ও ব্লু (নীল) রঙে ব্যবহার করা হয়েছিল। তবে নতুন মডেলে পিংক ও পার্পল রংটি নাও থাকতে পারে। এর বদলে নতুন রঙ নিয়ে আসতে পারে অ্যাপল।
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বৃহস্পতিবার এক নির্বাহী আদেশে জানিয়েছেন, চীনা মালিকানাধীন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের বিক্রির বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। এই বিক্রিতে টিকটকের মূল্য ধরা হয়েছে ১৪ বিলিয়ন ডলার। পাশাপাশি তিনি জানিয়েছেন, টিকটকের মার্কিন কার্যক্রম মার্কিন
৩ ঘণ্টা আগেবিশ্বজুড়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম পৌঁছে গেল এক নতুন উচ্চতায়। প্ল্যাটফর্মটির মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা পেরিয়ে গেছে ৩০০ কোটির গণ্ডি। গতকাল বুধবার মেটা চ্যানেলে এ তথ্য নিশ্চিত করেন সিইও মার্ক জাকারবার্গ।
১ দিন আগেইন্টারনেটে রীতিমতো ঝড় তুলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনির নতুন ন্যানো ব্যানানা টুল। প্রচলিত ইমেজ জেনারেটরের চেয়ে ভিন্নভাবে কাজ করে এই এআই। খুব সহজেই সাধারণ ছবি থেকে বাস্তবধর্মী ৩ডি মডেলের ছবি তৈরি করে।
১ দিন আগেভারতের কর্ণাটক হাইকোর্ট ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এর দায়ের করা একটি মামলা খারিজ করে দিয়েছে। এক্সের অভিযোগ ছিল, ভারত সরকারের ‘সহযোগ’ নামের পোর্টাল ব্যবহার করে তাদের প্ল্যাটফর্মে নির্বিচারে কনটেন্ট সেন্সর করা হচ্ছে, যা বাক স্বাধীনতার মূল্যবোধের বিরোধী।
১ দিন আগে