Ajker Patrika

ফুসফুসের ক্যানসার শনাক্ত করবে নতুন এআই টুল

প্রযুক্তি ডেস্ক
ফুসফুসের ক্যানসার শনাক্ত করবে নতুন এআই টুল

প্রচলিত পদ্ধতির চেয়ে ফুসফুসের ক্যানসার আরও সঠিকভাবে শনাক্ত করতে গবেষকদের একটি দল একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক টুল তৈরি করেছে। মানুষের চোখে সহজে ধরা পড়ে না  এমন ক্যানসারের লক্ষণগুলো খুঁজে বের করার জন্য প্রায় ৮০০টি সিটি স্ক্যানের একটি এআই বিশ্লেষণ ব্যবহার করা হয়।

ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন অনুযায়ী, ফুসফুসে বৃহৎ ক্ষুদ্র স্ফীতি আছে এমন প্রায় ৫০০ রোগীর ডেটা এআই অ্যালগরিদমকে উন্নত করতে ব্যবহার করা হয়েছিল। গবেষণাটি সম্প্রতি ইবিওমেডিসিন জার্নালে প্রকাশিত হয়েছে। এআই অ্যালগরিদমটি বর্তমান এআই টুলগুলোর থেকে বেশি কার্যকরী। বিজ্ঞানীরা বলেছেন, মারাত্মক অবস্থাকে আরও ভালো নির্ণয় করতে পারবে এটি।

সিটি স্ক্যানের বিশ্লেষণ ব্যবহার করার পর এআই সিস্টেমটি নির্ভুলভাবে ক্যানসার যুক্ত ক্ষুদ্র স্ফীতিগুলোকে চিহ্নিত করতে পারে কিনা তা নির্ধারণ করতে পরীক্ষা করা হয়েছিল। ইম্পেরিয়াল কলেজের ক্লিনিক্যাল রিসার্চ ফেলো ডাঃ বেঞ্জামিন হান্টার বলেছেন, ‘আমরা আশা করি, ভবিষ্যতে এটি ক্যানসারের প্রাথমিক শনাক্তকরণে উন্নতি ঘটাবে ও উচ্চ ঝুঁকিপূর্ণ রোগীদের চিকিৎসায় দ্রুত পরিস্থিতির ওপর নজর রেখে ক্যানসারের চিকিৎসা দেওয়া সম্ভব হবে।’ 

নতুন এআই টুলের মাধ্যমে ক্যানসার শনাক্ত করতে একটি নির্দিষ্ট পদ্ধতি ব্যবহার করেন গবেষকেরা। এই পদ্ধতিকে বলা হয় 'এরিয়া আন্ডার দ্য কার্ভ'(এইউসি)। কৃত্রিম বুদ্ধিমত্তার যন্ত্র ক্যানসার পরীক্ষায় কতটা সক্ষম তা বুঝতে এইউসি-এর সাহায্য় নেয় গবেষক দল। স্থির হয়, যদি ক্যানসার শনাক্তকরণে টুলটি এইউসি-তে ১ পায় তাহলে ধরা হবে এটি একটি নিখুঁত মডেল। তবে টানা ক্যানসার পরীক্ষার কাজে ০.৫ ফল এলেও একে ভালো মানের ধরা হবে। পরীক্ষায় দেখা যায় দশমিক ৮৭ স্কোর করেছে এআই টুলটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত