Ajker Patrika

ভারতে এবার কার্যালয় খুলবে ওপেনএআই

আজকের পত্রিকা ডেস্ক­
ওপেনএআইয়ের বাজারমূল্য দাঁড়াতে পারে ৫০০ বিলিয়ন বা ৫০ হাজার কোটি ডলারে। ছবি: সংগৃহীত
ওপেনএআইয়ের বাজারমূল্য দাঁড়াতে পারে ৫০০ বিলিয়ন বা ৫০ হাজার কোটি ডলারে। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পরেই ভারতই চ্যাটজিপিটির মূল প্রতিষ্ঠান ওপেনএআইয়ের সবচেয়ে বড় বাজার। সম্প্রতি এক পডকাস্টে এ কথা জানান ওপেনএআই সিইও স্যাম অল্টম্যান। এবার তিনি জানালেন, ভারতে নিজেদের অবস্থান আরও মজবুত করতে এ বছরের শেষের দিকে রাজধানী নয়াদিল্লিতে প্রথম কার্যালয় খুলতে যাচ্ছে ওপেনএআই।

আজ শুক্রবার রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে ওপেনএআই জানিয়েছে, মাইক্রোসফটের সহায়তায় তারা ভারতে একটি স্বতন্ত্র আইনি সত্তা হিসেবে নিবন্ধিত হয়েছে। এরইমধ্যে কার্যালয়ের প্রয়োজনীয় কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে।

সিইও স্যাম অল্টম্যান বলেন, ‘ভারতে আমাদের প্রথম অফিস চালু করা এবং স্থানীয় একটি কর্মী দল গড়ে তোলা আমাদের প্রতিশ্রুতির একটি গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ। এর মাধ্যমে আমরা দেশটিতে উন্নত এআই প্রযুক্তি আরও সহজলভ্য করতে চাই। ভারতের সঙ্গে মিলে এআই প্রযুক্তিকে আরও এগিয়ে নিতে চাই।’

এদিকে দেশটিতে আইনি চ্যালেঞ্জের মুখে রয়েছে ওপেনএআই। সংবাদমাধ্যম ও বই প্রকাশকেরা প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ করেছেন, অনুমতি ছাড়াই তাঁদের কনটেন্ট ব্যবহার করে চ্যাটজিপিটি প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তবে ওপেনএআই কোনো অনিয়মের অভিযোগ অস্বীকার করেছে।

এছাড়াও ভারতে তীব্র প্রতিযোগিতার মুখোমুখি হচ্ছে ওপেনএআই। বিশ্বের সর্বাধিক জনবহুল দেশ ভারতে প্রায় ১০০ কোটিরও বেশি ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে। এই ব্যবহারকারীদের জন্য অন্যান্য এআই প্রতিষ্ঠানও বিভিন্ন রকমের সুবিধা চালু করছে। গত মাসে পারপ্লেক্সিটি, ভারতীয় টেলিকম অপারেটর এয়ারটেলের সঙ্গে যৌথভাবে বিনা মূল্যে পারপ্লেক্সিটি প্রো সাবস্ক্রিপশন দিয়েছে। গুগলও ভারতের শিক্ষার্থীদের জন্য এক বছরের জন্য ফ্রি এআই প্রো প্ল্যান চালু করেছে।

এই প্রতিযোগিতায় টিকে থাকতে কিছুদিন আগে ওপেনএআই ‘চ্যাটজিপিটি গো’ নামে নামমাত্র মূল্যের সাবস্ক্রিপশন প্ল্যান চালু করেছে। প্ল্যানটির মাসিক খরচ মাত্র ৪ দশমিক ৬ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৫৮ টাকা)। নতুন প্ল্যানটি আগের চ্যাটজিপিটি প্লাস প্ল্যানের (প্রায় ২৩ ডলার) তুলনায় অনেক সস্তা।

ওপেনএআইয়ের ভাইস প্রেসিডেন্ট ও চ্যাটজিপিটি প্রধান নিক টারলি জানান, ‘আমরা প্রথমে ভারতেই গো প্ল্যান চালু করছি এবং ব্যবহারকারীদের প্রতিক্রিয়া দেখে ধাপে ধাপে অন্যান্য দেশে এটি চালু করব।’

এই নতুন প্ল্যানে ফ্রি টিয়ারের তুলনায় ১০ গুণ বেশি বার্তা পাঠানো, ছবি তৈরি এবং ফাইল আপলোডের সুযোগ থাকবে বলে জানান নিক।

শুক্রবার প্রকাশিত নতুন বাজার তথ্য অনুযায়ী ওপেনএআই জানিয়েছে, ভারতে চ্যাটজিপিটির সর্বাধিক ব্যবহারকারী হলো শিক্ষার্থীরা। শুধু তাই নয়, গত এক বছরে এখানে সাপ্তাহিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা চারগুণ বেড়েছে।

অ্যাপ অ্যানালিটিক প্রতিষ্ঠান অ্যাপফিগারসের প্রতিবেদনে জানা যায়, গত তিন মাসে চ্যাটজিপিটি অ্যাপ ডাউনলোডের সংখ্যায় ভারত শীর্ষে রয়েছে। এই সময়ে ভারতে অ্যাপটি ডাউনলোড হয়েছে ২ কোটি ৯০ লাখেরও বেশিবার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত