প্রি অর্ডারের মাধ্যমে প্রায় ১ লাখ ৮০ হাজার ভার্চুয়াল রিয়্যালিটি হেডসেট ‘ভিশন প্রো’ বিক্রি করেছে অ্যাপল। প্রি-অর্ডার ইনভেনটরির উপর ভিত্তি করে এই তথ্য জানিয়েছে আর্থিক পরিষেবা কোম্পানি টিএফ ইন্টারন্যাশনাল সিকিউরিটিজের বিশ্লেষক মিন-চি কুও।
গত সপ্তাহের শেষ পর্যন্ত অ্যাপল ১ লক্ষ ৬০ থেকে ১ লক্ষ ৮০ হাজার ভিশন প্রো হেডসেট আগাম বিক্রি করেছে। কোম্পানিটি ৬০ থেকে ৮০ হাজার ইউনিট উৎপাদন করবে বলে এর আগে ভবিষ্যৎ বাণী করেন কুও। তবে প্রি অর্ডার নেওয়া শুরুর পর খুব দ্রুতই অ্যাপল ভিশন প্রো সঙ্গে বিক্রি হয়ে যায়। আগামী ২ ফেব্রুয়ারি থেকে হেডসেটটি সরাসরি বিক্রি শুরু হওয়ার কথা রয়েছে।
প্রি-অর্ডার ইনভেনটরি এবং শিপিং সময়ের ওপর ভিত্তি করে, গত সপ্তাহের শেষ পর্যন্ত অ্যাপল ১ লক্ষ ৬০ থেকে ১ লক্ষ ৮০ হাজার ভিশন প্রো হেডসেট আগাম বিক্রি করতে পেরেছে বলে উঠে এসেছে আর্থিক পরিষেবা কোম্পানি টিএফ ইন্টারন্যাশনাল সিকিউরিটিজের বিশ্লেষক মিন-চি কুও’র গণনায়।
এর আগে প্রাথমিক উন্মোচন লক্ষ্য করে, ৬০ থেকে ৮০ হাজার ইউনিট উৎপাদনের পরিসংখ্যান দিয়েছিলেন কুও। এটি সে সংখ্যা ছাড়িয়ে গিয়েছে। ভিশন প্রো’ সরাসরি বিক্রি শুরু হওয়ার কথা রয়েছে ২ ফেব্রুয়ারি থেকে।
কুও আরও বলেন,নিয়মিত ব্যবহারকারী ও হার্ডকোর ভক্তদের প্রি-অর্ডার করার পরেই হেডসেটটির চাহিদা কমার সম্ভাবনা রয়েছে।
অপরদিকে, আইফোন অর্ডারের ক্ষেত্রে সাধারণত প্রি অর্ডার শুরু হওয়ার পরের ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে রপ্তানি সময় বাড়তে দেখা যায়।
বর্তমানে ইউটিউব, স্পটিফাই ও নেটফ্লিক্সের মতো অ্যাপ নেই অ্যাপলের এই হেডসেটে। তাই সাধারণ ব্যবহারকারীদের মধ্যে এটি বেশি সাড়া ফেলবে না বলে মনে করা হচ্ছে। সেই সঙ্গে এর দামও অনেক বেশি। এটি এখন ৩ হাজার ৪৯৯ ডলারে বিক্রি করা হচ্ছে। তবে ব্লুমবার্গের প্রযুক্তি বিশ্লেষক মার্ক গুরম্যান বলেছেন, ১ হাজার ৫০০ ডলার থেকে ২ হাজার ৫০০ ডলারে একটি কম দামি মডেল নিয়ে আসতে পারে অ্যাপল।
কুও বলেন, ডিভাইসটি তার প্রাথমিক পরিসংখ্যানের ভিত্তিতে বিক্রি হয়ে গেলেও, এটি অ্যাপলের ১২০ কোটি সক্রিয় ব্যবহারকারীর মাত্র দশমিক ০০৭ শতাংশ।
ফোর্বসের তথ্য মতে, সিয়াটল, বেলিংহাম, পোর্টল্যান্ড, নিউইয়র্ক, মায়ামি, সল্ট লেক, ওকলাহোমা, অস্টিনের মতো যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আর হেডসেটটি প্রিঅর্ডার করা যাচ্ছে না।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেট বলছে, বিশ্বজুড়ে উন্মোচনের আগে ডিভাইসটির চাহিদা ধরে রাখতে হবে। সেই সঙ্গে উৎপাদনও বাড়াতে হবে এই টেক জায়ান্টকে।
প্রি অর্ডারের মাধ্যমে প্রায় ১ লাখ ৮০ হাজার ভার্চুয়াল রিয়্যালিটি হেডসেট ‘ভিশন প্রো’ বিক্রি করেছে অ্যাপল। প্রি-অর্ডার ইনভেনটরির উপর ভিত্তি করে এই তথ্য জানিয়েছে আর্থিক পরিষেবা কোম্পানি টিএফ ইন্টারন্যাশনাল সিকিউরিটিজের বিশ্লেষক মিন-চি কুও।
গত সপ্তাহের শেষ পর্যন্ত অ্যাপল ১ লক্ষ ৬০ থেকে ১ লক্ষ ৮০ হাজার ভিশন প্রো হেডসেট আগাম বিক্রি করেছে। কোম্পানিটি ৬০ থেকে ৮০ হাজার ইউনিট উৎপাদন করবে বলে এর আগে ভবিষ্যৎ বাণী করেন কুও। তবে প্রি অর্ডার নেওয়া শুরুর পর খুব দ্রুতই অ্যাপল ভিশন প্রো সঙ্গে বিক্রি হয়ে যায়। আগামী ২ ফেব্রুয়ারি থেকে হেডসেটটি সরাসরি বিক্রি শুরু হওয়ার কথা রয়েছে।
প্রি-অর্ডার ইনভেনটরি এবং শিপিং সময়ের ওপর ভিত্তি করে, গত সপ্তাহের শেষ পর্যন্ত অ্যাপল ১ লক্ষ ৬০ থেকে ১ লক্ষ ৮০ হাজার ভিশন প্রো হেডসেট আগাম বিক্রি করতে পেরেছে বলে উঠে এসেছে আর্থিক পরিষেবা কোম্পানি টিএফ ইন্টারন্যাশনাল সিকিউরিটিজের বিশ্লেষক মিন-চি কুও’র গণনায়।
এর আগে প্রাথমিক উন্মোচন লক্ষ্য করে, ৬০ থেকে ৮০ হাজার ইউনিট উৎপাদনের পরিসংখ্যান দিয়েছিলেন কুও। এটি সে সংখ্যা ছাড়িয়ে গিয়েছে। ভিশন প্রো’ সরাসরি বিক্রি শুরু হওয়ার কথা রয়েছে ২ ফেব্রুয়ারি থেকে।
কুও আরও বলেন,নিয়মিত ব্যবহারকারী ও হার্ডকোর ভক্তদের প্রি-অর্ডার করার পরেই হেডসেটটির চাহিদা কমার সম্ভাবনা রয়েছে।
অপরদিকে, আইফোন অর্ডারের ক্ষেত্রে সাধারণত প্রি অর্ডার শুরু হওয়ার পরের ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে রপ্তানি সময় বাড়তে দেখা যায়।
বর্তমানে ইউটিউব, স্পটিফাই ও নেটফ্লিক্সের মতো অ্যাপ নেই অ্যাপলের এই হেডসেটে। তাই সাধারণ ব্যবহারকারীদের মধ্যে এটি বেশি সাড়া ফেলবে না বলে মনে করা হচ্ছে। সেই সঙ্গে এর দামও অনেক বেশি। এটি এখন ৩ হাজার ৪৯৯ ডলারে বিক্রি করা হচ্ছে। তবে ব্লুমবার্গের প্রযুক্তি বিশ্লেষক মার্ক গুরম্যান বলেছেন, ১ হাজার ৫০০ ডলার থেকে ২ হাজার ৫০০ ডলারে একটি কম দামি মডেল নিয়ে আসতে পারে অ্যাপল।
কুও বলেন, ডিভাইসটি তার প্রাথমিক পরিসংখ্যানের ভিত্তিতে বিক্রি হয়ে গেলেও, এটি অ্যাপলের ১২০ কোটি সক্রিয় ব্যবহারকারীর মাত্র দশমিক ০০৭ শতাংশ।
ফোর্বসের তথ্য মতে, সিয়াটল, বেলিংহাম, পোর্টল্যান্ড, নিউইয়র্ক, মায়ামি, সল্ট লেক, ওকলাহোমা, অস্টিনের মতো যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আর হেডসেটটি প্রিঅর্ডার করা যাচ্ছে না।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেট বলছে, বিশ্বজুড়ে উন্মোচনের আগে ডিভাইসটির চাহিদা ধরে রাখতে হবে। সেই সঙ্গে উৎপাদনও বাড়াতে হবে এই টেক জায়ান্টকে।
কাজাখস্তানের ২৩ বছর বয়সী তরুণ কেনজেবেক ইসমাইলভ তাঁর মাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি কোনো কারণ ছাড়াই থেমে গিয়ে এক লেনের রাস্তায় যানজট সৃষ্টি করে। কিন্তু কেনজেবেকের হাসপাতালে যাওয়ার তাড়া ছিল।
৩ ঘণ্টা আগেব্যবহারকারীদের কথা মাথায় রেখে নতুন নতুন প্রযুক্তি যুক্ত করছে স্মার্টফোনের ব্র্যান্ডগুলো। টেকসই ও স্থায়িত্বের নিশ্চয়তা দিতে যুক্ত করা হচ্ছে এসব প্রযুক্তি। একই সঙ্গে দেখার সৌন্দর্যের জন্য গুরুত্ব পাচ্ছে ফোনের রং ও অন্যান্য বাহ্যিক ডিজাইনও। সম্প্রতি দেশের বাজারে আসা এমন একটি স্মার্টফোন হলো রিয়েলমি সি৭৫
৬ ঘণ্টা আগেকৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষমতা নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। মেটার প্রথম এআই ডেভেলপার সম্মেলন ‘লামাকন’-এর সমাপনী অধিবেশনে মাইক্রোসফটের সিইও সত্য নাদেলার সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে জাকারবার্গ বলেন, ‘আমাদের ধারণা, আগামী এক বছরের মধ্যেই মেটার অর্ধেক সফটওয়্যার
৬ ঘণ্টা আগেআগে কখনো প্রেমে পড়েননি চীনের নাগরিক স্টিভ চেন (২৫)। তবে গত বসন্তে নিজের প্রথম প্রেম খুঁজে পান তিনি। তাও আবার লাইভ ভিডিও চ্যাটের মাধ্যমে। শুধু চ্যান না, ভিডিও চ্যাটরুমে বর্তমানে প্রেম খুঁজছেন চীনের বহু তরুণ। সেখানে ‘সাইবার ম্যাচমেকার’ পরিচালনা করেন ডেটিং সেশন, আর হাজারো মানুষ তা সরাসরি দেখেন...
৭ ঘণ্টা আগে