সবাইকে ছাড়িয়ে নাদালের ইতিহাস
ইতিহাস গড়লেন রাফায়েল নাদাল। অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে দানিল মেদভেদেভকে হারিয়ে রেকর্ড ২১ গ্র্যান্ড স্লাম জয়ের কীর্তি গড়লেন টেনিসনের ৩ মহাতারার এক তারা নাদাল। রড লেভার অ্যারিনায় মেদভেদেভের বিপক্ষে নাদালের জয় ২-৬,৬-৭ (৫-৭),৬-৪, ৬-৪,৭-৫ গেমে।