উইম্বলডন শুরুর আগে আলোচনাতেই ছিলেন না কাজাখস্তানের এলেনা রাইবানিকা। আলোচনার বাইরে থেকে এসে বাজিমাত করেছেন এই টেনিস তারকা। প্রথমবারের মতো জিতে নিয়েছেন গ্র্যান্ড স্লাম শিরোপা। উইম্বলডন ফাইনালে তিউনিসিয়ার ওনস জাবেউরকে ৩-৬,৬-২ ও ৬-২ গেমে হারিয়েছেন রাইবানিকা।
অপ্রত্যাশিত চ্যাম্পিয়ন রাইবানিকার উদ্যাপন অবশ্য ছিল আরও বেশি অপ্রত্যাশিত। আবেগে ভেসে যাওয়া বা উচ্ছ্বাসে ফেটে পড়ার মতো কিছুই করে দেখাননি। সাধারণ একটি জয়ের পর একজন খেলোয়াড় যা করেন শুধু সেসবই করেছেন তিনি।
ঐতিহাসিক জয়ের পর হাসি মুখে প্রতিপক্ষের সঙ্গে হাত মেলালেন এবং তারপর সাদামাটাভাবে দর্শক অভিবাদনের জবাব দিয়েছেন রাইবানিকা। প্রতিপক্ষের এমন উদ্যাপন বিস্মিত করেছে রানার্সআপ জাবেউরকেও। ম্যাচ শেষে বলেছেন, রাইবানিকাকে উদ্যাপন করা শেখাতে চান তিনি।
রাইবানিকার উদ্যাপন নিয়ে জানতে চাইলে জাবেউর বলেছেন, ‘সম্ভবত সে লাজুক এবং নিজেকে মেলে ধরতে চায় না। আমার মনে হয়, তার খেলা তার হয়ে কথা বলবে। এলেনার (রাইবানিকা) সঙ্গে খেলতে ভালো লাগে। এমনকি আপনি যখন তার বিপক্ষে হেরে যান, তখনো তাকে উদ্যাপন করতে বা অন্য কিছু করতে দেখবেন না।’ এ সময় তিনি আরও বলেন, ‘আমার তাকে শেখাতে হবে কীভাবে উদ্যাপন করতে হয়।
ম্যাচ শেষে রাইবানিকাকেও কথা বলতে হয় নিজের উদ্যাপন নিয়ে। সাদামাটা উদ্যাপনের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেছেন, ‘হয়তো কোনো একদিন আপনারা আমার অনেক প্রতিক্রিয়া দেখবেন। তবে দুর্ভাগ্যজনকভাবে আজকে না। আমি জানতাম না কি করতে হতো! আমি স্তব্ধ হয়ে পড়েছিলাম। অনেক বেশি আবেগাপ্লুত ছিলাম। চেষ্টা করেছিলাম নিজেকে শান্ত রাখতে। কোর্টে কথা বলার সময় মনে হচ্ছিল, এখনই কাঁদব। কোনোভাবে আটকেছি। হয়তো পরে যখন ঘরে একা থাকব অনেক কাঁদব। আমি আসলে জানি না।’
উইম্বলডন শুরুর আগে আলোচনাতেই ছিলেন না কাজাখস্তানের এলেনা রাইবানিকা। আলোচনার বাইরে থেকে এসে বাজিমাত করেছেন এই টেনিস তারকা। প্রথমবারের মতো জিতে নিয়েছেন গ্র্যান্ড স্লাম শিরোপা। উইম্বলডন ফাইনালে তিউনিসিয়ার ওনস জাবেউরকে ৩-৬,৬-২ ও ৬-২ গেমে হারিয়েছেন রাইবানিকা।
অপ্রত্যাশিত চ্যাম্পিয়ন রাইবানিকার উদ্যাপন অবশ্য ছিল আরও বেশি অপ্রত্যাশিত। আবেগে ভেসে যাওয়া বা উচ্ছ্বাসে ফেটে পড়ার মতো কিছুই করে দেখাননি। সাধারণ একটি জয়ের পর একজন খেলোয়াড় যা করেন শুধু সেসবই করেছেন তিনি।
ঐতিহাসিক জয়ের পর হাসি মুখে প্রতিপক্ষের সঙ্গে হাত মেলালেন এবং তারপর সাদামাটাভাবে দর্শক অভিবাদনের জবাব দিয়েছেন রাইবানিকা। প্রতিপক্ষের এমন উদ্যাপন বিস্মিত করেছে রানার্সআপ জাবেউরকেও। ম্যাচ শেষে বলেছেন, রাইবানিকাকে উদ্যাপন করা শেখাতে চান তিনি।
রাইবানিকার উদ্যাপন নিয়ে জানতে চাইলে জাবেউর বলেছেন, ‘সম্ভবত সে লাজুক এবং নিজেকে মেলে ধরতে চায় না। আমার মনে হয়, তার খেলা তার হয়ে কথা বলবে। এলেনার (রাইবানিকা) সঙ্গে খেলতে ভালো লাগে। এমনকি আপনি যখন তার বিপক্ষে হেরে যান, তখনো তাকে উদ্যাপন করতে বা অন্য কিছু করতে দেখবেন না।’ এ সময় তিনি আরও বলেন, ‘আমার তাকে শেখাতে হবে কীভাবে উদ্যাপন করতে হয়।
ম্যাচ শেষে রাইবানিকাকেও কথা বলতে হয় নিজের উদ্যাপন নিয়ে। সাদামাটা উদ্যাপনের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেছেন, ‘হয়তো কোনো একদিন আপনারা আমার অনেক প্রতিক্রিয়া দেখবেন। তবে দুর্ভাগ্যজনকভাবে আজকে না। আমি জানতাম না কি করতে হতো! আমি স্তব্ধ হয়ে পড়েছিলাম। অনেক বেশি আবেগাপ্লুত ছিলাম। চেষ্টা করেছিলাম নিজেকে শান্ত রাখতে। কোর্টে কথা বলার সময় মনে হচ্ছিল, এখনই কাঁদব। কোনোভাবে আটকেছি। হয়তো পরে যখন ঘরে একা থাকব অনেক কাঁদব। আমি আসলে জানি না।’
কাশ্মীরের পেহেলগামে নৃশংস হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছেন। ভারত দাবি করেছে, এর পেছনে পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে। এ ইস্যুতে দুই দলের মধ্যে বিরাজ করছে উত্তেজনা। ভারত সরকার তাদের দেশে পাকিস্তানের বিভিন্ন নিউজ সাইট, ইউটিউব চ্যানেল ব্লক কেরে দিয়েছে। ক্রিকেটাররাও জড়িয়ে গেছেন বাগ্যুদ্ধে। শোয়েব আখতারের ইউটি
৮ ঘণ্টা আগেসাত বছর চলছে সাদমান ইসলামের আন্তর্জাতিক ক্যারিয়ারের। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন দেখা পেয়েছেন নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি, সঙ্গে পূর্ণ করলেন ১০০০ রান। বাংলাদেশের ১৮ তম ক্রিকেটার হিসেবে ১ হাজার রান সাদমানের।
৯ ঘণ্টা আগে৩ উইকেটে ২০৪ রান নিয়ে চা বিরতিতে যায় বাংলাদেশ দল। তৃতীয় সেশনেও ব্যাটিংটা ভালোই করছিলেন স্বাগতিক ব্যাটাররা। দলীয় ২৫৯ রান পর্যন্ত ছিল সেই তিন উইকেটই। কিন্তু শেষ বিকেলে ভিনসেন্ট মাসেকেসার ঘূর্ণি জাদুতে বেশ এলোমেলো হয়ে যায় ব্যাটিং। শেষ ৩০ রানে ৪ উইকেট হারিয়েছে তারা। তবু ৬৪ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ
১১ ঘণ্টা আগে