উইম্বলডন শুরুর আগে আলোচনাতেই ছিলেন না কাজাখস্তানের এলেনা রাইবানিকা। আলোচনার বাইরে থেকে এসে বাজিমাত করেছেন এই টেনিস তারকা। প্রথমবারের মতো জিতে নিয়েছেন গ্র্যান্ড স্লাম শিরোপা। উইম্বলডন ফাইনালে তিউনিসিয়ার ওনস জাবেউরকে ৩-৬,৬-২ ও ৬-২ গেমে হারিয়েছেন রাইবানিকা।
অপ্রত্যাশিত চ্যাম্পিয়ন রাইবানিকার উদ্যাপন অবশ্য ছিল আরও বেশি অপ্রত্যাশিত। আবেগে ভেসে যাওয়া বা উচ্ছ্বাসে ফেটে পড়ার মতো কিছুই করে দেখাননি। সাধারণ একটি জয়ের পর একজন খেলোয়াড় যা করেন শুধু সেসবই করেছেন তিনি।
ঐতিহাসিক জয়ের পর হাসি মুখে প্রতিপক্ষের সঙ্গে হাত মেলালেন এবং তারপর সাদামাটাভাবে দর্শক অভিবাদনের জবাব দিয়েছেন রাইবানিকা। প্রতিপক্ষের এমন উদ্যাপন বিস্মিত করেছে রানার্সআপ জাবেউরকেও। ম্যাচ শেষে বলেছেন, রাইবানিকাকে উদ্যাপন করা শেখাতে চান তিনি।
রাইবানিকার উদ্যাপন নিয়ে জানতে চাইলে জাবেউর বলেছেন, ‘সম্ভবত সে লাজুক এবং নিজেকে মেলে ধরতে চায় না। আমার মনে হয়, তার খেলা তার হয়ে কথা বলবে। এলেনার (রাইবানিকা) সঙ্গে খেলতে ভালো লাগে। এমনকি আপনি যখন তার বিপক্ষে হেরে যান, তখনো তাকে উদ্যাপন করতে বা অন্য কিছু করতে দেখবেন না।’ এ সময় তিনি আরও বলেন, ‘আমার তাকে শেখাতে হবে কীভাবে উদ্যাপন করতে হয়।
ম্যাচ শেষে রাইবানিকাকেও কথা বলতে হয় নিজের উদ্যাপন নিয়ে। সাদামাটা উদ্যাপনের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেছেন, ‘হয়তো কোনো একদিন আপনারা আমার অনেক প্রতিক্রিয়া দেখবেন। তবে দুর্ভাগ্যজনকভাবে আজকে না। আমি জানতাম না কি করতে হতো! আমি স্তব্ধ হয়ে পড়েছিলাম। অনেক বেশি আবেগাপ্লুত ছিলাম। চেষ্টা করেছিলাম নিজেকে শান্ত রাখতে। কোর্টে কথা বলার সময় মনে হচ্ছিল, এখনই কাঁদব। কোনোভাবে আটকেছি। হয়তো পরে যখন ঘরে একা থাকব অনেক কাঁদব। আমি আসলে জানি না।’
উইম্বলডন শুরুর আগে আলোচনাতেই ছিলেন না কাজাখস্তানের এলেনা রাইবানিকা। আলোচনার বাইরে থেকে এসে বাজিমাত করেছেন এই টেনিস তারকা। প্রথমবারের মতো জিতে নিয়েছেন গ্র্যান্ড স্লাম শিরোপা। উইম্বলডন ফাইনালে তিউনিসিয়ার ওনস জাবেউরকে ৩-৬,৬-২ ও ৬-২ গেমে হারিয়েছেন রাইবানিকা।
অপ্রত্যাশিত চ্যাম্পিয়ন রাইবানিকার উদ্যাপন অবশ্য ছিল আরও বেশি অপ্রত্যাশিত। আবেগে ভেসে যাওয়া বা উচ্ছ্বাসে ফেটে পড়ার মতো কিছুই করে দেখাননি। সাধারণ একটি জয়ের পর একজন খেলোয়াড় যা করেন শুধু সেসবই করেছেন তিনি।
ঐতিহাসিক জয়ের পর হাসি মুখে প্রতিপক্ষের সঙ্গে হাত মেলালেন এবং তারপর সাদামাটাভাবে দর্শক অভিবাদনের জবাব দিয়েছেন রাইবানিকা। প্রতিপক্ষের এমন উদ্যাপন বিস্মিত করেছে রানার্সআপ জাবেউরকেও। ম্যাচ শেষে বলেছেন, রাইবানিকাকে উদ্যাপন করা শেখাতে চান তিনি।
রাইবানিকার উদ্যাপন নিয়ে জানতে চাইলে জাবেউর বলেছেন, ‘সম্ভবত সে লাজুক এবং নিজেকে মেলে ধরতে চায় না। আমার মনে হয়, তার খেলা তার হয়ে কথা বলবে। এলেনার (রাইবানিকা) সঙ্গে খেলতে ভালো লাগে। এমনকি আপনি যখন তার বিপক্ষে হেরে যান, তখনো তাকে উদ্যাপন করতে বা অন্য কিছু করতে দেখবেন না।’ এ সময় তিনি আরও বলেন, ‘আমার তাকে শেখাতে হবে কীভাবে উদ্যাপন করতে হয়।
ম্যাচ শেষে রাইবানিকাকেও কথা বলতে হয় নিজের উদ্যাপন নিয়ে। সাদামাটা উদ্যাপনের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেছেন, ‘হয়তো কোনো একদিন আপনারা আমার অনেক প্রতিক্রিয়া দেখবেন। তবে দুর্ভাগ্যজনকভাবে আজকে না। আমি জানতাম না কি করতে হতো! আমি স্তব্ধ হয়ে পড়েছিলাম। অনেক বেশি আবেগাপ্লুত ছিলাম। চেষ্টা করেছিলাম নিজেকে শান্ত রাখতে। কোর্টে কথা বলার সময় মনে হচ্ছিল, এখনই কাঁদব। কোনোভাবে আটকেছি। হয়তো পরে যখন ঘরে একা থাকব অনেক কাঁদব। আমি আসলে জানি না।’
চীনের চেংদুতে চলছে ওয়ার্ল্ড গেমস। এই প্রতিযোগিতায় অংশ নিয়ে অসুস্থ হয়ে না ফেরার দেশে চলে গেছেন ইতালির ওরিয়েন্টিয়ারিং অ্যাথলেট মাত্তিয়া দেবের্তোলিস। গত ৮ আগস্ট প্রতিযোগিতায় অংশ নেওয়ার সময় অজ্ঞান হয়ে পড়ে যান দেবোর্তোলিস। এর চার দিন পর গতকাল মারা যান ২৯ বছর বয়সী এই অ্যাথলেট।
৪ মিনিট আগেএশিয়া কাপের আগে বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলার কথা ছিল ভারতের। কিন্তু সেই সিরিজ পিছিয়ে নেওয়া হয়েছে আগামী বছরে। এশিয়া কাপের আগে তাই আর কোনো সিরিজ নেই তাদের।
৩ ঘণ্টা আগেএশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজ সামনে রেখে ভোর থেকেই ব্যস্ততা বাড়ে মিরপুরের হোম অব ক্রিকেটের জিমে। বিসিবির স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নাথান কেলি জিম থেকে মূল মাঠ, আবার সেখান থেকে পল্টনের জাতীয় স্টেডিয়াম পর্যন্ত ছুটছেন একঝাঁক ক্রিকেটার নিয়ে। উদ্দেশ্য তাঁর একটাই ক্রিকেটারদের ফিটনেসকে পোক্ত করে তোলা। ভাল
৩ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
৫ ঘণ্টা আগে