উইম্বলডন শুরুর আগে আলোচনাতেই ছিলেন না কাজাখস্তানের এলেনা রাইবানিকা। আলোচনার বাইরে থেকে এসে বাজিমাত করেছেন এই টেনিস তারকা। প্রথমবারের মতো জিতে নিয়েছেন গ্র্যান্ড স্লাম শিরোপা। উইম্বলডন ফাইনালে তিউনিসিয়ার ওনস জাবেউরকে ৩-৬,৬-২ ও ৬-২ গেমে হারিয়েছেন রাইবানিকা।
অপ্রত্যাশিত চ্যাম্পিয়ন রাইবানিকার উদ্যাপন অবশ্য ছিল আরও বেশি অপ্রত্যাশিত। আবেগে ভেসে যাওয়া বা উচ্ছ্বাসে ফেটে পড়ার মতো কিছুই করে দেখাননি। সাধারণ একটি জয়ের পর একজন খেলোয়াড় যা করেন শুধু সেসবই করেছেন তিনি।
ঐতিহাসিক জয়ের পর হাসি মুখে প্রতিপক্ষের সঙ্গে হাত মেলালেন এবং তারপর সাদামাটাভাবে দর্শক অভিবাদনের জবাব দিয়েছেন রাইবানিকা। প্রতিপক্ষের এমন উদ্যাপন বিস্মিত করেছে রানার্সআপ জাবেউরকেও। ম্যাচ শেষে বলেছেন, রাইবানিকাকে উদ্যাপন করা শেখাতে চান তিনি।
রাইবানিকার উদ্যাপন নিয়ে জানতে চাইলে জাবেউর বলেছেন, ‘সম্ভবত সে লাজুক এবং নিজেকে মেলে ধরতে চায় না। আমার মনে হয়, তার খেলা তার হয়ে কথা বলবে। এলেনার (রাইবানিকা) সঙ্গে খেলতে ভালো লাগে। এমনকি আপনি যখন তার বিপক্ষে হেরে যান, তখনো তাকে উদ্যাপন করতে বা অন্য কিছু করতে দেখবেন না।’ এ সময় তিনি আরও বলেন, ‘আমার তাকে শেখাতে হবে কীভাবে উদ্যাপন করতে হয়।
ম্যাচ শেষে রাইবানিকাকেও কথা বলতে হয় নিজের উদ্যাপন নিয়ে। সাদামাটা উদ্যাপনের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেছেন, ‘হয়তো কোনো একদিন আপনারা আমার অনেক প্রতিক্রিয়া দেখবেন। তবে দুর্ভাগ্যজনকভাবে আজকে না। আমি জানতাম না কি করতে হতো! আমি স্তব্ধ হয়ে পড়েছিলাম। অনেক বেশি আবেগাপ্লুত ছিলাম। চেষ্টা করেছিলাম নিজেকে শান্ত রাখতে। কোর্টে কথা বলার সময় মনে হচ্ছিল, এখনই কাঁদব। কোনোভাবে আটকেছি। হয়তো পরে যখন ঘরে একা থাকব অনেক কাঁদব। আমি আসলে জানি না।’
উইম্বলডন শুরুর আগে আলোচনাতেই ছিলেন না কাজাখস্তানের এলেনা রাইবানিকা। আলোচনার বাইরে থেকে এসে বাজিমাত করেছেন এই টেনিস তারকা। প্রথমবারের মতো জিতে নিয়েছেন গ্র্যান্ড স্লাম শিরোপা। উইম্বলডন ফাইনালে তিউনিসিয়ার ওনস জাবেউরকে ৩-৬,৬-২ ও ৬-২ গেমে হারিয়েছেন রাইবানিকা।
অপ্রত্যাশিত চ্যাম্পিয়ন রাইবানিকার উদ্যাপন অবশ্য ছিল আরও বেশি অপ্রত্যাশিত। আবেগে ভেসে যাওয়া বা উচ্ছ্বাসে ফেটে পড়ার মতো কিছুই করে দেখাননি। সাধারণ একটি জয়ের পর একজন খেলোয়াড় যা করেন শুধু সেসবই করেছেন তিনি।
ঐতিহাসিক জয়ের পর হাসি মুখে প্রতিপক্ষের সঙ্গে হাত মেলালেন এবং তারপর সাদামাটাভাবে দর্শক অভিবাদনের জবাব দিয়েছেন রাইবানিকা। প্রতিপক্ষের এমন উদ্যাপন বিস্মিত করেছে রানার্সআপ জাবেউরকেও। ম্যাচ শেষে বলেছেন, রাইবানিকাকে উদ্যাপন করা শেখাতে চান তিনি।
রাইবানিকার উদ্যাপন নিয়ে জানতে চাইলে জাবেউর বলেছেন, ‘সম্ভবত সে লাজুক এবং নিজেকে মেলে ধরতে চায় না। আমার মনে হয়, তার খেলা তার হয়ে কথা বলবে। এলেনার (রাইবানিকা) সঙ্গে খেলতে ভালো লাগে। এমনকি আপনি যখন তার বিপক্ষে হেরে যান, তখনো তাকে উদ্যাপন করতে বা অন্য কিছু করতে দেখবেন না।’ এ সময় তিনি আরও বলেন, ‘আমার তাকে শেখাতে হবে কীভাবে উদ্যাপন করতে হয়।
ম্যাচ শেষে রাইবানিকাকেও কথা বলতে হয় নিজের উদ্যাপন নিয়ে। সাদামাটা উদ্যাপনের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেছেন, ‘হয়তো কোনো একদিন আপনারা আমার অনেক প্রতিক্রিয়া দেখবেন। তবে দুর্ভাগ্যজনকভাবে আজকে না। আমি জানতাম না কি করতে হতো! আমি স্তব্ধ হয়ে পড়েছিলাম। অনেক বেশি আবেগাপ্লুত ছিলাম। চেষ্টা করেছিলাম নিজেকে শান্ত রাখতে। কোর্টে কথা বলার সময় মনে হচ্ছিল, এখনই কাঁদব। কোনোভাবে আটকেছি। হয়তো পরে যখন ঘরে একা থাকব অনেক কাঁদব। আমি আসলে জানি না।’
হান্সি ফ্লিকের অধীনে হাই লাইন ডিফেন্সে খেলছে বার্সেলোনা। যেটা চ্যাম্পিয়নস লিগের মতো ইউরোপ সেরার আসর থেকে কাতালানদের বিদায়ের কারণ হতে পারে বলে মনে করেন টনি ক্রুস। বিষয়টি নিয়ে স্প্যানিশ জায়ান্টদের সতর্ক করে দিলেন রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা ফুটবলার।
৩৭ মিনিট আগেইংল্যান্ড ইনিংসের ২৩তম ওভারের প্রথম বলে ফাহিমা খাতুন ফিরিয়ে দিলেন ইমা ল্যাম্বকে। তখন বাংলাদেশ শিবিরে কী উল্লাস। ৭৮ রানেই ইংলিশদের ৫ উইকেট গায়েব! জয়ের জন্য তখনো ইংল্যান্ডের দরকার ছিল ১০১ রান!
১ ঘণ্টা আগেদুটি টেস্ট এবং তিনটি টি–টোয়েন্টি খেলতে নভেম্বরের প্রথম সপ্তাহে বাংলাদেশ সফরে আসবে আয়ারল্যান্ড। আলাদা দুটি সিরিজের জন্য আজ দল ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড। আইরিশদের সাদা পোশাকের দলে জায়গা হয়েছে ৫ অনভিষিক্ত ক্রিকেটারের।
২ ঘণ্টা আগেনির্বাচনের পর আজ শুরু হয়েছে বিসিবির নতুন পরিচালনা পরিষদের যাত্রা। নির্বাচনের পর কে কোন স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব পাচ্ছেন এটি নিয়েই ছিল যত কৌতূহল। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নিজেই প্রতিটি কমিটির দায়িত্ব বণ্টন করেছেন। বড় চমক, কোনো কমিটিতেই জায়গা হয়নি বিসিবির সহসভাপতি ও সাবেক সভাপতি ফারুক...
২ ঘণ্টা আগে