Ajker Patrika

নাদালের জন্য শিরোপার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ সুখে থাকা

নাদালের জন্য শিরোপার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ সুখে থাকা

২৩তম গ্র্যান্ড স্লাম জয়ের উপলক্ষটা তৈরিই ছিল। নিক কিরগিওসের বিপক্ষে সেমিফাইনাল জিতলেই নিশ্চিত হতো আরেকটি ফাইনালের টিকিট। তবে পেটের পেশির চোট লড়াইটাই করতে দিল না নাদালকে। সেমিফাইনালের আগেই সরে দাঁড়ান স্প্যানিশ মহাতারকা। 

এরপরও অবশ্য গ্র্যান্ড স্লাম ইতিহাসে সবচেয়ে বেশি শিরোপা জেতার রেকর্ডটা নাদালের দখলেই থাকছে। জোকোভিচ ফাইনালে জিতলে তাঁর শিরোপা হবে ২১টি। তবে শিরোপা নয়, নাদালের কাছে অধিক গুরুত্বপূর্ণ হলো সুখে থাকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই বলেছেন নাদাল। 

নাদাল সেমিফাইনাল না খেলে সরে দাঁড়ানোয় বড় ক্ষতিটা হয়েছে টেনিসপ্রেমীদের। সেমিতে জিতলে ফাইনালে আরেকবার নাদাল-জোকোভিচের জমজমাট লড়াই দেখা যেত। নিজের সরে দাঁড়ানো নিয়ে নাদাল বলেন, ‘যে কোনো শিরোপার চেয়ে আমার কাছে অধিক গুরুত্বপূর্ণ হলো সুখ। সবাই জানে, এত দূর আসার জন্য আমাকে কি পরিমাণ কষ্ট করতে হয়েছে। তবে সেমিফাইনাল খেললে দুই-তিন মাস বাইরে থাকার ঝুঁকি থাকত। সেই ঝুঁকিটা আমি নিতে চাইনি। কারণ, এটা আমার জন্য খুবই কঠিন হতো।’ 

বছরের প্রথম দুটি গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেন ও ফ্রেঞ্চ ওপেন নিজের করে নিয়েছিলেন নাদাল। সুযোগ ছিল উইম্বলডন ও ইউএস ওপেন জিতে ক্যালেন্ডার স্লাম জেতার। এই মাইলফলক অর্জন না হওয়ায় অবশ্য আফসোস নেই নাদালের। তিনি বলেছেন, ‘আমি ক্যালেন্ডার স্লাম নিয়ে কখনো ভাবিনি। আমি ভেবেছি আমার দৈনন্দিন সুখ এবং নিয়মিত কাজ নিয়ে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রতি রাতে সাপ হয়ে দংশন করেন স্ত্রী, প্রশাসনে অভিযোগ স্বামীর

বিসিবির পরিচালক হলেন রুবাবা দৌলা

আওয়ামী লীগ নেতার হিমাগারে মেডিকেল শিক্ষার্থীকে ‘হাতুড়িপেটা’ ও দুই বোনকে ‘সেফটি পিন ফুটিয়ে’ নির্যাতন

ইসির চিঠির জবাবে শাপলা প্রতীক চেয়ে ৭টি নমুনা পাঠাল এনসিপি

‘মানসিক স্বাস্থ্য’ নিয়ে ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলেন থুনবার্গ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত