২৩তম গ্র্যান্ড স্লাম জয়ের উপলক্ষটা তৈরিই ছিল। নিক কিরগিওসের বিপক্ষে সেমিফাইনাল জিতলেই নিশ্চিত হতো আরেকটি ফাইনালের টিকিট। তবে পেটের পেশির চোট লড়াইটাই করতে দিল না নাদালকে। সেমিফাইনালের আগেই সরে দাঁড়ান স্প্যানিশ মহাতারকা।
এরপরও অবশ্য গ্র্যান্ড স্লাম ইতিহাসে সবচেয়ে বেশি শিরোপা জেতার রেকর্ডটা নাদালের দখলেই থাকছে। জোকোভিচ ফাইনালে জিতলে তাঁর শিরোপা হবে ২১টি। তবে শিরোপা নয়, নাদালের কাছে অধিক গুরুত্বপূর্ণ হলো সুখে থাকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই বলেছেন নাদাল।
নাদাল সেমিফাইনাল না খেলে সরে দাঁড়ানোয় বড় ক্ষতিটা হয়েছে টেনিসপ্রেমীদের। সেমিতে জিতলে ফাইনালে আরেকবার নাদাল-জোকোভিচের জমজমাট লড়াই দেখা যেত। নিজের সরে দাঁড়ানো নিয়ে নাদাল বলেন, ‘যে কোনো শিরোপার চেয়ে আমার কাছে অধিক গুরুত্বপূর্ণ হলো সুখ। সবাই জানে, এত দূর আসার জন্য আমাকে কি পরিমাণ কষ্ট করতে হয়েছে। তবে সেমিফাইনাল খেললে দুই-তিন মাস বাইরে থাকার ঝুঁকি থাকত। সেই ঝুঁকিটা আমি নিতে চাইনি। কারণ, এটা আমার জন্য খুবই কঠিন হতো।’
বছরের প্রথম দুটি গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেন ও ফ্রেঞ্চ ওপেন নিজের করে নিয়েছিলেন নাদাল। সুযোগ ছিল উইম্বলডন ও ইউএস ওপেন জিতে ক্যালেন্ডার স্লাম জেতার। এই মাইলফলক অর্জন না হওয়ায় অবশ্য আফসোস নেই নাদালের। তিনি বলেছেন, ‘আমি ক্যালেন্ডার স্লাম নিয়ে কখনো ভাবিনি। আমি ভেবেছি আমার দৈনন্দিন সুখ এবং নিয়মিত কাজ নিয়ে।’
২৩তম গ্র্যান্ড স্লাম জয়ের উপলক্ষটা তৈরিই ছিল। নিক কিরগিওসের বিপক্ষে সেমিফাইনাল জিতলেই নিশ্চিত হতো আরেকটি ফাইনালের টিকিট। তবে পেটের পেশির চোট লড়াইটাই করতে দিল না নাদালকে। সেমিফাইনালের আগেই সরে দাঁড়ান স্প্যানিশ মহাতারকা।
এরপরও অবশ্য গ্র্যান্ড স্লাম ইতিহাসে সবচেয়ে বেশি শিরোপা জেতার রেকর্ডটা নাদালের দখলেই থাকছে। জোকোভিচ ফাইনালে জিতলে তাঁর শিরোপা হবে ২১টি। তবে শিরোপা নয়, নাদালের কাছে অধিক গুরুত্বপূর্ণ হলো সুখে থাকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই বলেছেন নাদাল।
নাদাল সেমিফাইনাল না খেলে সরে দাঁড়ানোয় বড় ক্ষতিটা হয়েছে টেনিসপ্রেমীদের। সেমিতে জিতলে ফাইনালে আরেকবার নাদাল-জোকোভিচের জমজমাট লড়াই দেখা যেত। নিজের সরে দাঁড়ানো নিয়ে নাদাল বলেন, ‘যে কোনো শিরোপার চেয়ে আমার কাছে অধিক গুরুত্বপূর্ণ হলো সুখ। সবাই জানে, এত দূর আসার জন্য আমাকে কি পরিমাণ কষ্ট করতে হয়েছে। তবে সেমিফাইনাল খেললে দুই-তিন মাস বাইরে থাকার ঝুঁকি থাকত। সেই ঝুঁকিটা আমি নিতে চাইনি। কারণ, এটা আমার জন্য খুবই কঠিন হতো।’
বছরের প্রথম দুটি গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেন ও ফ্রেঞ্চ ওপেন নিজের করে নিয়েছিলেন নাদাল। সুযোগ ছিল উইম্বলডন ও ইউএস ওপেন জিতে ক্যালেন্ডার স্লাম জেতার। এই মাইলফলক অর্জন না হওয়ায় অবশ্য আফসোস নেই নাদালের। তিনি বলেছেন, ‘আমি ক্যালেন্ডার স্লাম নিয়ে কখনো ভাবিনি। আমি ভেবেছি আমার দৈনন্দিন সুখ এবং নিয়মিত কাজ নিয়ে।’
বসুন্ধরা কিংসের শুরুর একাদশে ছিলেন না কিউবা মিচেল। যা দেখে বিস্মিত হন অনেকেই। শেষ পর্যন্ত ম্যাচের ৬৫ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ইংল্যান্ড প্রবাসী এই মিডফিল্ডার। তাঁর অভিষেক জয়ে রাঙাল বসুন্ধরা কিংস। সিরিয়ার ক্লাব আল কারামাহকে ১-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূলপর্বে জায়গা করে নিয়েছে তারা।
২ ঘণ্টা আগেপ্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
৭ ঘণ্টা আগেহাতের ব্যাটকে তলোয়ার বানালেন ডেওয়াল্ড ব্রেভিস। কচু কাটা করলেন অস্ট্রেলিয়ার বোলারদের। ৪১ বলে সেঞ্চুরি ছুঁয়ে খেললেন রেকর্ড ১২৫ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ এই ইনিংসই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যবধান গড়ে দিয়েছে। ৫৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
৮ ঘণ্টা আগেএকেকটা পাসের পর হতাশা ঝাড়ছিলেন সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষে দীর্ঘদেহী ফুটবলারদের সামনে কোনোভাবেই পেরে উঠছিলেন না বাকিরা। যা লড়াই করার তা দেখা গেছে শুধু দিয়াবাতের মধ্যে। দিন শেষে বিফলেই যায় তা। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউন
৯ ঘণ্টা আগে