Ajker Patrika

নাদালের জন্য শিরোপার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ সুখে থাকা

নাদালের জন্য শিরোপার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ সুখে থাকা

২৩তম গ্র্যান্ড স্লাম জয়ের উপলক্ষটা তৈরিই ছিল। নিক কিরগিওসের বিপক্ষে সেমিফাইনাল জিতলেই নিশ্চিত হতো আরেকটি ফাইনালের টিকিট। তবে পেটের পেশির চোট লড়াইটাই করতে দিল না নাদালকে। সেমিফাইনালের আগেই সরে দাঁড়ান স্প্যানিশ মহাতারকা। 

এরপরও অবশ্য গ্র্যান্ড স্লাম ইতিহাসে সবচেয়ে বেশি শিরোপা জেতার রেকর্ডটা নাদালের দখলেই থাকছে। জোকোভিচ ফাইনালে জিতলে তাঁর শিরোপা হবে ২১টি। তবে শিরোপা নয়, নাদালের কাছে অধিক গুরুত্বপূর্ণ হলো সুখে থাকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই বলেছেন নাদাল। 

নাদাল সেমিফাইনাল না খেলে সরে দাঁড়ানোয় বড় ক্ষতিটা হয়েছে টেনিসপ্রেমীদের। সেমিতে জিতলে ফাইনালে আরেকবার নাদাল-জোকোভিচের জমজমাট লড়াই দেখা যেত। নিজের সরে দাঁড়ানো নিয়ে নাদাল বলেন, ‘যে কোনো শিরোপার চেয়ে আমার কাছে অধিক গুরুত্বপূর্ণ হলো সুখ। সবাই জানে, এত দূর আসার জন্য আমাকে কি পরিমাণ কষ্ট করতে হয়েছে। তবে সেমিফাইনাল খেললে দুই-তিন মাস বাইরে থাকার ঝুঁকি থাকত। সেই ঝুঁকিটা আমি নিতে চাইনি। কারণ, এটা আমার জন্য খুবই কঠিন হতো।’ 

বছরের প্রথম দুটি গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেন ও ফ্রেঞ্চ ওপেন নিজের করে নিয়েছিলেন নাদাল। সুযোগ ছিল উইম্বলডন ও ইউএস ওপেন জিতে ক্যালেন্ডার স্লাম জেতার। এই মাইলফলক অর্জন না হওয়ায় অবশ্য আফসোস নেই নাদালের। তিনি বলেছেন, ‘আমি ক্যালেন্ডার স্লাম নিয়ে কখনো ভাবিনি। আমি ভেবেছি আমার দৈনন্দিন সুখ এবং নিয়মিত কাজ নিয়ে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত