Ajker Patrika

উইম্বলডনে ফাইনালের আগে দেখা হচ্ছে না নাদাল-জোকোভিচের লড়াই

আপডেট : ২২ জুন ২০২২, ১১: ০৫
উইম্বলডনে ফাইনালের আগে দেখা হচ্ছে না নাদাল-জোকোভিচের লড়াই

কদিন পর শুরু হতে যাওয়া উইম্বলডনে রাফায়েল নাদাল ও নোভাক জোকোভিচ কখন মুখোমুখি হতে পারেন সেটা জানা গেছে গতকাল। সব ঠিকঠাক এগোলে তাঁদের একমাত্র ম্যাচটি হতে পারে ফাইনালে। অবশ্য ফাইনালে ধ্রুপদি লড়াই দেখতে হলে এই দুজনকে সেমিফাইনাল পর্যন্ত নিজেদের সবগুলোয় খেলায় জিততে তবে। কারণ এবার উইম্বলডনে দুই তারকার নাম আছে আলাদা আলাদা ক্যাটাগরিতে।

শীর্ষ বাছাই দানিয়েল মেদভেদেভ নিজেকে সরিয়ে নিয়েছেন প্রতিযোগিতা থেকে। আর ফ্রেঞ্চ ওপেনের ইনজুরির কারণে খেলতে পারছেন না দ্বিতীয় বাছাই আলেক্সজেন্ডার জভেরেভ। দুই টেনিস কিংবদন্তি জোকোভিচ ও নাদাল খেলবেন ১ ও ২ নম্বর হয়ে। আর এ কারণেই তাঁরা ফাইনালের আগে মুখোমুখি হচ্ছেন না উইম্বলডনে। 

নাদালের উইম্বলডনে খেলা নিয়ে ছিল সংশয়। রেকর্ড ১৪ বার সদ্যসমাপ্ত ফ্রেঞ্চ ওপেন জিতেছেন চোট নিয়ে। শঙ্কা কাটিয়ে শেষ পর্যন্ত উইম্বলডনে অংশ নিচ্ছেন। এর আগে দুবার এই শিরোপা জিতেছেন। ২২ গ্র্যান্ড স্লাম বিজয়ী নাদাল লন্ডনে পৌঁছে জোর প্রস্তুতিও শুরু করেছেন। 

এর আগে ফ্রেঞ্চ ওপেনে কোয়ার্টার ফাইনালে নাদালের কাছে হেরেছেন জোকোভিচ। আর অস্ট্রেলিয়া ওপেনে নামতে পারেননি করোনার টিকা না নেওয়ায়। উইম্বলডনের বর্তমান চ্যাম্পিয়ন সার্বিয়ান তারকা কোর্টে নামবেন সপ্তম শিরোপা জয়ের লক্ষ্যে। গ্র্যান্ড স্লাম জিততে নিজেকে অনুশীলনে ব্যস্ত রেখেছেন গত সোমবার থেকে। আগামী সোমবার শুরু হবে ঘাসের কোর্টে এই টুর্নামেন্ট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রতি রাতে সাপ হয়ে দংশন করেন স্ত্রী, প্রশাসনে অভিযোগ স্বামীর

বিসিবির পরিচালক হলেন রুবাবা দৌলা

আওয়ামী লীগ নেতার হিমাগারে মেডিকেল শিক্ষার্থীকে ‘হাতুড়িপেটা’ ও দুই বোনকে ‘সেফটি পিন ফুটিয়ে’ নির্যাতন

ইসির চিঠির জবাবে শাপলা প্রতীক চেয়ে ৭টি নমুনা পাঠাল এনসিপি

‘মানসিক স্বাস্থ্য’ নিয়ে ট্রাম্পের খোঁচার কড়া জবাব দিলেন থুনবার্গ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত