কদিন পর শুরু হতে যাওয়া উইম্বলডনে রাফায়েল নাদাল ও নোভাক জোকোভিচ কখন মুখোমুখি হতে পারেন সেটা জানা গেছে গতকাল। সব ঠিকঠাক এগোলে তাঁদের একমাত্র ম্যাচটি হতে পারে ফাইনালে। অবশ্য ফাইনালে ধ্রুপদি লড়াই দেখতে হলে এই দুজনকে সেমিফাইনাল পর্যন্ত নিজেদের সবগুলোয় খেলায় জিততে তবে। কারণ এবার উইম্বলডনে দুই তারকার নাম আছে আলাদা আলাদা ক্যাটাগরিতে।
শীর্ষ বাছাই দানিয়েল মেদভেদেভ নিজেকে সরিয়ে নিয়েছেন প্রতিযোগিতা থেকে। আর ফ্রেঞ্চ ওপেনের ইনজুরির কারণে খেলতে পারছেন না দ্বিতীয় বাছাই আলেক্সজেন্ডার জভেরেভ। দুই টেনিস কিংবদন্তি জোকোভিচ ও নাদাল খেলবেন ১ ও ২ নম্বর হয়ে। আর এ কারণেই তাঁরা ফাইনালের আগে মুখোমুখি হচ্ছেন না উইম্বলডনে।
নাদালের উইম্বলডনে খেলা নিয়ে ছিল সংশয়। রেকর্ড ১৪ বার সদ্যসমাপ্ত ফ্রেঞ্চ ওপেন জিতেছেন চোট নিয়ে। শঙ্কা কাটিয়ে শেষ পর্যন্ত উইম্বলডনে অংশ নিচ্ছেন। এর আগে দুবার এই শিরোপা জিতেছেন। ২২ গ্র্যান্ড স্লাম বিজয়ী নাদাল লন্ডনে পৌঁছে জোর প্রস্তুতিও শুরু করেছেন।
এর আগে ফ্রেঞ্চ ওপেনে কোয়ার্টার ফাইনালে নাদালের কাছে হেরেছেন জোকোভিচ। আর অস্ট্রেলিয়া ওপেনে নামতে পারেননি করোনার টিকা না নেওয়ায়। উইম্বলডনের বর্তমান চ্যাম্পিয়ন সার্বিয়ান তারকা কোর্টে নামবেন সপ্তম শিরোপা জয়ের লক্ষ্যে। গ্র্যান্ড স্লাম জিততে নিজেকে অনুশীলনে ব্যস্ত রেখেছেন গত সোমবার থেকে। আগামী সোমবার শুরু হবে ঘাসের কোর্টে এই টুর্নামেন্ট।
কদিন পর শুরু হতে যাওয়া উইম্বলডনে রাফায়েল নাদাল ও নোভাক জোকোভিচ কখন মুখোমুখি হতে পারেন সেটা জানা গেছে গতকাল। সব ঠিকঠাক এগোলে তাঁদের একমাত্র ম্যাচটি হতে পারে ফাইনালে। অবশ্য ফাইনালে ধ্রুপদি লড়াই দেখতে হলে এই দুজনকে সেমিফাইনাল পর্যন্ত নিজেদের সবগুলোয় খেলায় জিততে তবে। কারণ এবার উইম্বলডনে দুই তারকার নাম আছে আলাদা আলাদা ক্যাটাগরিতে।
শীর্ষ বাছাই দানিয়েল মেদভেদেভ নিজেকে সরিয়ে নিয়েছেন প্রতিযোগিতা থেকে। আর ফ্রেঞ্চ ওপেনের ইনজুরির কারণে খেলতে পারছেন না দ্বিতীয় বাছাই আলেক্সজেন্ডার জভেরেভ। দুই টেনিস কিংবদন্তি জোকোভিচ ও নাদাল খেলবেন ১ ও ২ নম্বর হয়ে। আর এ কারণেই তাঁরা ফাইনালের আগে মুখোমুখি হচ্ছেন না উইম্বলডনে।
নাদালের উইম্বলডনে খেলা নিয়ে ছিল সংশয়। রেকর্ড ১৪ বার সদ্যসমাপ্ত ফ্রেঞ্চ ওপেন জিতেছেন চোট নিয়ে। শঙ্কা কাটিয়ে শেষ পর্যন্ত উইম্বলডনে অংশ নিচ্ছেন। এর আগে দুবার এই শিরোপা জিতেছেন। ২২ গ্র্যান্ড স্লাম বিজয়ী নাদাল লন্ডনে পৌঁছে জোর প্রস্তুতিও শুরু করেছেন।
এর আগে ফ্রেঞ্চ ওপেনে কোয়ার্টার ফাইনালে নাদালের কাছে হেরেছেন জোকোভিচ। আর অস্ট্রেলিয়া ওপেনে নামতে পারেননি করোনার টিকা না নেওয়ায়। উইম্বলডনের বর্তমান চ্যাম্পিয়ন সার্বিয়ান তারকা কোর্টে নামবেন সপ্তম শিরোপা জয়ের লক্ষ্যে। গ্র্যান্ড স্লাম জিততে নিজেকে অনুশীলনে ব্যস্ত রেখেছেন গত সোমবার থেকে। আগামী সোমবার শুরু হবে ঘাসের কোর্টে এই টুর্নামেন্ট।
প্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
৩ ঘণ্টা আগেহাতের ব্যাটকে তলোয়ার বানালেন ডেওয়াল্ড ব্রেভিস। কচু কাটা করলেন অস্ট্রেলিয়ার বোলারদের। ৪১ বলে সেঞ্চুরি ছুঁয়ে খেললেন রেকর্ড ১২৫ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ এই ইনিংসই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যবধান গড়ে দিয়েছে। ৫৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
৪ ঘণ্টা আগেএকেকটা পাসের পর হতাশা ঝাড়ছিলেন সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষে দীর্ঘদেহী ফুটবলারদের সামনে কোনোভাবেই পেরে উঠছিলেন না বাকিরা। যা লড়াই করার তা দেখা গেছে শুধু দিয়াবাতের মধ্যে। দিন শেষে বিফলেই যায় তা। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউন
৪ ঘণ্টা আগেবিশ্বকাপ কিংবা অলিম্পিকের মতো বড় প্রতিযোগিতায় সাফল্যের জন্য কমবেশি সব দেশেই পুরস্কৃত করা হয় খেলোয়াড়দের। তবে আফ্রিকান নেশনস চ্যাম্পিয়নশিপকে ঘিরেই নিজ দেশের ফুটবলারদের আর্থিক বোনাসের ঘোষণা দিয়েছেন কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো। প্রতিটি ম্যাচ জয়ের জন্য কেনিয়ার খেলোয়াড়েরা পাবেন বাড়তি অর্থ।
৬ ঘণ্টা আগে