Ajker Patrika

আবারও উইম্বলডনে ফিরতে চান ফেদেরার

আবারও উইম্বলডনে ফিরতে চান ফেদেরার

লম্বা সময় ধরে টেনিস কোর্টের বাইরে রজার ফেদেরার। হাঁটুর চোট কোর্টে ফিরতেই দিচ্ছে না তাঁকে। এরপরও অবশ্য হাল ছাড়তে চান না এই সুইস কিংবদন্তি। আবার ফিরতে চান কোর্টে। বিশেষ করে উইম্বলডনে আরেকবার খেলতে চান তিনি। 

উইম্বলডনের সঙ্গে ফেদেরারের সম্পর্কটা বরাবরই মধুর। ঘাসের কোর্টে রেকর্ড ৮ বার শিরোপা জিতেছেন ২০ গ্র্যান্ড স্লামজয়ী তারকা। এই কোর্টেই আরেকবার শিরোপা উঁচিয়ে ধরার ইচ্ছে তাঁর। 

ফেদেরার ও জোকোভিচসেন্টার কোর্টের ১০০ বছর পূর্তিতে এসে ফেদেরার বলেন, ‘বাকি সব চ্যাম্পিয়নদের সঙ্গে এখানে আসতে পারাটা দারুণ ব্যাপার। এই কোর্টে অনেক ম্যাচ খেলতে পেরে আমি ভাগ্যবান। ভিন্ন এক পরিচয়ে এখানে আসাটা একটু অন্য রকম, আবার অন্য চ্যাম্পিয়নদের সঙ্গে আসাটা আনন্দেরও। আমি আশা করি, এখানে আরেকবার ফিরতে পারব।’ 

উইম্বলডনের বিশেষ অনুষ্ঠানে ফেদেরারএদিন চ্যাম্পিয়নদের আগমনে উৎসবের আমেজে জমে উঠেছিল উইম্বলডন প্রাঙ্গণ। ফেদেরার ছাড়াও এদিন উপস্থিত ছিলেন নোভাক জোকোভিচ, রাফায়েল নাদাল, ভেনাস উইলিয়ামস, বিয়ন বোর্গ, রড লেভারসহ শিরোপাজয়ী অনেকেই। অনুষ্ঠানের একপর্যায়ে ফেদেরার ও জোকোভিচকে আলাদাভাবে শুভেচ্ছা বিনিময় করতেও দেখা যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত