দুবাইয়ে পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছিলেন ইউক্রেনের সাবেক টেনিস খেলোয়াড় সার্জি স্তারকোভস্কি। কিন্তু রাশিয়া ইউক্রেন আক্রমণ করলে দেশমাতৃকার টানে দুবাইয়ে থাকতে পারেননি। সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত বদলে যুদ্ধে অংশ নিতে দেশে ফেরেন স্তারকোভস্কি।
স্ত্রী ও তিন সন্তানকে হাঙ্গেরিতে রেখে ইউক্রেনে যান স্তারকোভস্কি। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের রাজধানী কিয়েভের দায়িত্বে আছেন স্তারকোভস্কি। রাশিয়ার সৈন্য কিয়েভে ঢুকলে দেশকে বাঁচাতে যা করা প্রয়োজন, সবকিছু করতে প্রস্তুত বলে জানিয়েছেন তিনি। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে স্তারকোভস্কি জানিয়েছেন, ইউক্রেনের নাগরিক ও শিশুদের বাঁচানোর চেষ্টা করবেন তিনি।
স্তারকোভস্কি বলেন, ‘আমি এখানে জন্মেছি। আমার দাদা-দাদিকে এখানে কবর দেওয়া হয়েছে। আমি এমন ইতিহাস তৈরি করতে চাই, যা আমার সন্তানদের বলতে পারব। রাশিয়ার দেওয়া স্বাধীনতা আমরা চাই না। সবার স্বাধীনতা রয়েছে। রাশিয়া এই দেশকে গরিব করতে চায়।’
৩৬ বছর বয়সী স্তারকোভস্কি পরিবার ছেড়ে চলে আসায় তাঁর মধ্যে অপরাধবোধ কাজ করছে। তিনি বলেন, ‘এই সিদ্ধান্ত নেওয়া আমার পক্ষে সহজ ছিল না। আমার স্ত্রী রয়েছে, তিন সন্তান রয়েছে। বাড়িতে থাকলে অপরাধবোধ কাজ করত দেশে না ফেরার জন্য, এখন অপরাধবোধ কাজ করছে বাড়ি ছেড়ে আসার জন্য।’
স্তারকোভস্কি জানিয়েছেন তাঁর স্ত্রী এই সিদ্ধান্ত সহজে মেনে নিতে পারেননি। তিনি বলেন, ‘আমার স্ত্রী পাগল হয়ে গিয়েছিল। আমি কেন আসছি সেটা সে বুঝতে পেরেছে। কিন্তু তার কাছে এটা বিশ্বাসঘাতকতা। আমি বুঝতে পারছি কেন ও এমন ভাবছে। আমার সন্তানদের কিছু জানাইনি। তবে ওরা হয়তো বুঝে যাবে।’
দুবাইয়ে পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছিলেন ইউক্রেনের সাবেক টেনিস খেলোয়াড় সার্জি স্তারকোভস্কি। কিন্তু রাশিয়া ইউক্রেন আক্রমণ করলে দেশমাতৃকার টানে দুবাইয়ে থাকতে পারেননি। সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত বদলে যুদ্ধে অংশ নিতে দেশে ফেরেন স্তারকোভস্কি।
স্ত্রী ও তিন সন্তানকে হাঙ্গেরিতে রেখে ইউক্রেনে যান স্তারকোভস্কি। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের রাজধানী কিয়েভের দায়িত্বে আছেন স্তারকোভস্কি। রাশিয়ার সৈন্য কিয়েভে ঢুকলে দেশকে বাঁচাতে যা করা প্রয়োজন, সবকিছু করতে প্রস্তুত বলে জানিয়েছেন তিনি। এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে স্তারকোভস্কি জানিয়েছেন, ইউক্রেনের নাগরিক ও শিশুদের বাঁচানোর চেষ্টা করবেন তিনি।
স্তারকোভস্কি বলেন, ‘আমি এখানে জন্মেছি। আমার দাদা-দাদিকে এখানে কবর দেওয়া হয়েছে। আমি এমন ইতিহাস তৈরি করতে চাই, যা আমার সন্তানদের বলতে পারব। রাশিয়ার দেওয়া স্বাধীনতা আমরা চাই না। সবার স্বাধীনতা রয়েছে। রাশিয়া এই দেশকে গরিব করতে চায়।’
৩৬ বছর বয়সী স্তারকোভস্কি পরিবার ছেড়ে চলে আসায় তাঁর মধ্যে অপরাধবোধ কাজ করছে। তিনি বলেন, ‘এই সিদ্ধান্ত নেওয়া আমার পক্ষে সহজ ছিল না। আমার স্ত্রী রয়েছে, তিন সন্তান রয়েছে। বাড়িতে থাকলে অপরাধবোধ কাজ করত দেশে না ফেরার জন্য, এখন অপরাধবোধ কাজ করছে বাড়ি ছেড়ে আসার জন্য।’
স্তারকোভস্কি জানিয়েছেন তাঁর স্ত্রী এই সিদ্ধান্ত সহজে মেনে নিতে পারেননি। তিনি বলেন, ‘আমার স্ত্রী পাগল হয়ে গিয়েছিল। আমি কেন আসছি সেটা সে বুঝতে পেরেছে। কিন্তু তার কাছে এটা বিশ্বাসঘাতকতা। আমি বুঝতে পারছি কেন ও এমন ভাবছে। আমার সন্তানদের কিছু জানাইনি। তবে ওরা হয়তো বুঝে যাবে।’
হংকংয়ের বিপক্ষে আগের চার দেখায় একবারও জিততে পারেনি বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাইয়ের লড়াইয়ে এবার ছয়দিনের ব্যবধানে মুখোমুখি হচ্ছে দুবার। র্যাঙ্কিংয়ের বিচারে বাংলাদেশের (১৮৪) চেয়ে ৩৮ ধাপ এগিয়ে আছে হংকং (১৪৬)। অতীতে না ডুবে থেকে শমিত শোম বরং থাকতে চাইছেন বর্তমানে। দুই ম্যাচেই হংকংকে হারাতে দৃঢ়প্রতিজ্ঞ ২৮
২ ঘণ্টা আগেবিসিবির স্কুল ক্রিকেট অনেক আগে থেকে চালু আছে। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আরও খুদে প্রতিভা তুলে আনতে বিসিবির পরিকল্পনা—মাদ্রাসাশিক্ষার্থীদের জন্য আলাদা ক্রিকেট চালু করা।
২ ঘণ্টা আগেহান্সি ফ্লিকের অধীনে হাই লাইন ডিফেন্সে খেলছে বার্সেলোনা। যেটা চ্যাম্পিয়নস লিগের মতো ইউরোপ সেরার আসর থেকে কাতালানদের বিদায়ের কারণ হতে পারে বলে মনে করেন টনি ক্রুস। বিষয়টি নিয়ে স্প্যানিশ জায়ান্টদের সতর্ক করে দিলেন রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা ফুটবলার।
৩ ঘণ্টা আগেইংল্যান্ড ইনিংসের ২৩তম ওভারের প্রথম বলে ফাহিমা খাতুন ফিরিয়ে দিলেন ইমা ল্যাম্বকে। তখন বাংলাদেশ শিবিরে কী উল্লাস। ৭৮ রানেই ইংলিশদের ৫ উইকেট গায়েব! জয়ের জন্য তখনো ইংল্যান্ডের দরকার ছিল ১০১ রান!
৩ ঘণ্টা আগে