ক্রীড়া ডেস্ক
হান্সি ফ্লিকের অধীনে হাই লাইন ডিফেন্সে খেলছে বার্সেলোনা। যেটা চ্যাম্পিয়নস লিগের মতো ইউরোপ সেরার আসর থেকে কাতালানদের বিদায়ের কারণ হতে পারে বলে মনে করেন টনি ক্রুস। বিষয়টি নিয়ে স্প্যানিশ জায়ান্টদের সতর্ক করে দিলেন রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা ফুটবলার।
হাই লাইন ডিফেন্স কতটা ভয়ঙ্কর হতে পারে সম্প্রতি সেটা হাড়েহাড়ে টের পেয়েছে বার্সা। চ্যাম্পিনয়স লিগে পিএসজির পর লা লিগায় সেভিয়ার কাছে হেরেছে তারা। লিগে বারবার ফ্লিকের এই পদ্ধতির কারণে বিপদে না পড়তে হলেও চ্যাম্পিয়নস লিগের হিসেব ভিন্ন বলে মনে করেন ক্রুস। এই পদ্ধতি থেকে সরে না আসলে ইউরোপ সেরার মঞ্চে বার্সা বেশিদূর যেতে পারবে না বলেই বিশ্বাস জার্মান কিংবদন্তির।
ক্রুস বলেন, ‘বার্সা সবচেয়ে আকর্ষণীয় স্টাইলগুলির মধ্যে একটিতে খেলছে। কিন্তু আমার মনে হয় তারা অনেক ঝুঁকি নিচ্ছে। পেদ্রি, ইয়ামাল, রাফিনহাদের খারাপ দিনে যেকোনো দল তাদের ক্ষতি করতে পারে। ‘
এক সময় রিয়ালের মাঝমাঠের এই ভরসা আরও বলেন, ‘হাই লাইন ডিফেন্স পদ্ধতি বার্সার চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের কারণ হতে পারে। গত আসরে ইন্টার মিলানের বিপক্ষে তাদের সঙ্গে এটাই হয়েছি। এবার মাত্র শেষ ষোলতে উঠার লড়াই চলেছ। কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল অথবা ফাইনাল–কোনো এক সময় তারা এমন প্রতিপক্ষের মুখোমুখি হবে যখন তাদের এই পদ্ধতিতে খেলার জন্য বাদ পড়তে হবে। চ্যাম্পিয়ন্স লিগে তাদের সাথে এমন কিছু ঘটার সম্ভাবনা খুবই বেশি। তবে লা লিগাতে এমন কিছু হবে না। কারণ লিগে অন্যান্য দলের তুলনায় তারা অনেক বেশি শক্তিশালী।’
এর আগে চ্যাম্পিয়নস লিগে মৌসুমের দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে পিএসজির কাছে ২–১ গোলে হেরে যায় বার্সা। ১৯ মিনিটে ফেররান তরেস স্বাগতিকদের এগিয়ে নেন। ৩৮ মিনিটে সেনি মায়ুলু অতিথিদের ম্যাচে ফেরান। এরপর ম্যাচের লাগাম টেনে ধরে পিএসজি। বিশেষ করে বিরতির পর তাদের দাপুটে ফুটবলের কাছে পাত্তাই পায়নি বার্সা। এরপরও হাই লাইন ডিফেন্স থেকে সরে আসেনি তারা। সেই সুযোগে ৯০ মিনিটে ব্যবধান গড়ে দেওয়া গোলটি আদায় করে নেয় পিএসজি। এজন্য ম্যাচের পর ফ্লিকের সমালোচনা করেছিলেন ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার থিয়েরি অঁরি, ‘এভাবে হাই লাইন ডিফেন্স নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ খেলা যায় না। আমি দুঃখিত।’
হান্সি ফ্লিকের অধীনে হাই লাইন ডিফেন্সে খেলছে বার্সেলোনা। যেটা চ্যাম্পিয়নস লিগের মতো ইউরোপ সেরার আসর থেকে কাতালানদের বিদায়ের কারণ হতে পারে বলে মনে করেন টনি ক্রুস। বিষয়টি নিয়ে স্প্যানিশ জায়ান্টদের সতর্ক করে দিলেন রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা ফুটবলার।
হাই লাইন ডিফেন্স কতটা ভয়ঙ্কর হতে পারে সম্প্রতি সেটা হাড়েহাড়ে টের পেয়েছে বার্সা। চ্যাম্পিনয়স লিগে পিএসজির পর লা লিগায় সেভিয়ার কাছে হেরেছে তারা। লিগে বারবার ফ্লিকের এই পদ্ধতির কারণে বিপদে না পড়তে হলেও চ্যাম্পিয়নস লিগের হিসেব ভিন্ন বলে মনে করেন ক্রুস। এই পদ্ধতি থেকে সরে না আসলে ইউরোপ সেরার মঞ্চে বার্সা বেশিদূর যেতে পারবে না বলেই বিশ্বাস জার্মান কিংবদন্তির।
ক্রুস বলেন, ‘বার্সা সবচেয়ে আকর্ষণীয় স্টাইলগুলির মধ্যে একটিতে খেলছে। কিন্তু আমার মনে হয় তারা অনেক ঝুঁকি নিচ্ছে। পেদ্রি, ইয়ামাল, রাফিনহাদের খারাপ দিনে যেকোনো দল তাদের ক্ষতি করতে পারে। ‘
এক সময় রিয়ালের মাঝমাঠের এই ভরসা আরও বলেন, ‘হাই লাইন ডিফেন্স পদ্ধতি বার্সার চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের কারণ হতে পারে। গত আসরে ইন্টার মিলানের বিপক্ষে তাদের সঙ্গে এটাই হয়েছি। এবার মাত্র শেষ ষোলতে উঠার লড়াই চলেছ। কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল অথবা ফাইনাল–কোনো এক সময় তারা এমন প্রতিপক্ষের মুখোমুখি হবে যখন তাদের এই পদ্ধতিতে খেলার জন্য বাদ পড়তে হবে। চ্যাম্পিয়ন্স লিগে তাদের সাথে এমন কিছু ঘটার সম্ভাবনা খুবই বেশি। তবে লা লিগাতে এমন কিছু হবে না। কারণ লিগে অন্যান্য দলের তুলনায় তারা অনেক বেশি শক্তিশালী।’
এর আগে চ্যাম্পিয়নস লিগে মৌসুমের দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে পিএসজির কাছে ২–১ গোলে হেরে যায় বার্সা। ১৯ মিনিটে ফেররান তরেস স্বাগতিকদের এগিয়ে নেন। ৩৮ মিনিটে সেনি মায়ুলু অতিথিদের ম্যাচে ফেরান। এরপর ম্যাচের লাগাম টেনে ধরে পিএসজি। বিশেষ করে বিরতির পর তাদের দাপুটে ফুটবলের কাছে পাত্তাই পায়নি বার্সা। এরপরও হাই লাইন ডিফেন্স থেকে সরে আসেনি তারা। সেই সুযোগে ৯০ মিনিটে ব্যবধান গড়ে দেওয়া গোলটি আদায় করে নেয় পিএসজি। এজন্য ম্যাচের পর ফ্লিকের সমালোচনা করেছিলেন ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার থিয়েরি অঁরি, ‘এভাবে হাই লাইন ডিফেন্স নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ খেলা যায় না। আমি দুঃখিত।’
হংকংয়ের বিপক্ষে আগের চার দেখায় একবারও জিততে পারেনি বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাইয়ের লড়াইয়ে এবার ছয়দিনের ব্যবধানে মুখোমুখি হচ্ছে দুবার। র্যাঙ্কিংয়ের বিচারে বাংলাদেশের (১৮৪) চেয়ে ৩৮ ধাপ এগিয়ে আছে হংকং (১৪৬)। অতীতে না ডুবে থেকে শমিত শোম বরং থাকতে চাইছেন বর্তমানে। দুই ম্যাচেই হংকংকে হারাতে দৃঢ়প্রতিজ্ঞ ২৮
২ ঘণ্টা আগেবিসিবির স্কুল ক্রিকেট অনেক আগে থেকে চালু আছে। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আরও খুদে প্রতিভা তুলে আনতে বিসিবির পরিকল্পনা—মাদ্রাসাশিক্ষার্থীদের জন্য আলাদা ক্রিকেট চালু করা।
২ ঘণ্টা আগেইংল্যান্ড ইনিংসের ২৩তম ওভারের প্রথম বলে ফাহিমা খাতুন ফিরিয়ে দিলেন ইমা ল্যাম্বকে। তখন বাংলাদেশ শিবিরে কী উল্লাস। ৭৮ রানেই ইংলিশদের ৫ উইকেট গায়েব! জয়ের জন্য তখনো ইংল্যান্ডের দরকার ছিল ১০১ রান!
৩ ঘণ্টা আগেদুটি টেস্ট এবং তিনটি টি–টোয়েন্টি খেলতে নভেম্বরের প্রথম সপ্তাহে বাংলাদেশ সফরে আসবে আয়ারল্যান্ড। আলাদা দুটি সিরিজের জন্য আজ দল ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড। আইরিশদের সাদা পোশাকের দলে জায়গা হয়েছে ৫ অনভিষিক্ত ক্রিকেটারের।
৩ ঘণ্টা আগে