চীনে বন্ধ করা হলো নারীদের টেনিসের সকল আয়োজন। গতকাল এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন ওমেন টেনিস অ্যাসোসিয়েশনের (ডব্লিউটি) চেয়ারম্যান স্টিভ সিমন। মূলত নারী খেলোয়াড়দের নিরাপত্তা দিতে না পারার অভিযোগ এনে বাতিল করা হলো প্রতিযোগিতাগুলো। দেশটির শীর্ষ তারকা পেং শুয়াই নিখোঁজ হওয়ার পর থেকে নারী খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় ছিল ক্রীড়া দুনিয়া।
টেনিস তারকা শুয়াই নিখোঁজ হওয়ার পর থেকেই উত্তপ্ত ছিল টেনিস বিশ্ব। সেরেনা উইলিয়ামসসহ অনেক শীর্ষ তারকা এই ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এরপর শুয়াইকে খুঁজে পাওয়া গেলেও থামছিল না উত্তেজনা। সেই জেরে এবার নিষিদ্ধ হলো চীনে নারীদের টেনিসের সব প্রতিযোগিতা। প্রতিযোগিতা বন্ধের বিবৃতিতে সিমন বলেন, ‘আমি তাৎক্ষণিকভাবে চীন ও হংকংয়ে ডব্লিউটিএর সব প্রতিযোগিতা বন্ধ ঘোষণা করছি।’
আয়োজন বন্ধের যৌক্তিকতা তুলে ধরে সিমন আরও বলেন, ‘একজন বিবেকবান মানুষ হিসেবে আমি সেখানে অ্যাথলেটদের খেলতে যেতে দিতে পারি না, যেখানে পেং শুয়াইয়ের মতো একজন খেলোয়াড় মুক্তভাবে কথা বলতে পারে না। এমনকি তাঁকে যৌন নির্যাতনের অভিযোগ তুলে নিতে চাপও দেওয়া হয়েছিল।’
এর আগে চীনের সাবেক উপপ্রধানমন্ত্রী ঝাং গাওলির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনার পর হঠাৎ করেই নিখোঁজ হন শুয়াই। পরে এক বিবৃতিতে শুয়াইয়ের নিরাপদে থাকার বিষয়টি নিশ্চিত করে আইওসি। বিবৃতিতে জানানো হয়, ৩০ মিনিটের ফোন কলে সুরক্ষিত থাকার কথা নিজেই জানিয়েছেন শুয়াই।
চীনে বন্ধ করা হলো নারীদের টেনিসের সকল আয়োজন। গতকাল এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন ওমেন টেনিস অ্যাসোসিয়েশনের (ডব্লিউটি) চেয়ারম্যান স্টিভ সিমন। মূলত নারী খেলোয়াড়দের নিরাপত্তা দিতে না পারার অভিযোগ এনে বাতিল করা হলো প্রতিযোগিতাগুলো। দেশটির শীর্ষ তারকা পেং শুয়াই নিখোঁজ হওয়ার পর থেকে নারী খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় ছিল ক্রীড়া দুনিয়া।
টেনিস তারকা শুয়াই নিখোঁজ হওয়ার পর থেকেই উত্তপ্ত ছিল টেনিস বিশ্ব। সেরেনা উইলিয়ামসসহ অনেক শীর্ষ তারকা এই ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এরপর শুয়াইকে খুঁজে পাওয়া গেলেও থামছিল না উত্তেজনা। সেই জেরে এবার নিষিদ্ধ হলো চীনে নারীদের টেনিসের সব প্রতিযোগিতা। প্রতিযোগিতা বন্ধের বিবৃতিতে সিমন বলেন, ‘আমি তাৎক্ষণিকভাবে চীন ও হংকংয়ে ডব্লিউটিএর সব প্রতিযোগিতা বন্ধ ঘোষণা করছি।’
আয়োজন বন্ধের যৌক্তিকতা তুলে ধরে সিমন আরও বলেন, ‘একজন বিবেকবান মানুষ হিসেবে আমি সেখানে অ্যাথলেটদের খেলতে যেতে দিতে পারি না, যেখানে পেং শুয়াইয়ের মতো একজন খেলোয়াড় মুক্তভাবে কথা বলতে পারে না। এমনকি তাঁকে যৌন নির্যাতনের অভিযোগ তুলে নিতে চাপও দেওয়া হয়েছিল।’
এর আগে চীনের সাবেক উপপ্রধানমন্ত্রী ঝাং গাওলির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনার পর হঠাৎ করেই নিখোঁজ হন শুয়াই। পরে এক বিবৃতিতে শুয়াইয়ের নিরাপদে থাকার বিষয়টি নিশ্চিত করে আইওসি। বিবৃতিতে জানানো হয়, ৩০ মিনিটের ফোন কলে সুরক্ষিত থাকার কথা নিজেই জানিয়েছেন শুয়াই।
হংকংয়ের বিপক্ষে আগের চার দেখায় একবারও জিততে পারেনি বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাইয়ের লড়াইয়ে এবার ছয়দিনের ব্যবধানে মুখোমুখি হচ্ছে দুবার। র্যাঙ্কিংয়ের বিচারে বাংলাদেশের (১৮৪) চেয়ে ৩৮ ধাপ এগিয়ে আছে হংকং (১৪৬)। অতীতে না ডুবে থেকে শমিত শোম বরং থাকতে চাইছেন বর্তমানে। দুই ম্যাচেই হংকংকে হারাতে দৃঢ়প্রতিজ্ঞ ২৮
৫ ঘণ্টা আগেবিসিবির স্কুল ক্রিকেট অনেক আগে থেকে চালু আছে। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আরও খুদে প্রতিভা তুলে আনতে বিসিবির পরিকল্পনা—মাদ্রাসাশিক্ষার্থীদের জন্য আলাদা ক্রিকেট চালু করা।
৫ ঘণ্টা আগেহান্সি ফ্লিকের অধীনে হাই লাইন ডিফেন্সে খেলছে বার্সেলোনা। যেটা চ্যাম্পিয়নস লিগের মতো ইউরোপ সেরার আসর থেকে কাতালানদের বিদায়ের কারণ হতে পারে বলে মনে করেন টনি ক্রুস। বিষয়টি নিয়ে স্প্যানিশ জায়ান্টদের সতর্ক করে দিলেন রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা ফুটবলার।
৬ ঘণ্টা আগেইংল্যান্ড ইনিংসের ২৩তম ওভারের প্রথম বলে ফাহিমা খাতুন ফিরিয়ে দিলেন ইমা ল্যাম্বকে। তখন বাংলাদেশ শিবিরে কী উল্লাস। ৭৮ রানেই ইংলিশদের ৫ উইকেট গায়েব! জয়ের জন্য তখনো ইংল্যান্ডের দরকার ছিল ১০১ রান!
৭ ঘণ্টা আগে