নিজস্ব প্রতিবেদক, ঢাকা
জৈব সুরক্ষাবলয়ে থেকে তিন দিনের রুম কোয়ারেন্টিন শেষে শেরেবাংলার মুক্ত আকাশে সাকিব–সৌম্যরা। শুরু হয়ে গেল অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াইয়ের প্রস্তুতি। নির্ধারিত সময় সকাল ১০টার কিছু আগেই স্টেডিয়ামে চলে আসে টিম বাংলাদেশ। এসেই চিরায়ত নিয়মে আগেই উইকেট দেখে নিলেন কোচ রাসেল ডমিঙ্গো। খানিক বাদেই অধিনায়ক মাহমুদউল্লাহও উইকেট দেখে নিয়ে কোচের সঙ্গে আলোচনা শুরু করেন। অস্ট্রেলিয়া–বধের আলোচনা।
অনুশীলনের শুরুতেই ছোট একটা টিম মিটিংয়ে অংশ নেন ক্রিকেটাররা। শুরুতেই প্রায় ১৫ মিনিট হালকা দৌড়ে গা গরম করে নেন ক্রিকেটাররা। এর পরই ফুটবল খেলে ঘাম ঝরালেন খেলোয়াড়েরা। সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ সাবাই এই অনুশীলেন অংশ নিলেও সেখানে ছিলেন না মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার, মোস্তাফিজুর রহমান ও মোসাদ্দেক হোসেন।
প্রায় ১৫ মিনিট ধরে চলে ফুটবল খেলা। এর পরই শুরু হয় মূল প্রস্তুতি। রাসেল ডমিঙ্গো, রায়ান কুক ও ওটিস গিবসন তিনটি দলে ভাগ হয়ে ক্যাচিং ও থ্রোয়িং অনুশীলন করান। এখানে ছিলেন না মোসাদ্দেক। জানা গেছে, মাঠে এলেও অনুশীলন করেননি তিনি। মাঠের এক কোণে আলাদা করে উইকেটকিপিং অনুশীলন করেন নুরুল হাসান সোহান। প্রায় ৩০ মিনিট ধরে অনুশীলনের পর শুরু হয় বৃষ্টি।
বৃষ্টিতে আধা ঘণ্টার মতো বন্ধ থাকে অনুশীলন। বৃষ্টি থেমে গেলে ক্রিকেটাররা চলে যান ইনডোরে অনুশীলনের জন্য। সেখানে বাইরের উইকেট ও ভেতরের উইকেটে অনুশীলন করেন প্রায় সবাই। এরপর শেষ হয় সাকিবদের প্রথম দিনের অনুশীলন।
জৈব সুরক্ষাবলয়ে থেকে তিন দিনের রুম কোয়ারেন্টিন শেষে শেরেবাংলার মুক্ত আকাশে সাকিব–সৌম্যরা। শুরু হয়ে গেল অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াইয়ের প্রস্তুতি। নির্ধারিত সময় সকাল ১০টার কিছু আগেই স্টেডিয়ামে চলে আসে টিম বাংলাদেশ। এসেই চিরায়ত নিয়মে আগেই উইকেট দেখে নিলেন কোচ রাসেল ডমিঙ্গো। খানিক বাদেই অধিনায়ক মাহমুদউল্লাহও উইকেট দেখে নিয়ে কোচের সঙ্গে আলোচনা শুরু করেন। অস্ট্রেলিয়া–বধের আলোচনা।
অনুশীলনের শুরুতেই ছোট একটা টিম মিটিংয়ে অংশ নেন ক্রিকেটাররা। শুরুতেই প্রায় ১৫ মিনিট হালকা দৌড়ে গা গরম করে নেন ক্রিকেটাররা। এর পরই ফুটবল খেলে ঘাম ঝরালেন খেলোয়াড়েরা। সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ সাবাই এই অনুশীলেন অংশ নিলেও সেখানে ছিলেন না মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার, মোস্তাফিজুর রহমান ও মোসাদ্দেক হোসেন।
প্রায় ১৫ মিনিট ধরে চলে ফুটবল খেলা। এর পরই শুরু হয় মূল প্রস্তুতি। রাসেল ডমিঙ্গো, রায়ান কুক ও ওটিস গিবসন তিনটি দলে ভাগ হয়ে ক্যাচিং ও থ্রোয়িং অনুশীলন করান। এখানে ছিলেন না মোসাদ্দেক। জানা গেছে, মাঠে এলেও অনুশীলন করেননি তিনি। মাঠের এক কোণে আলাদা করে উইকেটকিপিং অনুশীলন করেন নুরুল হাসান সোহান। প্রায় ৩০ মিনিট ধরে অনুশীলনের পর শুরু হয় বৃষ্টি।
বৃষ্টিতে আধা ঘণ্টার মতো বন্ধ থাকে অনুশীলন। বৃষ্টি থেমে গেলে ক্রিকেটাররা চলে যান ইনডোরে অনুশীলনের জন্য। সেখানে বাইরের উইকেট ও ভেতরের উইকেটে অনুশীলন করেন প্রায় সবাই। এরপর শেষ হয় সাকিবদের প্রথম দিনের অনুশীলন।
হংকংয়ের বিপক্ষে আগের চার দেখায় একবারও জিততে পারেনি বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাইয়ের লড়াইয়ে এবার ছয়দিনের ব্যবধানে মুখোমুখি হচ্ছে দুবার। র্যাঙ্কিংয়ের বিচারে বাংলাদেশের (১৮৪) চেয়ে ৩৮ ধাপ এগিয়ে আছে হংকং (১৪৬)। অতীতে না ডুবে থেকে শমিত শোম বরং থাকতে চাইছেন বর্তমানে। দুই ম্যাচেই হংকংকে হারাতে দৃঢ়প্রতিজ্ঞ ২৮
৭ ঘণ্টা আগেবিসিবির স্কুল ক্রিকেট অনেক আগে থেকে চালু আছে। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আরও খুদে প্রতিভা তুলে আনতে বিসিবির পরিকল্পনা—মাদ্রাসাশিক্ষার্থীদের জন্য আলাদা ক্রিকেট চালু করা।
৭ ঘণ্টা আগেহান্সি ফ্লিকের অধীনে হাই লাইন ডিফেন্সে খেলছে বার্সেলোনা। যেটা চ্যাম্পিয়নস লিগের মতো ইউরোপ সেরার আসর থেকে কাতালানদের বিদায়ের কারণ হতে পারে বলে মনে করেন টনি ক্রুস। বিষয়টি নিয়ে স্প্যানিশ জায়ান্টদের সতর্ক করে দিলেন রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা ফুটবলার।
৮ ঘণ্টা আগেইংল্যান্ড ইনিংসের ২৩তম ওভারের প্রথম বলে ফাহিমা খাতুন ফিরিয়ে দিলেন ইমা ল্যাম্বকে। তখন বাংলাদেশ শিবিরে কী উল্লাস। ৭৮ রানেই ইংলিশদের ৫ উইকেট গায়েব! জয়ের জন্য তখনো ইংল্যান্ডের দরকার ছিল ১০১ রান!
৮ ঘণ্টা আগে