হাসি, কান্না ও অঘটনে কেটেছে অলিম্পিকের প্রথম দিন। সকালে নারীদের ১০ মিটার এয়ার রাইফেলে চীনের ইয়ান কিয়ান স্বর্ণপদক জেতা দিয়ে শুরু এবারের পদক জয়ের লড়াই। প্রথম দিনেই চীনের ঘরে গেছে ৩ সোনা। চীন ছাড়া আরও ৮টি দেশ প্রথম দিন সোনা জিতেছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মাঝে প্রথম পদক জিতেছে ভারত। ভারোত্তলনে ভারতকে পদক এনে দেন মীরাবাঈ চানু। তবে জয়–পরাজয়ের আনন্দ–বেদনার মাঝে উত্তাপ ছড়িয়েছে টোকিও উষ্ণ আবহাওয়া ও আর্দ্রতা।
এদিন দারুণভাবে ক্যালেন্ডার গোল্ডেন স্লামের পথে যাত্রা শুরু করেছেন নোভাক জোকোভিচ। শুরুর দিন বলিভিয়ার হুগো ডেলিয়েনকে ৬–২,৬–২ গেমে হারিয়েছেন সার্বিয়ান সুপারস্টার। তবে জোকোভিচের এই জয়ের পর আলোচনায় এসেছে টোকিওর আবহাওয়া। অবশ্য জোকোভিচের আগেই টোকিওর গরম নিয়ে আপত্তির কথা জানান রাশিয়ান টেনিস তারকা দানিল মেদভেদেভ। বলেছেন, এটা তাঁর বাজে অভিজ্ঞতাগুলো একটি। মেদভেদেভের সঙ্গে এক মত পোষণ করে জোকোভিচ বলেছেন, ‘আর্দ্রতা এখানে ভয়ংকর! আমি তাঁর (মেদভেদেভ) সঙ্গে শতভাগ একমত।’
জোকোভিচ আরও যোগ করেছেন, ‘সম্ভবত আইটিএফ (ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন) ভালো বলতে পারবে, কেন তারা দিনের মাঝামাঝিতে ম্যাচের সময় বেছে নিয়েছে। তারা ম্যাচের সময় বদলাবে কি না জানি না। করলে সেটা ভালো হয়।’
জোকোভিচ ও মেদভেদেভের সঙ্গে একই সুরে গরম আবহাওয়া নিয়ে আপত্তি তুলেছেন কানাডিয়ান সাইক্লিস্ট মাইকেল উডস ও অস্ট্রেলিয়ান সাইক্লিস্ট রিচিয়ে পোর্টে। পোর্টে বলেছেন, ‘গরম এবং অন্য সব মিলিয়ে এটা বাইকে আমার সবচেয়ে কঠিন দিন ছিল।’
হাসি, কান্না ও অঘটনে কেটেছে অলিম্পিকের প্রথম দিন। সকালে নারীদের ১০ মিটার এয়ার রাইফেলে চীনের ইয়ান কিয়ান স্বর্ণপদক জেতা দিয়ে শুরু এবারের পদক জয়ের লড়াই। প্রথম দিনেই চীনের ঘরে গেছে ৩ সোনা। চীন ছাড়া আরও ৮টি দেশ প্রথম দিন সোনা জিতেছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মাঝে প্রথম পদক জিতেছে ভারত। ভারোত্তলনে ভারতকে পদক এনে দেন মীরাবাঈ চানু। তবে জয়–পরাজয়ের আনন্দ–বেদনার মাঝে উত্তাপ ছড়িয়েছে টোকিও উষ্ণ আবহাওয়া ও আর্দ্রতা।
এদিন দারুণভাবে ক্যালেন্ডার গোল্ডেন স্লামের পথে যাত্রা শুরু করেছেন নোভাক জোকোভিচ। শুরুর দিন বলিভিয়ার হুগো ডেলিয়েনকে ৬–২,৬–২ গেমে হারিয়েছেন সার্বিয়ান সুপারস্টার। তবে জোকোভিচের এই জয়ের পর আলোচনায় এসেছে টোকিওর আবহাওয়া। অবশ্য জোকোভিচের আগেই টোকিওর গরম নিয়ে আপত্তির কথা জানান রাশিয়ান টেনিস তারকা দানিল মেদভেদেভ। বলেছেন, এটা তাঁর বাজে অভিজ্ঞতাগুলো একটি। মেদভেদেভের সঙ্গে এক মত পোষণ করে জোকোভিচ বলেছেন, ‘আর্দ্রতা এখানে ভয়ংকর! আমি তাঁর (মেদভেদেভ) সঙ্গে শতভাগ একমত।’
জোকোভিচ আরও যোগ করেছেন, ‘সম্ভবত আইটিএফ (ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন) ভালো বলতে পারবে, কেন তারা দিনের মাঝামাঝিতে ম্যাচের সময় বেছে নিয়েছে। তারা ম্যাচের সময় বদলাবে কি না জানি না। করলে সেটা ভালো হয়।’
জোকোভিচ ও মেদভেদেভের সঙ্গে একই সুরে গরম আবহাওয়া নিয়ে আপত্তি তুলেছেন কানাডিয়ান সাইক্লিস্ট মাইকেল উডস ও অস্ট্রেলিয়ান সাইক্লিস্ট রিচিয়ে পোর্টে। পোর্টে বলেছেন, ‘গরম এবং অন্য সব মিলিয়ে এটা বাইকে আমার সবচেয়ে কঠিন দিন ছিল।’
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সাকিব আল হাসান ফিরলেন তিন বছর পর। কিন্তু দীর্ঘদিন পর ওয়েস্ট ইন্ডিজের এই ফ্র্যাঞ্চাইজি লিগে ফিরেও রাঙাতে পারলেন না তিনি। ব্যাটিং-বোলিং কোথাও তিনি পারফরম্যান্সের ছাপ রাখতে পারেননি। এমনকি বাংলাদেশের অলরাউন্ডার মেজাজও হারিয়েছেন তাঁর সিপিএলে ফেরার দিনে।
৩৫ মিনিট আগেশেষ হতে চলেছে চলতি বছরে বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) দলের ক্যাম্প। ক্যাম্প ঠিকঠাক আয়োজনে যথেষ্ট ব্যয় ও সুযোগ-সুবিধা দেওয়ার ক্ষেত্রে বিসিবির কৃপণতা নেই। কিন্তু দীর্ঘ ক্যাম্প শেষে লক্ষ্য কতটা পূরণ হলো এইচপির, সে প্রশ্ন এসে যাচ্ছে।
১ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। তাই আরও একটি অনূর্ধ্ব-১৭ মেয়েদের সাফ খেলতে যাওয়ার আগে শিরোপা ধরে রাখার কথাই বললেন বাংলাদেশ দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস। ঢাকায় আজ সংবাদ সম্মেলনে অর্পিতা বললেন, ‘আপনাদের আমরা একটি ভালো টুর্নামেন্ট উপহার দিতে চাই।
১৩ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চিটাগং কিংসের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন এখন চরমে। সমঝোতার সব দরজা বন্ধ হয়ে যাওয়ায় বিসিবি ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে চুক্তি বাতিল করেছে। চিটাগং কিংসের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান এস. কিউ. স্পোর্টস এন্টারপ্রাইজ লিমিটেডের কাছে বিসিবির পাওনা ৩৭ লাখ ৮২
১৫ ঘণ্টা আগে