Ajker Patrika

টোকিওর গরমে নাকাল জোকোভিচরা

আপডেট : ২৪ জুলাই ২০২১, ২২: ১৭
টোকিওর গরমে নাকাল জোকোভিচরা

হাসি, কান্না ও অঘটনে কেটেছে অলিম্পিকের প্রথম দিন। সকালে নারীদের ১০ মিটার এয়ার রাইফেলে চীনের ইয়ান কিয়ান স্বর্ণপদক জেতা দিয়ে শুরু এবারের পদক জয়ের লড়াই। প্রথম দিনেই চীনের ঘরে গেছে ৩ সোনা। চীন ছাড়া আরও ৮টি দেশ প্রথম দিন সোনা জিতেছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মাঝে প্রথম পদক জিতেছে ভারত। ভারোত্তলনে ভারতকে পদক এনে দেন মীরাবাঈ চানু। তবে জয়–পরাজয়ের আনন্দ–বেদনার মাঝে উত্তাপ ছড়িয়েছে টোকিও উষ্ণ আবহাওয়া ও আর্দ্রতা।

এদিন দারুণভাবে ক্যালেন্ডার গোল্ডেন স্লামের পথে যাত্রা শুরু করেছেন নোভাক জোকোভিচ। শুরুর দিন বলিভিয়ার হুগো ডেলিয়েনকে ৬–২,৬–২ গেমে হারিয়েছেন সার্বিয়ান সুপারস্টার। তবে জোকোভিচের এই জয়ের পর আলোচনায় এসেছে টোকিওর আবহাওয়া। অবশ্য জোকোভিচের আগেই টোকিওর গরম নিয়ে আপত্তির কথা জানান রাশিয়ান টেনিস তারকা দানিল মেদভেদেভ। বলেছেন, এটা তাঁর বাজে অভিজ্ঞতাগুলো একটি। মেদভেদেভের সঙ্গে এক মত পোষণ করে জোকোভিচ বলেছেন, ‘আর্দ্রতা এখানে ভয়ংকর! আমি তাঁর (মেদভেদেভ) সঙ্গে শতভাগ একমত।’

জোকোভিচ আরও যোগ করেছেন, ‘সম্ভবত আইটিএফ (ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন) ভালো বলতে পারবে, কেন তারা দিনের মাঝামাঝিতে ম্যাচের সময় বেছে নিয়েছে। তারা ম্যাচের সময় বদলাবে কি না জানি না। করলে সেটা ভালো হয়।’

জোকোভিচ ও মেদভেদেভের সঙ্গে একই সুরে গরম আবহাওয়া নিয়ে আপত্তি তুলেছেন কানাডিয়ান সাইক্লিস্ট মাইকেল উডস ও অস্ট্রেলিয়ান সাইক্লিস্ট রিচিয়ে পোর্টে। পোর্টে বলেছেন, ‘গরম এবং অন্য সব মিলিয়ে এটা বাইকে আমার সবচেয়ে কঠিন দিন ছিল।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত