Ajker Patrika

ঋদ্ধিমানকে হুমকি দিয়ে নিষিদ্ধ ভারতীয় ক্রীড়া সাংবাদিক

ঋদ্ধিমানকে হুমকি দিয়ে নিষিদ্ধ ভারতীয় ক্রীড়া সাংবাদিক

ভারতীয় ক্রীড়া সাংবাদিক বোরিয়া মজুমদারকে দুই বছর নিষিদ্ধ করেছে দেশটির ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ক্রিকেটার ঋদ্ধিমান সাহাকে হুমকি দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় বোরিয়াকে আজ এই শাস্তি দিয়েছে সৌরভ গাঙ্গুলীর নিয়ন্ত্রণাধীন বোর্ড। 

বোর্ডের বিবৃতিতে বলা হয়েছে, আগামী দুই বছর ভারতের কোনো স্টেডিয়ামে ঢোকার অনুমতি (অ্যাক্রেডিটেশন কার্ড) পাবেন না বোরিয়া। এমনকি কোনো অনুষ্ঠানেও সংবাদকর্মী হিসেবে উপস্থিত থাকতে পারবেন না। 

জাতীয় দল থেকে বাদ পড়ার পর গত ফেব্রুয়ারিতে বেশ কয়েকটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেন কিপার-ব্যাটার ঋদ্ধিমান। তখন এক সাংবাদিক (তদন্তে পাওয়া গেছে তিনি বোরিয়া মজুমদার) ঋদ্ধিমানকে পরামর্শ দেন, সবাইকে সাক্ষাৎকার না দিয়ে যেকোনো একজনকে বেছে নিতে। 

ভারতীয় ক্রিকেট বোর্ডের বিবৃতিসেই পরামর্শে কান না দেওয়ায় ঋদ্ধিমানকে হুমকি দেন বোরিয়া। পরে হুমকির স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন ৩৭ বছর বয়সী ক্রিকেটার। যা দেখে ভারতের সাবেক ও বর্তমান ক্রিকেটার-কোচেরা তাঁর পাশে দাঁড়ান। দলের সাবেক প্রধান কোচ রবি শাস্ত্রী বিসিসিআই প্রধান সৌরভকে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। 

এর প্রেক্ষিতে তিন সদস্যের কমিটি গঠন করে বিসিসিআই। পূর্ণাঙ্গ তদন্তের পর ৪৬ বছর বয়সী বোরিয়াকে দোষী সাব্যস্ত করেছেন কমিটির সদস্যরা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত