Ajker Patrika

অস্ট্রেলিয়ান ওপেন থেকে নাম প্রত্যাহার ওসাকার

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ১৭: ২৬
অস্ট্রেলিয়ান ওপেন থেকে নাম প্রত্যাহার ওসাকার

বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেন শুরু হচ্ছে ১৬ জানুয়ারি। তবে টেনিসের বড় তারকাদের পাচ্ছে না শুরুর টুর্নামেন্টটি। গতকাল চোটের কারণে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন কার্লোস আলকারেজ ও ভেনাস উইলিয়ামস। 

আজ নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন নাওমি ওসাকা। আলকারেজ ও ভেনাস চোটের জন্য ছিটকে গেলেও জাপানি টেনিস তারকার নাম প্রত্যাহারের কোনো কারণ জানা যায়নি। তাঁর ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। 

নিজেদের অফিশিয়াল টুইটে অস্ট্রেলিয়ান ওপেন কর্তৃপক্ষ লিখেছে, ‘অস্ট্রেলিয়ান ওপেন থেকে নাওমি ওসাকা নাম প্রত্যাহার করে নিয়েছে। সে খেলতে পারবে না ২০২৩ টুর্নামেন্ট।’ চারবারের গ্র্যান্ড স্লাম জয়ীর পরিবর্তে টুর্নামেন্টে খেলবেন ইউক্রেনের দায়ানা ইয়াস্ত্রামেস্কা। 

২০১৯ ও ২০২১ সালের অস্ট্রেলিয়ান ওপেনে চ্যাম্পিয়ন ওসাকা। এ ছাড়া ২০১৮ ও ২০২০ সালে ইউএস ওপেনেও জিতেছিলেন নারী এককের সাবেক এক নম্বর । এবার তাঁর না থাকায় কিছুটা রং হারাল টুর্নামেন্টটি। 

সবশেষ গত বছরের সেপ্টেম্বরে প্রতিযোগিতামূলক টেনিস খেলেছিলেন ওসাকা। এর আগে ২০২১ ফ্রেঞ্চ ওপেন থেকেও নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন তিনি। জাপানি টেনিস তারকা তখনকার ছিটকে যাওয়ার কারণ হিসেবে পরে জানিয়েছিলেন মানসিক অবসাদের কথা।

শুধু আলকারেজ, ভেনাস ও ওসাকাই নন, টুর্নামেন্টটি আরও বেশ কয়েকজন তারকাকে হারিয়েছে। গত ১৫ সেপ্টেম্বর টেনিস থেকে বিদায় নেওয়ায় এবার স্বাভাবিকভাবেই থাকছেন খেলাটির কিংবদন্তি রজার ফেদেরার। ঠিক একই কারণে নেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অ্যাশলে বার্টি ও নারী টেনিসের কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। এ ছাড়া এবারের টুর্নামেন্টে খেলছেন না সাবেক এক নম্বর নারী রোমানিয়ার সিমোন হালেপও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত