ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্লামেই ইতিহাস গড়লেন এমা রাদুকানো। সবচেয়ে কম বয়সে ইউএস ওপেনের সেমিফাইনালে পৌঁছে গেছেন এই ব্রিটিশ তরুণী। গতকাল বুধবার শেষ ষোলোর লড়াইয়ে সরাসরি সেটে ৬-৩, ৬-৪ গেমে এমা হারিয়েছেন বেলিন্ডা বেনসিচকে।
এ বছরই উইম্বলডন দিয়ে গ্র্যান্ড স্লামে অভিষেক হয়েছিল এমার। ইউএস ওপেন তাঁর ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম। কাল ম্যাচের আগে নারী বাছাইয়ে এমার অবস্থান ছিল ১৫০ নম্বরে। অল্প দিনের এই ক্যারিয়ার নিয়েই ইউএস ওপেনে এখন পর্যন্ত চমক দেখিয়ে যাচ্ছেন ১৮ বছর বয়সী এই টেনিস খেলোয়াড়। গ্রুপ পর্বের বাধা পেরিয়ে কোয়ার্টার ফাইনালে কাল এমার প্রতিপক্ষ ছিল এই কদিন আগেই অলিম্পিকে সোনা জেতা বেলিন্ডা বেনসিচ। সুইস তারকা বেনসিচ আছেন বাছাইয়ের ১১ নম্বরে। শেষ ষোলোর লড়াইয়ে নামার আগে তাই নামে-ভারে সব দিক দিয়েই এগিয়ে ছিলেন ২৪ বছর বয়সী সুইস তারকা।
প্রতিপক্ষ নামে-ভারে এগিয়ে থাকলেও খেলায় সেটি বুঝতে দেননি এমা। ফ্ল্যাশিং মিডোসে কাল যে ঝড় তুললেন, সেই ঝড়ে খড়কুটোর মতো উড়ে গেছেন বেনসিচ। সরাসরি সেটে ৬-৩, ৬-৪ গেমে হারিয়েছেন অলিম্পিক চ্যাম্পিয়নকে। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য দেখিয়েছেন এমা। প্রতিপক্ষকে কোনো সুযোগই দেননি। কোয়ার্টার ফাইনালের এই জয়ে শুধু সেমিফাইনালেই পৌঁছাননি, গড়েছেন আরও এক কীর্তি। এখন পর্যন্ত ইউএস ওপেনে একটি সেটও হারেননি এমা। তাঁর দাপুটে পারফরম্যান্সে বাছাইয়ের ১০০ ধাপ এগিয়ে ৫০ নম্বরে উঠে এসেছেন এমা।
তিন দিন আগেই ১৮ পেরিয়ে ১৯-এ পা দেওয়া লেইলাহ ফার্নান্দেজও কম বয়সে সেমিফাইনালে উঠে ভেঙেছিলেন ২০০৫ সালে গড়া মারিয়া শারাপোভার রেকর্ড। চার দিনের মাথায় সেই রেকর্ড ভেঙে নতুন এক কীর্তি গড়লেন এমা। জয়ের পর উচ্ছ্বসিত এমা বলেন, ‘এ পর্যন্ত আসতে পেরে আমি দারুণ খুশি। বেলিন্ডা একজন দুর্দান্ত প্রতিপক্ষ এবং ভালো ছন্দে আছেন। তাঁর বলের গতি আমাকে বারবার দ্বিধায় ফেলছিল, তাই আমি দ্রুত পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছি।’ মানিয়ে নিয়েই তো শেষ চারে জায়গা করে নিলেন এবার ফাইনালে ওঠার লড়াইয়ে আগামীকাল এমার প্রতিপক্ষ মারিয়া সাক্কারি।
ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্লামেই ইতিহাস গড়লেন এমা রাদুকানো। সবচেয়ে কম বয়সে ইউএস ওপেনের সেমিফাইনালে পৌঁছে গেছেন এই ব্রিটিশ তরুণী। গতকাল বুধবার শেষ ষোলোর লড়াইয়ে সরাসরি সেটে ৬-৩, ৬-৪ গেমে এমা হারিয়েছেন বেলিন্ডা বেনসিচকে।
এ বছরই উইম্বলডন দিয়ে গ্র্যান্ড স্লামে অভিষেক হয়েছিল এমার। ইউএস ওপেন তাঁর ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম। কাল ম্যাচের আগে নারী বাছাইয়ে এমার অবস্থান ছিল ১৫০ নম্বরে। অল্প দিনের এই ক্যারিয়ার নিয়েই ইউএস ওপেনে এখন পর্যন্ত চমক দেখিয়ে যাচ্ছেন ১৮ বছর বয়সী এই টেনিস খেলোয়াড়। গ্রুপ পর্বের বাধা পেরিয়ে কোয়ার্টার ফাইনালে কাল এমার প্রতিপক্ষ ছিল এই কদিন আগেই অলিম্পিকে সোনা জেতা বেলিন্ডা বেনসিচ। সুইস তারকা বেনসিচ আছেন বাছাইয়ের ১১ নম্বরে। শেষ ষোলোর লড়াইয়ে নামার আগে তাই নামে-ভারে সব দিক দিয়েই এগিয়ে ছিলেন ২৪ বছর বয়সী সুইস তারকা।
প্রতিপক্ষ নামে-ভারে এগিয়ে থাকলেও খেলায় সেটি বুঝতে দেননি এমা। ফ্ল্যাশিং মিডোসে কাল যে ঝড় তুললেন, সেই ঝড়ে খড়কুটোর মতো উড়ে গেছেন বেনসিচ। সরাসরি সেটে ৬-৩, ৬-৪ গেমে হারিয়েছেন অলিম্পিক চ্যাম্পিয়নকে। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য দেখিয়েছেন এমা। প্রতিপক্ষকে কোনো সুযোগই দেননি। কোয়ার্টার ফাইনালের এই জয়ে শুধু সেমিফাইনালেই পৌঁছাননি, গড়েছেন আরও এক কীর্তি। এখন পর্যন্ত ইউএস ওপেনে একটি সেটও হারেননি এমা। তাঁর দাপুটে পারফরম্যান্সে বাছাইয়ের ১০০ ধাপ এগিয়ে ৫০ নম্বরে উঠে এসেছেন এমা।
তিন দিন আগেই ১৮ পেরিয়ে ১৯-এ পা দেওয়া লেইলাহ ফার্নান্দেজও কম বয়সে সেমিফাইনালে উঠে ভেঙেছিলেন ২০০৫ সালে গড়া মারিয়া শারাপোভার রেকর্ড। চার দিনের মাথায় সেই রেকর্ড ভেঙে নতুন এক কীর্তি গড়লেন এমা। জয়ের পর উচ্ছ্বসিত এমা বলেন, ‘এ পর্যন্ত আসতে পেরে আমি দারুণ খুশি। বেলিন্ডা একজন দুর্দান্ত প্রতিপক্ষ এবং ভালো ছন্দে আছেন। তাঁর বলের গতি আমাকে বারবার দ্বিধায় ফেলছিল, তাই আমি দ্রুত পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছি।’ মানিয়ে নিয়েই তো শেষ চারে জায়গা করে নিলেন এবার ফাইনালে ওঠার লড়াইয়ে আগামীকাল এমার প্রতিপক্ষ মারিয়া সাক্কারি।
হংকংয়ের বিপক্ষে আগের চার দেখায় একবারও জিততে পারেনি বাংলাদেশ। এশিয়ান কাপ বাছাইয়ের লড়াইয়ে এবার ছয়দিনের ব্যবধানে মুখোমুখি হচ্ছে দুবার। র্যাঙ্কিংয়ের বিচারে বাংলাদেশের (১৮৪) চেয়ে ৩৮ ধাপ এগিয়ে আছে হংকং (১৪৬)। অতীতে না ডুবে থেকে শমিত শোম বরং থাকতে চাইছেন বর্তমানে। দুই ম্যাচেই হংকংকে হারাতে দৃঢ়প্রতিজ্ঞ ২৮
৭ ঘণ্টা আগেবিসিবির স্কুল ক্রিকেট অনেক আগে থেকে চালু আছে। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আরও খুদে প্রতিভা তুলে আনতে বিসিবির পরিকল্পনা—মাদ্রাসাশিক্ষার্থীদের জন্য আলাদা ক্রিকেট চালু করা।
৭ ঘণ্টা আগেহান্সি ফ্লিকের অধীনে হাই লাইন ডিফেন্সে খেলছে বার্সেলোনা। যেটা চ্যাম্পিয়নস লিগের মতো ইউরোপ সেরার আসর থেকে কাতালানদের বিদায়ের কারণ হতে পারে বলে মনে করেন টনি ক্রুস। বিষয়টি নিয়ে স্প্যানিশ জায়ান্টদের সতর্ক করে দিলেন রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা ফুটবলার।
৮ ঘণ্টা আগেইংল্যান্ড ইনিংসের ২৩তম ওভারের প্রথম বলে ফাহিমা খাতুন ফিরিয়ে দিলেন ইমা ল্যাম্বকে। তখন বাংলাদেশ শিবিরে কী উল্লাস। ৭৮ রানেই ইংলিশদের ৫ উইকেট গায়েব! জয়ের জন্য তখনো ইংল্যান্ডের দরকার ছিল ১০১ রান!
৮ ঘণ্টা আগে