ক্রীড়া ডেস্ক
গলফে সবচেয়ে বেশি, ১৮টি মেজর শিরোপা জয়ের রেকর্ড জ্যাক নিকলাসের। দ্বিতীয় সর্বোচ্চ ১৫টি টাইগার উডসের। তবে একটা জায়গায় এই দুই কিংবদন্তির পাশেই অবস্থান উত্তর আয়ারল্যান্ডের গলফার ররি ম্যাকইলরয়ের—বয়স ২৫ বছরের আগে তিনজনই জিতেছেন ৪টি মেজর শিরোপা।
অন্য আরেকটা জায়গায় নিকলাস নেই। সেখানে উডসের পাশে কিন্তু আছেন ম্যাকইলরয়। বিবিসি বলছে, পিজিএ ট্যুর তথা পেশাদার গলফ থেকে ১০ কোটি মার্কিন ডলার আয় করা দ্বিতীয় গলফার ম্যাকইলরয়। তাঁর আগে গলফ থেকে ১০ কোটি ডলার আয়ের কৃতিত্ব টাইগার উডসের।
গত সপ্তাহে হিউস্টন ওপেন গলফে মিলিতভাবে ৪ জনের সঙ্গে পাঁচ নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করেছেন ম্যাকইলরয়। এর জন্য অর্থ পুরস্কার পেয়েছেন ৩ লক্ষ ৩৮ হাজার মার্কিন ডলার। এই অর্থ হিসেবে নিয়েই পিজিএ ট্যুর থেকে ম্যাকইলরয়ের আয় ১০ কোটি ডলারের মাইলফলক ছুঁয়েছে।
৩৫ বছর বয়সী ম্যাকইলরয় ২০১০ সালে পেশাদার গলফে পা রাখার পর ২৬২টি প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। শিরোপা জিতেছেন ২৮টি।
আর ৪৮ বছর বয়সী টাইগার উডস ২০১২ সালেই গলফ থেকে ১০ কোটি ডলার আয়ের রেকর্ড গড়েন। বর্তমানে উডসের আয় ১২ কোটি মার্কিন ডলার। সবচেয়ে বেশি ১৮টি গলফের মেজর শিরোপা জিতলেও এই তালিকার তৃতীয় স্থানে নেই জ্যাক নিকলাস। তৃতীয় স্থানে রয়েছেন ফিল মিকেলসন। ৯ কোটি ৭০ লাখ ডলার আয় তাঁর।
গলফে সবচেয়ে বেশি, ১৮টি মেজর শিরোপা জয়ের রেকর্ড জ্যাক নিকলাসের। দ্বিতীয় সর্বোচ্চ ১৫টি টাইগার উডসের। তবে একটা জায়গায় এই দুই কিংবদন্তির পাশেই অবস্থান উত্তর আয়ারল্যান্ডের গলফার ররি ম্যাকইলরয়ের—বয়স ২৫ বছরের আগে তিনজনই জিতেছেন ৪টি মেজর শিরোপা।
অন্য আরেকটা জায়গায় নিকলাস নেই। সেখানে উডসের পাশে কিন্তু আছেন ম্যাকইলরয়। বিবিসি বলছে, পিজিএ ট্যুর তথা পেশাদার গলফ থেকে ১০ কোটি মার্কিন ডলার আয় করা দ্বিতীয় গলফার ম্যাকইলরয়। তাঁর আগে গলফ থেকে ১০ কোটি ডলার আয়ের কৃতিত্ব টাইগার উডসের।
গত সপ্তাহে হিউস্টন ওপেন গলফে মিলিতভাবে ৪ জনের সঙ্গে পাঁচ নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করেছেন ম্যাকইলরয়। এর জন্য অর্থ পুরস্কার পেয়েছেন ৩ লক্ষ ৩৮ হাজার মার্কিন ডলার। এই অর্থ হিসেবে নিয়েই পিজিএ ট্যুর থেকে ম্যাকইলরয়ের আয় ১০ কোটি ডলারের মাইলফলক ছুঁয়েছে।
৩৫ বছর বয়সী ম্যাকইলরয় ২০১০ সালে পেশাদার গলফে পা রাখার পর ২৬২টি প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। শিরোপা জিতেছেন ২৮টি।
আর ৪৮ বছর বয়সী টাইগার উডস ২০১২ সালেই গলফ থেকে ১০ কোটি ডলার আয়ের রেকর্ড গড়েন। বর্তমানে উডসের আয় ১২ কোটি মার্কিন ডলার। সবচেয়ে বেশি ১৮টি গলফের মেজর শিরোপা জিতলেও এই তালিকার তৃতীয় স্থানে নেই জ্যাক নিকলাস। তৃতীয় স্থানে রয়েছেন ফিল মিকেলসন। ৯ কোটি ৭০ লাখ ডলার আয় তাঁর।
লাফ দিয়ে আকাশ ছোঁয়া যদি সম্ভব হতো, হয়তো সেটাও করে ফেলতেন আরমান্দ ডুপ্লান্টিস। পোল ভল্টে বিস্ময় জাগিয়ে তোলাটা রীতিমতো অভ্যাসে পরিণত করেছেন এই সুইডিশ অ্যাথলেট। গতকাল গড়েছেন নতুন বিশ্ব রেকর্ড। হাঙ্গেরির গ্রাঁ প্রিতে ৬ দশমিক ২৯ মিটার উচ্চতায় লাফিয়ে মাধ্যাকর্ষণকে আরেকবার বুড়ো আঙুল দেখালেন তিনি।
৪ ঘণ্টা আগেসকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি। এমন আবহাওয়ায় মিরপুরে ক্রিকেটারদের আলস্য আসাটাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশ দলের কন্ডিশনিং ও স্ট্রেংথ ট্রেইনার নাথান কেলির কাছে এসবের গুরুত্ব নেই। গুমোট আবহাওয়া হোক বা গরম, কাজের বেলায় তিনি একচুল ছাড় দেন না—এটাই বোঝা গেছে শেষ এক সপ্তাহের ফিটনেস ক্যাম্পে।
৪ ঘণ্টা আগেইউরোপিয়ান ফুটবলে নতুন মৌসুম শুরু হওয়ার তোড়জোড় চলছে। ১৫ আগস্ট থেকে পর্দা উঠবে লা লিগার ৯৫তম মৌসুমের। বার্সেলোনা নামবে শিরোপা ধরে রাখার মিশনে। জাবি আলোনসোকে নিয়ে নতুন স্বপ্ন দেখা রিয়াল মাদ্রিদও চায় আধিপত্য ফেরাতে। সব মিলিয়ে নতুন মৌসুমে লা লিগায় ফুটবলপ্রেমীদের আগ্রহের কেন্দ্রে থাকা বিষয়াদি নিয়েই এই উপস
৮ ঘণ্টা আগেসিঙ্গাপুর ম্যাচের পরপরই একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল, সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে হামজা চৌধুরী খেলবেন তো। সে অনিশ্চয়তা কাটেনি এখনো। যদিও হামজাকে দলে রেখেই ২৪ জনের স্কোয়াড সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা।
৯ ঘণ্টা আগে