Ajker Patrika

ক্রীড়াঙ্গন সংস্কারে বাড়তি সময় পেল সার্চ কমিটি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, ২০: ০২
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। ছবি: সংগৃহীত

ক্রীড়াঙ্গনে সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকার ক্ষমতা হাতে পাওয়ার পরপরই গঠন করে সার্চ কমিটি। গত ২০ এপ্রিলের মধ্যে তাদের কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। তবে মেয়াদ বাড়ানোর ইঙ্গিত আগেই দিয়েছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ সিনিয়র সহকারী সচিব কাবিরুল ইসলাম খানের স্বাক্ষরিত চিঠিতে সার্চ কমিটির মেয়াদ ১০ মে পর্যন্ত বাড়িয়েছে মন্ত্রণালয়।

৫২ ফেডারেশনের মধ্যে এখন পর্যন্ত ৩১ টির অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। বাকি ফেডারেশন বা অ্যাসোসিয়েশনগুলোর কমিটির প্রস্তাব জমা দিতে আগামী মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত সময় লেগে যেতে পারে বলে জানিয়েছিল সার্চ কমিটি।

গত ২১ মার্চ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সার্চ কমিটির আহ্বায়ক জোবায়েদুর রহমান রানাকে চিঠি দিয়ে ২০ এপ্রিলের মধ্যে বাকি সব ফেডারেশন ও অ্যাসোসিয়েশনের কমিটির প্রস্তাব দেওয়ার কথা জানিয়েছিল মন্ত্রণালয়। পাল্টা চিঠিতে সময় বাড়ানোর প্রস্তাব জানায় সার্চ কমিটি। ২০ এপ্রিলের পর ব্যাডমিন্টন ও তায়াকোয়ান্দোর অ্যাডহক কমিটি দিয়েছে তারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এবার সরানো হলো জ্বালানি উপদেষ্টার পিএসকে

সব রুফটপ রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল

উদ্দীপনের ২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সচিব মিহির কান্তির বিরুদ্ধে ৬ মামলা

ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি: প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে মামলার আবেদন

মন্ত্রণালয়ের মতামত ছাড়াই ইশরাককে মেয়র ঘোষণা: আইন উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত