নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিশ্ব সাঁতার ফেডারেশনের বৃত্তি নিয়ে বর্তমানে থাইল্যান্ডে উন্নত প্রশিক্ষণ করছেন সামিউল ইসলাম রাফি। থাইল্যান্ড সাঁতার চ্যাম্পিয়নশিপেও অংশ নিয়েছেন তিনি। গতকাল ১০০ মিটার ব্যাকস্ট্রোকে ব্রোঞ্জ জেতার পর আজ ৫০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টে রুপা জিতেছেন বাংলাদেশের এই সাঁতারু।
অ্যাসাম্পশন বিশ্ববিদ্যালয়ের অ্যাকুয়াটিক সেন্টারে সামিউলকে পেছনে ফেলে সোনা জেতেন থাইল্যান্ডের সাঁতারু তন না কান্তিমুল। তাঁর টাইমিং ছিল ২৬.২৭ সেকেন্ড। সামিউল সময় নেন ২৭.১৭ সেকেন্ড। তাঁর পেছনে থেকে ২৭.২০ সেকেন্ড টাইমিং নিয়ে ব্রোঞ্জ জেতেন কেরিকচাই রাত্তানোসত।
জাতীয় পর্যায়ে একাধিক রেকর্ডের মালিক সামিউল গতকাল ১০০ মিটার ব্যাকস্ট্রোকে ৫৯.১৮ সেকেন্ড সময় নিয়ে জেতেন ব্রোঞ্জ। সোনা ও রুপা জেতেন থাইল্যান্ডের দুই সাঁতারু তন না কান্তিমুল ও রাত্থাত থাম্মানানচোতি। এছাড়া ১০০ মিটার ফ্রিস্টাইল ইভেন্টে ৫৩.৯১ সেকেন্ড সময় নিয়ে দশম হস সামিউল।
থাই চ্যাম্পিয়নশিপের পর এ মাসেই মালয়েশিয়ার ওপেন সাঁতার চ্যাম্পিয়নশিপে অংশ নেবেন সামিউল। ২৪-২৭ এপ্রিল কুয়ালালামপুরে হবে ৬৭তম মিলো মালয়েশিয়া ওপেন সুইমিং চ্যাম্পিয়নশিপ, যেখানে স্বাগতিক মালয়েশিয়া ছাড়াও বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালদ্বীপ, ডেনমার্ক, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, তাজিকিস্তান, ইন্দোনেশিয়া, ঘানাসহ বিশ্বের প্রায় ৩০টি দেশ থেকে সাঁতারুরা অংশ নেবেন।
১১ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত সিঙ্গাপুরে হবে বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ থেকে অংশ নেবেন সামিউল ও মোসাম্মাৎ অ্যানি আক্তার।
বিশ্ব সাঁতার ফেডারেশনের বৃত্তি নিয়ে বর্তমানে থাইল্যান্ডে উন্নত প্রশিক্ষণ করছেন সামিউল ইসলাম রাফি। থাইল্যান্ড সাঁতার চ্যাম্পিয়নশিপেও অংশ নিয়েছেন তিনি। গতকাল ১০০ মিটার ব্যাকস্ট্রোকে ব্রোঞ্জ জেতার পর আজ ৫০ মিটার ব্যাকস্ট্রোক ইভেন্টে রুপা জিতেছেন বাংলাদেশের এই সাঁতারু।
অ্যাসাম্পশন বিশ্ববিদ্যালয়ের অ্যাকুয়াটিক সেন্টারে সামিউলকে পেছনে ফেলে সোনা জেতেন থাইল্যান্ডের সাঁতারু তন না কান্তিমুল। তাঁর টাইমিং ছিল ২৬.২৭ সেকেন্ড। সামিউল সময় নেন ২৭.১৭ সেকেন্ড। তাঁর পেছনে থেকে ২৭.২০ সেকেন্ড টাইমিং নিয়ে ব্রোঞ্জ জেতেন কেরিকচাই রাত্তানোসত।
জাতীয় পর্যায়ে একাধিক রেকর্ডের মালিক সামিউল গতকাল ১০০ মিটার ব্যাকস্ট্রোকে ৫৯.১৮ সেকেন্ড সময় নিয়ে জেতেন ব্রোঞ্জ। সোনা ও রুপা জেতেন থাইল্যান্ডের দুই সাঁতারু তন না কান্তিমুল ও রাত্থাত থাম্মানানচোতি। এছাড়া ১০০ মিটার ফ্রিস্টাইল ইভেন্টে ৫৩.৯১ সেকেন্ড সময় নিয়ে দশম হস সামিউল।
থাই চ্যাম্পিয়নশিপের পর এ মাসেই মালয়েশিয়ার ওপেন সাঁতার চ্যাম্পিয়নশিপে অংশ নেবেন সামিউল। ২৪-২৭ এপ্রিল কুয়ালালামপুরে হবে ৬৭তম মিলো মালয়েশিয়া ওপেন সুইমিং চ্যাম্পিয়নশিপ, যেখানে স্বাগতিক মালয়েশিয়া ছাড়াও বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালদ্বীপ, ডেনমার্ক, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, তাজিকিস্তান, ইন্দোনেশিয়া, ঘানাসহ বিশ্বের প্রায় ৩০টি দেশ থেকে সাঁতারুরা অংশ নেবেন।
১১ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত সিঙ্গাপুরে হবে বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশ থেকে অংশ নেবেন সামিউল ও মোসাম্মাৎ অ্যানি আক্তার।
আবুধাবিতে কাল দ্বিতীয় ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে দুটি চ্যালেঞ্জ নিয়ে নামবে। প্রথমটি হলো সিরিজে সমতা আনা, দ্বিতীয়টি বিশ্বকাপের সরাসরি খেলার দৌড়ে টিকে থাকা। সিরিজে আফগানিস্তানকে ধবলধোলাই করতে পারলে ৫ রেটিং পয়েন্ট বাড়ত বাংলাদেশের।
৮ ঘণ্টা আগেইংল্যান্ডের বিপক্ষে দারুণ বোলিং করেও হার নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশ নারী দলকে। নিউজিল্যান্ডের বিপক্ষে ন্যূনতম প্রতিরোধও গড়তে পারল না নিগার সুলতানা জ্যোতিরা। নারী বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে ব্ল্যাক ক্যাপদের কাছে ১০০ রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
৮ ঘণ্টা আগেইংলিশ প্রিমিয়ার লিগে সেপ্টেম্বর মাসে ৩ ম্যাচ খেলে একটিতেও হারেনি ম্যানচেস্টার সিটি। দুই জয়ের বিপরীতে একটিতে ড্র করেছে জায়ান্টরা। তাদের এমন ফলাফলের রূপকার আর্লিং হালান্ড। সেটারই পুরস্কার পেলেন এই স্ট্রাইকার।
৯ ঘণ্টা আগেএলিমিনেটরে ঢাকার কাছে হারতে বসা রংপুরের ত্রাতা ছিলেন আকবর আলী। ঝড়ো ইনিংস খেলে দলকে কোয়ালিফায়ারে তোলেন এই উইকেটরক্ষক ব্যাটার। ফাইনালে উঠার মিশনেও নায়ক বনে গেলেন আকবর। তার ব্যাটে চড়ে চট্টগ্রামকে ৪ উইকেটে হারিয়ে দ্বিতীয় দল হিসেব জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ফাইনালে পা রেখেছে রংপুর।
৯ ঘণ্টা আগে