Ajker Patrika

আলভেজের গ্রেপ্তারে দুঃখ পেয়েছেন জাভি

আপডেট : ২২ জানুয়ারি ২০২৩, ১২: ০৮
আলভেজের গ্রেপ্তারে দুঃখ পেয়েছেন জাভি

বার্সেলোনার জার্সিতে দীর্ঘ সময় একসঙ্গে খেলেছেন জাভি হার্নান্দেজ ও দানি আলভেজ। সময়ের পরিক্রমায় একসময়ের দুই সতীর্থের অবস্থান এখন দুই মেরুতে। বার্সেলোনার কোচের দায়িত্বে আছেন এখন জাভি। আর নারী নির্যাতন মামলায় গ্রেপ্তার আলভেজ এখন দিন কাটাচ্ছেন কারাগারে। পুরোনো সতীর্থ গ্রেপ্তার হওয়ায় মর্মাহত হলেন জাভি।

গত পরশু কাতালোনিয়ায় স্থানীয় সময় সকালে আলভেজকে গ্রেপ্তার করে পুলিশ। আলভেজের গ্রেপ্তারে যেন ভাষা হারিয়ে ফেলেছেন জাভি। বার্সেলোনা কোচ বলেন, ‘এমন অবস্থায় মন্তব্য করা কঠিন। আমি খুবই মর্মাহত হয়েছি। এখানে বিচারের প্রশ্ন আসে। দানির জন্য খুব খারাপ লাগছে।’

গত বছরের শেষের দিকে বার্সেলোনায় ছুটি কাটাতে এসেছিলেন আলভেজ। বার্সেলোনার সাটন নাইট ক্লাবে এক নারীকে বাজেভাবে স্পর্শ করার অভিযোগ তোলা হয়েছিল আলভেজের বিরুদ্ধে। এই অভিযোগ অস্বীকার করে ব্রাজিলিয়ান ডিফেন্ডার বলেন, ‘হ্যাঁ, আমি সেখানে ছিলাম। অন্যান্য মানুষদের মতো আমিও খুব উপভোগ করছিলাম। যারা আমাকে চেনেন, তারা জানেন আমি নাচতে পছন্দ করি। আমি কাউকে বিরক্ত না করে নাচানাচি করছিলাম। সেই নারীকে আমি চিনি না। জীবনেও দেখিনি তাঁকে।’

ব্রাজিলের জার্সিতে ১২৬ ম্যাচ খেলেছেন আলভেজ। ৮ গোলের সঙ্গে ২১ গোলে অ্যাসিস্ট করেছেন। আর ক্লাব ফুটবলে ৮৫৯ ম্যাচে করেছেন ৬০ গোল এবং অ্যাসিস্ট করেছেন ১৭৮ গোলে। সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন বার্সেলোনার হয়ে। কাতালানদের জার্সিতে খেলেছেন ৪০৮ ম্যাচ। ২২ গোলের পাশাপাশি ১০৫ গোলে অ্যাসিস্ট করেছেন। পুমার হয়ে ১৩ ম্যাচে কোনো গোল না করলেও ৫ গোলে অ্যাসিস্ট করেছেন। পুমা গত পরশু ব্রাজিলিয়ান ডিফেন্ডারের সঙ্গে চুক্তি বাতিল করে ফেলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাল রপ্তানিতে নতুন শর্ত দিল ভারত, বাংলাদেশে কতটা প্রভাব পড়বে

জাতীয় সংসদ নির্বাচন: বিএনপির প্রার্থী বাছাই শেষ হওয়ার পথে

মামুনুরের খোঁজ মেলেনি ৫ দিনেও, ক্লু নেই সিসিটিভি ফুটেজে

নীলক্ষেতে ব্যালট পেপার ছাপানোর অভিযোগ তদন্ত করছে ডাকসু নির্বাচন কমিশন

বাংলাদেশের বিদায়ে ৪১ বছরে প্রথমবার ভারত-পাকিস্তান ফাইনাল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত