বার্সেলোনার জার্সিতে দীর্ঘ সময় একসঙ্গে খেলেছেন জাভি হার্নান্দেজ ও দানি আলভেজ। সময়ের পরিক্রমায় একসময়ের দুই সতীর্থের অবস্থান এখন দুই মেরুতে। বার্সেলোনার কোচের দায়িত্বে আছেন এখন জাভি। আর নারী নির্যাতন মামলায় গ্রেপ্তার আলভেজ এখন দিন কাটাচ্ছেন কারাগারে। পুরোনো সতীর্থ গ্রেপ্তার হওয়ায় মর্মাহত হলেন জাভি।
গত পরশু কাতালোনিয়ায় স্থানীয় সময় সকালে আলভেজকে গ্রেপ্তার করে পুলিশ। আলভেজের গ্রেপ্তারে যেন ভাষা হারিয়ে ফেলেছেন জাভি। বার্সেলোনা কোচ বলেন, ‘এমন অবস্থায় মন্তব্য করা কঠিন। আমি খুবই মর্মাহত হয়েছি। এখানে বিচারের প্রশ্ন আসে। দানির জন্য খুব খারাপ লাগছে।’
গত বছরের শেষের দিকে বার্সেলোনায় ছুটি কাটাতে এসেছিলেন আলভেজ। বার্সেলোনার সাটন নাইট ক্লাবে এক নারীকে বাজেভাবে স্পর্শ করার অভিযোগ তোলা হয়েছিল আলভেজের বিরুদ্ধে। এই অভিযোগ অস্বীকার করে ব্রাজিলিয়ান ডিফেন্ডার বলেন, ‘হ্যাঁ, আমি সেখানে ছিলাম। অন্যান্য মানুষদের মতো আমিও খুব উপভোগ করছিলাম। যারা আমাকে চেনেন, তারা জানেন আমি নাচতে পছন্দ করি। আমি কাউকে বিরক্ত না করে নাচানাচি করছিলাম। সেই নারীকে আমি চিনি না। জীবনেও দেখিনি তাঁকে।’
ব্রাজিলের জার্সিতে ১২৬ ম্যাচ খেলেছেন আলভেজ। ৮ গোলের সঙ্গে ২১ গোলে অ্যাসিস্ট করেছেন। আর ক্লাব ফুটবলে ৮৫৯ ম্যাচে করেছেন ৬০ গোল এবং অ্যাসিস্ট করেছেন ১৭৮ গোলে। সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন বার্সেলোনার হয়ে। কাতালানদের জার্সিতে খেলেছেন ৪০৮ ম্যাচ। ২২ গোলের পাশাপাশি ১০৫ গোলে অ্যাসিস্ট করেছেন। পুমার হয়ে ১৩ ম্যাচে কোনো গোল না করলেও ৫ গোলে অ্যাসিস্ট করেছেন। পুমা গত পরশু ব্রাজিলিয়ান ডিফেন্ডারের সঙ্গে চুক্তি বাতিল করে ফেলে।
বার্সেলোনার জার্সিতে দীর্ঘ সময় একসঙ্গে খেলেছেন জাভি হার্নান্দেজ ও দানি আলভেজ। সময়ের পরিক্রমায় একসময়ের দুই সতীর্থের অবস্থান এখন দুই মেরুতে। বার্সেলোনার কোচের দায়িত্বে আছেন এখন জাভি। আর নারী নির্যাতন মামলায় গ্রেপ্তার আলভেজ এখন দিন কাটাচ্ছেন কারাগারে। পুরোনো সতীর্থ গ্রেপ্তার হওয়ায় মর্মাহত হলেন জাভি।
গত পরশু কাতালোনিয়ায় স্থানীয় সময় সকালে আলভেজকে গ্রেপ্তার করে পুলিশ। আলভেজের গ্রেপ্তারে যেন ভাষা হারিয়ে ফেলেছেন জাভি। বার্সেলোনা কোচ বলেন, ‘এমন অবস্থায় মন্তব্য করা কঠিন। আমি খুবই মর্মাহত হয়েছি। এখানে বিচারের প্রশ্ন আসে। দানির জন্য খুব খারাপ লাগছে।’
গত বছরের শেষের দিকে বার্সেলোনায় ছুটি কাটাতে এসেছিলেন আলভেজ। বার্সেলোনার সাটন নাইট ক্লাবে এক নারীকে বাজেভাবে স্পর্শ করার অভিযোগ তোলা হয়েছিল আলভেজের বিরুদ্ধে। এই অভিযোগ অস্বীকার করে ব্রাজিলিয়ান ডিফেন্ডার বলেন, ‘হ্যাঁ, আমি সেখানে ছিলাম। অন্যান্য মানুষদের মতো আমিও খুব উপভোগ করছিলাম। যারা আমাকে চেনেন, তারা জানেন আমি নাচতে পছন্দ করি। আমি কাউকে বিরক্ত না করে নাচানাচি করছিলাম। সেই নারীকে আমি চিনি না। জীবনেও দেখিনি তাঁকে।’
ব্রাজিলের জার্সিতে ১২৬ ম্যাচ খেলেছেন আলভেজ। ৮ গোলের সঙ্গে ২১ গোলে অ্যাসিস্ট করেছেন। আর ক্লাব ফুটবলে ৮৫৯ ম্যাচে করেছেন ৬০ গোল এবং অ্যাসিস্ট করেছেন ১৭৮ গোলে। সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন বার্সেলোনার হয়ে। কাতালানদের জার্সিতে খেলেছেন ৪০৮ ম্যাচ। ২২ গোলের পাশাপাশি ১০৫ গোলে অ্যাসিস্ট করেছেন। পুমার হয়ে ১৩ ম্যাচে কোনো গোল না করলেও ৫ গোলে অ্যাসিস্ট করেছেন। পুমা গত পরশু ব্রাজিলিয়ান ডিফেন্ডারের সঙ্গে চুক্তি বাতিল করে ফেলে।
জিতলেই ফাইনাল—দুবাইয়ে গত রাতে সুপার ফোরের বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটা ছিল এমনই। অলিখিত সেমিফাইনালে প্রথম ইনিংস শেষে বাংলাদেশের ফাইনাল খেলা মনে হচ্ছিল সময়ের ব্যাপার মাত্র। কিন্তু ‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তান কখন যে পাশার দান উল্টে দেবে, সেটা বোঝা মুশকিল।
৫ মিনিট আগেদুবাইয়ে গত রাতে বাংলাদেশ-পাকিস্তান সুপার ফোরের ম্যাচে ছিল না কোনো জটিল সমীকরণের খেলা। অলিখিত সেমিফাইনালের বাধা যে টপকতে পারবে, সেই দল কাটবে ফাইনালের টিকিট। বাংলাদেশ সেখানে নিজেদের হাতে থাকা ম্যাচ ফস্কেছে বলে মনে করেন ওয়াসিম আকরাম।
৩৫ মিনিট আগেজয়ের জন্য ১৩৬ রানের লক্ষ্যটা কি খুব বড় ছিল? মোটেও না। কিন্তু মাঝারি মানের এই লক্ষ্যতাড়ায় শুরু থেকেই বাংলাদেশের ব্যাটাররা যে অস্থিরতা দেখালেন, স্ট্যাম্পের বাইরের বল চেজ করে খেলতে গিয়ে আত্মাহুতি দিলেন নিজেদের, তাতে ম্যাচটি যাঁরা দেখেছেন তাঁদের উপলব্ধি এটাই—এই দলের শেখার এখনো অনেক বাকি!
১০ ঘণ্টা আগেরাজস্থান রয়্যালসের প্রধান কোচের ভূমিকায় এর আগেও ছিলেন কুমার সাঙ্গাকারা। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটিতে পুরোনো দায়িত্বে ফিরছেন শ্রীলঙ্কার এই কিংবদন্তি ক্রিকেটার। এমনটাই জানিয়েছে ভারতের ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
১১ ঘণ্টা আগে