Ajker Patrika

এমবাপ্পের প্রতিবাদে ভিডিও মুছে দিল পিএসজি

আপডেট : ০৭ এপ্রিল ২০২৩, ১৬: ৪৮
এমবাপ্পের প্রতিবাদে ভিডিও মুছে দিল পিএসজি

নতুন মৌসুমের টিকিটের ব্যাপারে ভিডিও ছাড়ার পর প্যারিস সেইন্ট জার্মেইকে (পিএসজি) নিয়ে শুরু হয়েছে আলাপ-আলোচনা। প্রচারণামূলক এই ভিডিও নিয়ে সামাজিক মাধ্যমে প্রতিবাদ করেন কিলিয়ান এমবাপ্পে। তাঁর প্রতিবাদের পর ভিডিও ডিলিট করেছে পিএসজি। 

২০২৩-২৪ মৌসুমের টিকিট নবায়নের ব্যাপারে ভিডিও প্রকাশ করে পিএসজি। প্রচারণামূলক ভিডিওতে এমবাপ্পে পিএসজি ও পার্ক দে প্রিন্সেস সম্পর্কে বর্ণনা দিচ্ছিলেন। তবে এই ভিডিওতে দেখা যায়নি লিওনেল মেসি ও নেইমারকে, যা অবাক করেছে ভক্ত-সমর্থকদের। প্রচারণামূলক এই ভিডিও নিয়ে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ক্ষোভ ঝেরেছেন এমবাপ্পে। ফরাসি এই তারকা ফুটবলার লিখেছিলেন, ‘ক্লাবের ২০২৩-২৪ মৌসুমের টিকিটের ভিডিও আমি দেখলাম। এই ভিডিওর ব্যাপারে আমাকে কখনোই জানানো হয়নি। আর আমি এই ভিডিওর সঙ্গে একমত না। পিএসজি একটি বড় ক্লাব ও বড় পরিবার। তবে শুধুই কিলিয়ান সেইন্ট জার্মেই না।’ তারপর এই প্রচারণামূলক ভিডিও ডিলিট করে পিএসজি।

পিএসজিতে এখন মেসির থাকা-না থাকা অন্যতম আলোচিত বিষয়। আর্জেন্টাইন এই তারকা ফুটবলারের ক্লাব ছাড়া নিয়ে গুঞ্জন ডালপালা মেলছে প্রতিনিয়ত। আর চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়ের পর লিগ ওয়ানেও ধারাবাহিকভাবে পারফর্ম করতে পারছে না প্যারিসিয়ানরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত