ইন্টার মায়ামি যেন বার্সেলোনার সাবেক খেলোয়াড়দের মিলনমেলা। লিওনেল মেসি, জর্দি আলবা, সার্জিও বুসকেতস, লুইস সুয়ারেজ—চার তারকা এখন খেলছেন ইন্টার মায়ামিতে, যার নতুন সংযোজন সুয়ারেজ।
নতুন মৌসুম সামনে রেখে অনুশীলন শুরু করেছে ইন্টার মায়ামি। গতকাল অনুশীলনের দিন ছিলেন মেসি, আলবা, বুসকেতস, সুয়ারেজ—বার্সার সাবেক চার ফুটবলার। অনুশীলন দেখেছেন মায়ামি কোচ জেরার্দো টাটা মার্তিনো, যার মধ্যে মেসি, সুয়ারেজের দিকেই যেন ছিল সবার ফোকাস। বার্সেলোনায় মেসি ও সুয়ারেজের ঘনিষ্ঠ বন্ধুত্বের কথা তো সবারই জানা। একসঙ্গে জুটি বেঁধে জিতেছেন অনেক ম্যাচ। কাতালানদের ক্যাবিনেটেও যোগ হয়েছে অনেক শিরোপা। ফোর্ট লডারডেলে গতকাল মায়ামির অনুশীলনে দেখা গেছে তাঁদের দারুণ বোঝাপড়া। অনুশীলন দেখে মুগ্ধ কোচ মার্তিনো বলেন, ‘আমরা ২০ মিনিটের ফুটবল অনুশীলন করেছি। তারা যে একসঙ্গে খেলাটা ভুলে যায়নি, সেটা ২০ মিনিটের অনুধাবন করেছিলাম। ২০ মিনিটের সুন্দর ফুটবল ছিল এটা।’
বার্সেলোনা থেকে প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) মেসি গেছেন ২০২১ সালে। সম্পর্কের টানাপোড়েনে দুই মৌসুম শেষে পিএসজি ছেড়ে গত বছরই ইন্টার মায়ামিতে চলে যান তিনি। মেসি জাদুতে লিগস কাপ জিতে গত বছরই প্রথমবারের মতো কোনো মেজর শিরোপা জেতে মায়ামি। ক্লাবটির হয়ে ১৪ ম্যাচে করেন ১১ গোল এবং অ্যাসিস্ট করেছেন ৫ গোলে। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি মায়ামিতে বেশ সুখে আছেন মেসি।
অন্যদিকে ২০২০ সালে বার্সা ছাড়ার পর এ নিয়ে চার ক্লাবে খেলেছেন সুয়ারেজ। উরুগুয়ের স্ট্রাইকার আতলেতিকো মাদ্রিদ, নেসিওনাল গ্রেমিও—তিন ক্লাবের পর এবার খেলছেন মায়ামিতে। মেসি, ইন্টার মায়ামি প্রসঙ্গে সুয়ারেজ বলেন, ‘ক্লাবে অনেক বিখ্যাত খেলোয়াড় রয়েছে। সেটা সবাই জানেন। বাকি খেলোয়াড়দের সঙ্গে মানিয়ে নিতে হবে। নতুন ক্লাব কী চাইছে, তা পেশাদারত্বের সঙ্গে করতে হবে। ক্লাব একটা এমএলএস শিরোপা জিততে চায়। সেটাই গুরুত্বপূর্ণ ব্যাপার। মেসি আমাকে ইন্টার মায়ামি ও এমএলএস সম্পর্কে অনেক দারুণ কথা বলেছে। এটা ভালো লেগেছে যে যখন সে আমাকে তা বলেছে।’
ইন্টার মায়ামি যেন বার্সেলোনার সাবেক খেলোয়াড়দের মিলনমেলা। লিওনেল মেসি, জর্দি আলবা, সার্জিও বুসকেতস, লুইস সুয়ারেজ—চার তারকা এখন খেলছেন ইন্টার মায়ামিতে, যার নতুন সংযোজন সুয়ারেজ।
নতুন মৌসুম সামনে রেখে অনুশীলন শুরু করেছে ইন্টার মায়ামি। গতকাল অনুশীলনের দিন ছিলেন মেসি, আলবা, বুসকেতস, সুয়ারেজ—বার্সার সাবেক চার ফুটবলার। অনুশীলন দেখেছেন মায়ামি কোচ জেরার্দো টাটা মার্তিনো, যার মধ্যে মেসি, সুয়ারেজের দিকেই যেন ছিল সবার ফোকাস। বার্সেলোনায় মেসি ও সুয়ারেজের ঘনিষ্ঠ বন্ধুত্বের কথা তো সবারই জানা। একসঙ্গে জুটি বেঁধে জিতেছেন অনেক ম্যাচ। কাতালানদের ক্যাবিনেটেও যোগ হয়েছে অনেক শিরোপা। ফোর্ট লডারডেলে গতকাল মায়ামির অনুশীলনে দেখা গেছে তাঁদের দারুণ বোঝাপড়া। অনুশীলন দেখে মুগ্ধ কোচ মার্তিনো বলেন, ‘আমরা ২০ মিনিটের ফুটবল অনুশীলন করেছি। তারা যে একসঙ্গে খেলাটা ভুলে যায়নি, সেটা ২০ মিনিটের অনুধাবন করেছিলাম। ২০ মিনিটের সুন্দর ফুটবল ছিল এটা।’
বার্সেলোনা থেকে প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) মেসি গেছেন ২০২১ সালে। সম্পর্কের টানাপোড়েনে দুই মৌসুম শেষে পিএসজি ছেড়ে গত বছরই ইন্টার মায়ামিতে চলে যান তিনি। মেসি জাদুতে লিগস কাপ জিতে গত বছরই প্রথমবারের মতো কোনো মেজর শিরোপা জেতে মায়ামি। ক্লাবটির হয়ে ১৪ ম্যাচে করেন ১১ গোল এবং অ্যাসিস্ট করেছেন ৫ গোলে। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি মায়ামিতে বেশ সুখে আছেন মেসি।
অন্যদিকে ২০২০ সালে বার্সা ছাড়ার পর এ নিয়ে চার ক্লাবে খেলেছেন সুয়ারেজ। উরুগুয়ের স্ট্রাইকার আতলেতিকো মাদ্রিদ, নেসিওনাল গ্রেমিও—তিন ক্লাবের পর এবার খেলছেন মায়ামিতে। মেসি, ইন্টার মায়ামি প্রসঙ্গে সুয়ারেজ বলেন, ‘ক্লাবে অনেক বিখ্যাত খেলোয়াড় রয়েছে। সেটা সবাই জানেন। বাকি খেলোয়াড়দের সঙ্গে মানিয়ে নিতে হবে। নতুন ক্লাব কী চাইছে, তা পেশাদারত্বের সঙ্গে করতে হবে। ক্লাব একটা এমএলএস শিরোপা জিততে চায়। সেটাই গুরুত্বপূর্ণ ব্যাপার। মেসি আমাকে ইন্টার মায়ামি ও এমএলএস সম্পর্কে অনেক দারুণ কথা বলেছে। এটা ভালো লেগেছে যে যখন সে আমাকে তা বলেছে।’
কদিন আগে প্রকাশিত আইসিসি উইমেনস টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে দুঃসংবাদ শুনেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। কুড়ি ওভারের সংস্করণে নিচের নেমে গেছে তারা। তবে সুখবর পেল আজ আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে। এই সংস্করণে ৮ নম্বর থেকে থেকে ৭ নম্বরে উঠে এসেছে নিগার সুলতানা জ্যোতির দল।
৮ ঘণ্টা আগেরাজনৈতিক ইস্যুতে দেশে একাধিক মামলার আসামি, পেশাদার ক্রিকেট থেকে দীর্ঘদিন দূরে সাকিব আল হাসান। সবশেষ সাড়ে পাঁচ মাস আগে আবুধাবি টি-টেন খেলেছেন এই অলরাউন্ডার। এর মাঝে অবৈধ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হয়েছিলেন। যদিও চলতি বছরের মার্চে লন্ডনের আইসিসি অনুমোদিত ল্যাব থেকে বোলিং অ্যাকশনের পরীক্ষা...
৮ ঘণ্টা আগেওয়ানডে সিরিজ জয়ের ছন্দ ধরে রেখেই চার দিনের ম্যাচও শুরু করল বাংলাদেশ ‘এ’ দল। আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম দিন শেষে ৮ উইকেটে ২২৬ রান তুলেছে নিউজিল্যান্ড ‘এ’ দল। খালেদ আহমেদ-এনামুল হকদের তোপেরমুখে ১০১ রানেই ৬ উইকেট হারিয়েছিল সফরকারীরা। সপ্তম উইকেটে মিচেল হে ও ডিন ফক্সফোর্ডের প্রতিরোধে...
৯ ঘণ্টা আগেভারত-পাকিস্তানের মাঝে পড়ে গিয়েছিলেন মোস্তাফিজুর রহমান! ভারত-পাকিস্তান সংঘাতের রেশে স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ফের শুরু হচ্ছে। শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগও (পিএসএল)। দুই ফ্র্যাঞ্চাইজি লিগ থেকেই প্রস্তাব এসেছিল মোস্তাফিজের কাছে। শেষ পর্যন্ত তিনি সাড়া দিয়েছেন তাঁর পুরোনো...
১০ ঘণ্টা আগে