Ajker Patrika

২০ মিনিটের ‘সুন্দর ফুটবলে’ মেসিকে নিয়ে কী বললেন সুয়ারেজ 

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪, ১৭: ৩৭
২০ মিনিটের ‘সুন্দর ফুটবলে’ মেসিকে নিয়ে কী বললেন সুয়ারেজ 

ইন্টার মায়ামি যেন বার্সেলোনার সাবেক খেলোয়াড়দের মিলনমেলা। লিওনেল মেসি, জর্দি আলবা, সার্জিও বুসকেতস, লুইস সুয়ারেজ—চার তারকা এখন খেলছেন ইন্টার মায়ামিতে, যার নতুন সংযোজন সুয়ারেজ। 

নতুন মৌসুম সামনে রেখে অনুশীলন শুরু করেছে ইন্টার মায়ামি। গতকাল অনুশীলনের দিন ছিলেন মেসি, আলবা, বুসকেতস, সুয়ারেজ—বার্সার সাবেক চার ফুটবলার। অনুশীলন দেখেছেন মায়ামি কোচ জেরার্দো টাটা মার্তিনো, যার মধ্যে মেসি, সুয়ারেজের দিকেই যেন ছিল সবার ফোকাস। বার্সেলোনায় মেসি ও সুয়ারেজের ঘনিষ্ঠ বন্ধুত্বের কথা তো সবারই জানা। একসঙ্গে জুটি বেঁধে জিতেছেন অনেক ম্যাচ। কাতালানদের ক্যাবিনেটেও যোগ হয়েছে অনেক শিরোপা। ফোর্ট লডারডেলে গতকাল মায়ামির অনুশীলনে দেখা গেছে তাঁদের দারুণ বোঝাপড়া। অনুশীলন দেখে মুগ্ধ কোচ মার্তিনো বলেন, ‘আমরা ২০ মিনিটের ফুটবল অনুশীলন করেছি। তারা যে একসঙ্গে খেলাটা ভুলে যায়নি, সেটা ২০ মিনিটের অনুধাবন করেছিলাম। ২০ মিনিটের সুন্দর ফুটবল ছিল এটা।’ 

অনুশীলনের সময় লুইস সুয়ারেজকে কী যেন বলছেন লিওনেল মেসি। ছবি: এএফপি

 

বার্সেলোনা থেকে প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) মেসি গেছেন ২০২১ সালে। সম্পর্কের টানাপোড়েনে দুই মৌসুম শেষে পিএসজি ছেড়ে গত বছরই ইন্টার মায়ামিতে চলে যান তিনি। মেসি জাদুতে লিগস কাপ জিতে গত বছরই প্রথমবারের মতো কোনো মেজর শিরোপা জেতে মায়ামি। ক্লাবটির হয়ে ১৪ ম্যাচে করেন ১১ গোল এবং অ্যাসিস্ট করেছেন ৫ গোলে। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি মায়ামিতে বেশ সুখে আছেন মেসি।

অন্যদিকে ২০২০ সালে বার্সা ছাড়ার পর এ নিয়ে চার ক্লাবে খেলেছেন সুয়ারেজ। উরুগুয়ের স্ট্রাইকার আতলেতিকো মাদ্রিদ, নেসিওনাল গ্রেমিও—তিন ক্লাবের পর এবার খেলছেন মায়ামিতে। মেসি, ইন্টার মায়ামি প্রসঙ্গে সুয়ারেজ বলেন, ‘ক্লাবে অনেক বিখ্যাত খেলোয়াড় রয়েছে। সেটা সবাই জানেন। বাকি খেলোয়াড়দের সঙ্গে মানিয়ে নিতে হবে। নতুন ক্লাব কী চাইছে, তা পেশাদারত্বের সঙ্গে করতে হবে। ক্লাব একটা এমএলএস শিরোপা জিততে চায়। সেটাই গুরুত্বপূর্ণ ব্যাপার। মেসি আমাকে ইন্টার মায়ামি ও এমএলএস সম্পর্কে অনেক দারুণ কথা বলেছে। এটা ভালো লেগেছে যে যখন সে আমাকে তা বলেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

গোপনে ১৯০ মিলিয়ন ডলারের নজরদারি সরঞ্জাম কিনেছিল আওয়ামী লীগ সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত