নতুন মৌসুম শুরুর আগেই ফুটবল প্রেমীরা দেখার সুযোগ পেয়েছেন ‘এল ক্ল্যাসিকো’। ধ্রুপদী এ লড়াইয়ে রিয়াল মাদ্রিদকে ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা।
লাসভেগাসের অ্যালিজেন্ট স্টেডিয়ামে বার্সেলোনাকে লিড এনে দেন দলে নতুন আসা ব্রাজিলিয়ান তারকা রাফিনহা। ২৭ মিনিটে রিয়ালের ডিফেন্ডার এদার মিলিতোর ভুল পাস পান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। সেটাকে কাজে লাগিয়ে নিজের মূল্যের প্রতিদান দিয়েছেন বা পায়ের দুর্দান্ত শটে। তাঁর নেওয়া শটটি ঠেকানোর সাধ্য ছিল না থিব কোর্তয়ার। ‘এল ক্ল্যাসিকোর’ এই ম্যাচ নামে প্রীতি হলেও খেলায় তার রেশ ছিল না। সার্জিও রামোস, ক্রিস্টিয়ানো রোনালদো, দানি আলভেজ ও লিওনেল মেসিদের যুগের মতো হাতাহাতি লেগেছে এই ম্যাচেও। বিরতিতে যাওয়ার আগে রোনালদ আরাউহো-অ্যান্তোনি রুডিগাররা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। প্রথমার্ধে ১-০ গোলের লিডে বিরতিতে যায় বার্সেলোনা।
এর আগে রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি অভিজ্ঞদের বসিয়ে একাদশ সাজান তরুণদের নিয়ে। প্রথমার্ধে বেঞ্চে থাকা টনি ক্রুস, লুকা মদরিচ, কাসেমিরোদের দ্বিতীয়ার্ধে নামান। তবে বার্সার দেওয়া গোলটি শোধ করতে পারেননি রিয়ালের ফুটবলাররা। ৫৯ মিনিটে দারুণ সুযোগ পেয়েছিলেন রিয়ালের হয়ে বদলি নামা আসেনসিও। তিনি সহজ সুযোগটা কাজে লাগাতে পারেননি। ৮৬ মিনিটের পর বার্সা বেশ কয়েকটি গোলের সুযোগ সৃষ্টি করেছিল। তবে সবগুলো প্রতিহত করেন গোলরক্ষক কোর্তয়া। তবে লিড আর বাড়াতে না পারলেও জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা। রাফিনহার গোলেই প্রথম ‘এল ক্ল্যাসিকো’ ম্যাচের মীমাংসা হয়।
নতুন মৌসুম শুরুর আগেই ফুটবল প্রেমীরা দেখার সুযোগ পেয়েছেন ‘এল ক্ল্যাসিকো’। ধ্রুপদী এ লড়াইয়ে রিয়াল মাদ্রিদকে ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা।
লাসভেগাসের অ্যালিজেন্ট স্টেডিয়ামে বার্সেলোনাকে লিড এনে দেন দলে নতুন আসা ব্রাজিলিয়ান তারকা রাফিনহা। ২৭ মিনিটে রিয়ালের ডিফেন্ডার এদার মিলিতোর ভুল পাস পান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। সেটাকে কাজে লাগিয়ে নিজের মূল্যের প্রতিদান দিয়েছেন বা পায়ের দুর্দান্ত শটে। তাঁর নেওয়া শটটি ঠেকানোর সাধ্য ছিল না থিব কোর্তয়ার। ‘এল ক্ল্যাসিকোর’ এই ম্যাচ নামে প্রীতি হলেও খেলায় তার রেশ ছিল না। সার্জিও রামোস, ক্রিস্টিয়ানো রোনালদো, দানি আলভেজ ও লিওনেল মেসিদের যুগের মতো হাতাহাতি লেগেছে এই ম্যাচেও। বিরতিতে যাওয়ার আগে রোনালদ আরাউহো-অ্যান্তোনি রুডিগাররা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। প্রথমার্ধে ১-০ গোলের লিডে বিরতিতে যায় বার্সেলোনা।
এর আগে রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি অভিজ্ঞদের বসিয়ে একাদশ সাজান তরুণদের নিয়ে। প্রথমার্ধে বেঞ্চে থাকা টনি ক্রুস, লুকা মদরিচ, কাসেমিরোদের দ্বিতীয়ার্ধে নামান। তবে বার্সার দেওয়া গোলটি শোধ করতে পারেননি রিয়ালের ফুটবলাররা। ৫৯ মিনিটে দারুণ সুযোগ পেয়েছিলেন রিয়ালের হয়ে বদলি নামা আসেনসিও। তিনি সহজ সুযোগটা কাজে লাগাতে পারেননি। ৮৬ মিনিটের পর বার্সা বেশ কয়েকটি গোলের সুযোগ সৃষ্টি করেছিল। তবে সবগুলো প্রতিহত করেন গোলরক্ষক কোর্তয়া। তবে লিড আর বাড়াতে না পারলেও জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা। রাফিনহার গোলেই প্রথম ‘এল ক্ল্যাসিকো’ ম্যাচের মীমাংসা হয়।
মার্চে সৌদি আরবের ক্যাম্প শেষে প্রবাসী ফুটবলার ফাহামিদুল ইসলামের জাতীয় দল থেকে বাদ পড়ার অভিযোগের তির সবচেয়ে বেশি ছিল মেহেদী হাসান শ্রাবণের দিকে। সেই অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি করেছেন তিনি। তবু প্রতিনিয়ত সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন এই গোলরক্ষক।
১৩ মিনিট আগেসময়ের সঙ্গে সঙ্গে পরিণত হয়ে উঠছেন লামিনে ইয়ামাল। বড় মঞ্চে কীভাবে জ্বলে উঠতে হয়, সেটা যেন ভালো করেই জানেন তিনি। ইন্টার মিলানের বিপক্ষে গত রাতে চোখ ধাঁধানো এক গোল করেছেন। সেটাও চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ মঞ্চে।
৩০ মিনিট আগেলাল বলের ক্রিকেটে গত বছর ব্যাটে-বলে ঔজ্জ্বল্য ছড়িয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। ৫৫.৫৮ স্ট্রাইকরেটে ১৭ ইনিংসে করেছিলেন ৬০৮ রান, যা দেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ। তবে ওই বছর তিনি রানের তিন অঙ্ক ছুঁতে পারেননি। তবে ফিফটি ছিল ৪টি। ২০২৫ সালে টেস্ট অভিযান শুরুর সিলেট টেস্টে দল হারলেও দুই ইনিংসে
১ ঘণ্টা আগে৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দলের পাকিস্তান সফর শুরু হচ্ছে আগামী ২১ মে। তার আগে আরব আমিরাতে একটি দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে ২০২২ সালের সেপ্টেম্বরে।
১২ ঘণ্টা আগে