নতুন মৌসুম শুরুর আগেই ফুটবল প্রেমীরা দেখার সুযোগ পেয়েছেন ‘এল ক্ল্যাসিকো’। ধ্রুপদী এ লড়াইয়ে রিয়াল মাদ্রিদকে ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা।
লাসভেগাসের অ্যালিজেন্ট স্টেডিয়ামে বার্সেলোনাকে লিড এনে দেন দলে নতুন আসা ব্রাজিলিয়ান তারকা রাফিনহা। ২৭ মিনিটে রিয়ালের ডিফেন্ডার এদার মিলিতোর ভুল পাস পান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। সেটাকে কাজে লাগিয়ে নিজের মূল্যের প্রতিদান দিয়েছেন বা পায়ের দুর্দান্ত শটে। তাঁর নেওয়া শটটি ঠেকানোর সাধ্য ছিল না থিব কোর্তয়ার। ‘এল ক্ল্যাসিকোর’ এই ম্যাচ নামে প্রীতি হলেও খেলায় তার রেশ ছিল না। সার্জিও রামোস, ক্রিস্টিয়ানো রোনালদো, দানি আলভেজ ও লিওনেল মেসিদের যুগের মতো হাতাহাতি লেগেছে এই ম্যাচেও। বিরতিতে যাওয়ার আগে রোনালদ আরাউহো-অ্যান্তোনি রুডিগাররা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। প্রথমার্ধে ১-০ গোলের লিডে বিরতিতে যায় বার্সেলোনা।
এর আগে রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি অভিজ্ঞদের বসিয়ে একাদশ সাজান তরুণদের নিয়ে। প্রথমার্ধে বেঞ্চে থাকা টনি ক্রুস, লুকা মদরিচ, কাসেমিরোদের দ্বিতীয়ার্ধে নামান। তবে বার্সার দেওয়া গোলটি শোধ করতে পারেননি রিয়ালের ফুটবলাররা। ৫৯ মিনিটে দারুণ সুযোগ পেয়েছিলেন রিয়ালের হয়ে বদলি নামা আসেনসিও। তিনি সহজ সুযোগটা কাজে লাগাতে পারেননি। ৮৬ মিনিটের পর বার্সা বেশ কয়েকটি গোলের সুযোগ সৃষ্টি করেছিল। তবে সবগুলো প্রতিহত করেন গোলরক্ষক কোর্তয়া। তবে লিড আর বাড়াতে না পারলেও জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা। রাফিনহার গোলেই প্রথম ‘এল ক্ল্যাসিকো’ ম্যাচের মীমাংসা হয়।
নতুন মৌসুম শুরুর আগেই ফুটবল প্রেমীরা দেখার সুযোগ পেয়েছেন ‘এল ক্ল্যাসিকো’। ধ্রুপদী এ লড়াইয়ে রিয়াল মাদ্রিদকে ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা।
লাসভেগাসের অ্যালিজেন্ট স্টেডিয়ামে বার্সেলোনাকে লিড এনে দেন দলে নতুন আসা ব্রাজিলিয়ান তারকা রাফিনহা। ২৭ মিনিটে রিয়ালের ডিফেন্ডার এদার মিলিতোর ভুল পাস পান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। সেটাকে কাজে লাগিয়ে নিজের মূল্যের প্রতিদান দিয়েছেন বা পায়ের দুর্দান্ত শটে। তাঁর নেওয়া শটটি ঠেকানোর সাধ্য ছিল না থিব কোর্তয়ার। ‘এল ক্ল্যাসিকোর’ এই ম্যাচ নামে প্রীতি হলেও খেলায় তার রেশ ছিল না। সার্জিও রামোস, ক্রিস্টিয়ানো রোনালদো, দানি আলভেজ ও লিওনেল মেসিদের যুগের মতো হাতাহাতি লেগেছে এই ম্যাচেও। বিরতিতে যাওয়ার আগে রোনালদ আরাউহো-অ্যান্তোনি রুডিগাররা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। প্রথমার্ধে ১-০ গোলের লিডে বিরতিতে যায় বার্সেলোনা।
এর আগে রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি অভিজ্ঞদের বসিয়ে একাদশ সাজান তরুণদের নিয়ে। প্রথমার্ধে বেঞ্চে থাকা টনি ক্রুস, লুকা মদরিচ, কাসেমিরোদের দ্বিতীয়ার্ধে নামান। তবে বার্সার দেওয়া গোলটি শোধ করতে পারেননি রিয়ালের ফুটবলাররা। ৫৯ মিনিটে দারুণ সুযোগ পেয়েছিলেন রিয়ালের হয়ে বদলি নামা আসেনসিও। তিনি সহজ সুযোগটা কাজে লাগাতে পারেননি। ৮৬ মিনিটের পর বার্সা বেশ কয়েকটি গোলের সুযোগ সৃষ্টি করেছিল। তবে সবগুলো প্রতিহত করেন গোলরক্ষক কোর্তয়া। তবে লিড আর বাড়াতে না পারলেও জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা। রাফিনহার গোলেই প্রথম ‘এল ক্ল্যাসিকো’ ম্যাচের মীমাংসা হয়।
পাকিস্তানের স্কোরবোর্ডে যখন ১৩৫ রান উঠল, তাদের ভক্ত-সমর্থকেরা জয়ের আশা হয়তো তেমন একটা করেননি। দুবাইয়ের পিচ যতই ধীর গতির হোক, এত কম রান ডিফেন্ড করতে পাকিস্তানকে করতে হতো বিশেষ কিছুই। সালমান আলী আঘার নেতৃত্বাধীন পাকিস্তান সেটা করে দেখিয়েছে বাংলাদেশের বিপক্ষে।
৩ মিনিট আগেদুবাইয়ে গত রাতে বাংলাদেশকে ১১ রানে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে পাকিস্তান। এদিকে ভারত তো আগেই উঠে গেছে ফাইনালে। শিরোপা নির্ধারণী ম্যাচে পরশু মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। তার আগে আজ টুর্নামেন্টের নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি হবে ভারত-শ্রীলঙ্কা।
১ ঘণ্টা আগে২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে ৯ মাসের মতো বাকি থাকলেও এখনই যে দামামা বেজে গেছে। ১২ সেপ্টেম্বর টিকিট বিক্রির কার্যক্রমের প্রথম ধাপেই জমা পড়েছিল এক লাখের বেশি আবেদন। এবার ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ সামনে রেখে তিনটি রঙিন মাস্কট প্রকাশ করল ফিফা।
২ ঘণ্টা আগেবর্নাঢ্য ক্যারিয়ার ছিল ওয়েইন রুনির। ইংল্যান্ডের ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলারদের একজন মানা হয় তাঁকে। এমন একজন ফুটবলারই কি না পেয়ে বসেছিল মদের নেশা। মরে যাওয়ার মতো অবস্থা হয়েছিল ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার। এমন অবস্থায় তাঁকে বাঁচিয়েছেন তাঁর স্ত্রী কোলিন।
৩ ঘণ্টা আগে