Ajker Patrika

কাবরেরার ক্যাম্পে ডাক পেলেন আরও ১১ জন

অনলাইন ডেস্ক
মালদ্বীপের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার জন্য অনুশীলনে প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশ দলের ফুটবলাররা। ছবি: সংগৃহীত
মালদ্বীপের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার জন্য অনুশীলনে প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশ দলের ফুটবলাররা। ছবি: সংগৃহীত

এএফসি চ্যালেঞ্জ লিগ খেলে দেশে ফিরেছে বসুন্ধরা কিংস। তাদের স্কোয়াড থেকে আজ ১১ জন ফুটবলারকে জাতীয় দলে ডেকেছেন কোচ হাভিয়ের কাবরেরা। আগামীকাল বিকেলে বাংলাদেশের টিম হোটেলে ১১ ফুটবলারকে রিপোর্ট করতে বলা হয়েছে। ১৩ ও ১৬ নভেম্বর কিংস অ্যারেনায় মালদ্বীপের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।

এর আগে ১ নভেম্বর থেকে অনুশীলন শুরু করে কাবরেরার ঘোষিত আংশিক স্কোয়াড। সেই স্কোয়াডে দুজন ছিলেন গোলরক্ষক। আজ প্রকাশিত আরও ১১ জন ফুটবলারের মধ্যে রয়েছেন দুই গোলরক্ষক জিকো ও শ্রাবণ। ২৩ জনের চূড়ান্ত স্কোয়াড হলে একজন গোলরক্ষক বাদ পড়বেন।

এদিকে অনুশীলন ম্যাচ নিয়ে কোচ হাভিয়ের ক্যাবরেরার মন্তব্য, ‘আমরা দুই দিন অনুশীলনের একটি ম্যাচ খেললাম। মালদ্বীপ ম্যাচের আগে এটি প্রয়োজন ছিল। আমরা হাই প্রেসিং খেলার চেষ্টা করেছি। যে উদ্দেশ্যে ম্যাচটি খেলেছি। সেটি পূরণ হয়েছে।’

জাতীয় দলে ডাক পাওয়া কিংসের ১১ ফুটবলার হলেন—আনিসুর রহমান জিকো, মেহেদী হাসান শ্রাবণ, চন্দন রায়, সাদ উদ্দিন, তপু বর্মণ, রাব্বি হোসনে রাহুল, মজিবর রহমান জনি, সোহেল রানা, রাকিব হোসেন, শেখ মোরসালিন ও ফয়সাল আহমেদ ফাহিম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত