ইন্টার মায়ামিতে এসে চোটের ‘অভিশাপেই’ যেন পড়েছেন লিওনেল মেসি। চোটে পড়ায় মায়ামির জার্সিতে খেলতে পারেননি টানা তিন ম্যাচ। মায়ামিও পারেনি জিততে। এবার যেন ভক্ত-সমর্থকদের কিছুটা স্বস্তিই দিলেন মেসি। মায়ামির অনুশীলনে ফিরেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।
মেজর লিগ সকারে (এমএলএস) পরশু শিকাগোর বিপক্ষে খেলবে মায়ামি। বাংলাদেশ সময় ভোর সাড়ে ছয়টায় শুরু হবে ম্যাচটি। তার আগে আজ অনুশীলনে ফিরলেন মেসি। আমেরিকার সংবাদমাধ্যম মায়ামি হেরাল্ড মেসির ফেরার কথা জানিয়েছে। সামাজিকমাধ্যমে মেসির অনুশীলনের ভিডিও ভাইরাল হয়ে যায় মুহূর্তেই।
অনুশীলনে ফিরলেও মেসি খেলবেন কি না তা এখনো নিশ্চিত নয়। মেসিকে নিয়ে আরেকটু পর্যবেক্ষণ করা দরকার বলে মনে করেন মায়ামি কোচ জেরার্দো টাটা মার্তিনো। মায়ামি কোচ বলেন, ‘লিও মেসির ব্যাপারে তার অনুশীলনের ব্যাপারটাও আমাদের দেখতে হবে। সে (মেসি) ঝুঁকিতে রয়েছে কি না সেটা আমরা দেখব। তারপর ভেবে দেখব সে ভ্রমণ করতে পারবে কি পারবে না। আজ অথবা আগামীকাল দলের সঙ্গে তার কাজ করার কথা। কিন্তু কাল (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টা) তো ম্যাচ রয়েছে। সম্ভবত আজ সে তার ওয়ার্ম আপের প্রথম কাজটুকু করবে। তবে তার প্রয়োজন অনুযায়ী অনুশীলন করতে হবে।’
ইন্টার মায়ামির হয়ে এখন পর্যন্ত ১২ ম্যাচ খেলে করেছেন ১১ গোল আর ৫ গোলে অ্যাসিস্ট করেছেন। মায়ামির জার্সিতে খেলার এক মাসের মধ্যেই জিতেছেন শিরোপা। মেসি জাদুতে মায়ামি জিতেছে লিগস কাপের শিরোপা। যা মায়ামির ইতিহাসে প্রথম মেজর কোনো শিরোপা। জাদুকরী ফ্রি কিকে একের পর এক গোলে মুগ্ধতা ছড়িয়েছেন তিনি। লিগস কাপ, মেজর লিগ সকার (এমএলএস) দুটো টুর্নামেন্টেই্ নিজের অভিষেক ম্যাচে বদলি হিসেবে নেমে গোল করেছেন আর্জেন্টিনার এই বিশ্বজয়ী ফুটবলার।
ইন্টার মায়ামিতে এসে চোটের ‘অভিশাপেই’ যেন পড়েছেন লিওনেল মেসি। চোটে পড়ায় মায়ামির জার্সিতে খেলতে পারেননি টানা তিন ম্যাচ। মায়ামিও পারেনি জিততে। এবার যেন ভক্ত-সমর্থকদের কিছুটা স্বস্তিই দিলেন মেসি। মায়ামির অনুশীলনে ফিরেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।
মেজর লিগ সকারে (এমএলএস) পরশু শিকাগোর বিপক্ষে খেলবে মায়ামি। বাংলাদেশ সময় ভোর সাড়ে ছয়টায় শুরু হবে ম্যাচটি। তার আগে আজ অনুশীলনে ফিরলেন মেসি। আমেরিকার সংবাদমাধ্যম মায়ামি হেরাল্ড মেসির ফেরার কথা জানিয়েছে। সামাজিকমাধ্যমে মেসির অনুশীলনের ভিডিও ভাইরাল হয়ে যায় মুহূর্তেই।
অনুশীলনে ফিরলেও মেসি খেলবেন কি না তা এখনো নিশ্চিত নয়। মেসিকে নিয়ে আরেকটু পর্যবেক্ষণ করা দরকার বলে মনে করেন মায়ামি কোচ জেরার্দো টাটা মার্তিনো। মায়ামি কোচ বলেন, ‘লিও মেসির ব্যাপারে তার অনুশীলনের ব্যাপারটাও আমাদের দেখতে হবে। সে (মেসি) ঝুঁকিতে রয়েছে কি না সেটা আমরা দেখব। তারপর ভেবে দেখব সে ভ্রমণ করতে পারবে কি পারবে না। আজ অথবা আগামীকাল দলের সঙ্গে তার কাজ করার কথা। কিন্তু কাল (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টা) তো ম্যাচ রয়েছে। সম্ভবত আজ সে তার ওয়ার্ম আপের প্রথম কাজটুকু করবে। তবে তার প্রয়োজন অনুযায়ী অনুশীলন করতে হবে।’
ইন্টার মায়ামির হয়ে এখন পর্যন্ত ১২ ম্যাচ খেলে করেছেন ১১ গোল আর ৫ গোলে অ্যাসিস্ট করেছেন। মায়ামির জার্সিতে খেলার এক মাসের মধ্যেই জিতেছেন শিরোপা। মেসি জাদুতে মায়ামি জিতেছে লিগস কাপের শিরোপা। যা মায়ামির ইতিহাসে প্রথম মেজর কোনো শিরোপা। জাদুকরী ফ্রি কিকে একের পর এক গোলে মুগ্ধতা ছড়িয়েছেন তিনি। লিগস কাপ, মেজর লিগ সকার (এমএলএস) দুটো টুর্নামেন্টেই্ নিজের অভিষেক ম্যাচে বদলি হিসেবে নেমে গোল করেছেন আর্জেন্টিনার এই বিশ্বজয়ী ফুটবলার।
২০২৭ সালের মার্চে অস্ট্রেলিয়ায় দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ। সে সফর এখনো বেশ দেরি হলেও অস্ট্রেলিয়ার উইকেট-কন্ডিশন নিয়ে একটা ধারণা মিলতে পারে শেফিল্ড শিল্ডের বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন চার দিনের ম্যাচ। বাংলাদেশ ‘এ’ দলে ১৪ সদস্যের অভিজ্ঞ স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।
১০ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার ডারউইনে টপ এন্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশ ‘এ’ দল এক ম্যাচ জিতছে তো আরেক ম্যাচ হারছে। নিজেদের প্রথম ম্যাচ হারের পর গতকাল ৩২ রানে নেপালকে হারিয়েছিল বাংলাদেশ ‘এ’। আজ আবার হারের স্বাদ পেয়েছে নুরুল হাসান সোহানের দল। টিআইও স্টেডিয়ামে বিগ ব্যাশর দল পার্থ স্করচার্সের একাডেমির কাছে তারা হেরেছে ৫
১১ ঘণ্টা আগেনিরাপত্তাজনিত কারণ দেখিয়ে হকি এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করেছে পাকিস্তান। আজ এক বিবৃতিতে নিশ্চিত করেছে তারা। পাকিস্তানের জায়গায় এশিয়া কাপে খেলার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।
১২ ঘণ্টা আগেইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেডে’ চলছে রেকর্ডের বন্যা। বোলারদের চেয়েও ব্যাটাররা রেকর্ড গড়ছেন মুড়ি-মুড়কির মতো। এবার ইংল্যান্ডের এই ১০০ বলের টুর্নামেন্টে ভেঙে গেল তিন বছরের পুরোনো রেকর্ড। এই ম্যাচে হয়েছে ছক্কার বন্যা।
১৩ ঘণ্টা আগে