Ajker Patrika

অনুশীলনে ফিরেছেন মেসি, খেলবেন কি পরের ম্যাচ 

অনুশীলনে ফিরেছেন মেসি, খেলবেন কি পরের ম্যাচ 

ইন্টার মায়ামিতে এসে চোটের ‘অভিশাপেই’ যেন পড়েছেন লিওনেল মেসি। চোটে পড়ায় মায়ামির জার্সিতে খেলতে পারেননি টানা তিন ম্যাচ। মায়ামিও পারেনি জিততে। এবার যেন ভক্ত-সমর্থকদের কিছুটা স্বস্তিই দিলেন মেসি। মায়ামির অনুশীলনে ফিরেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার। 

মেজর লিগ সকারে (এমএলএস) পরশু শিকাগোর বিপক্ষে খেলবে মায়ামি। বাংলাদেশ সময় ভোর সাড়ে ছয়টায় শুরু হবে ম্যাচটি। তার আগে আজ অনুশীলনে ফিরলেন মেসি। আমেরিকার সংবাদমাধ্যম মায়ামি হেরাল্ড মেসির ফেরার কথা জানিয়েছে। সামাজিকমাধ্যমে মেসির অনুশীলনের ভিডিও ভাইরাল হয়ে যায় মুহূর্তেই।

অনুশীলনে ফিরলেও মেসি খেলবেন কি না তা এখনো নিশ্চিত নয়। মেসিকে নিয়ে আরেকটু পর্যবেক্ষণ করা দরকার বলে মনে করেন মায়ামি কোচ জেরার্দো টাটা মার্তিনো। মায়ামি কোচ বলেন, ‘লিও মেসির ব্যাপারে তার অনুশীলনের ব্যাপারটাও আমাদের দেখতে হবে। সে (মেসি) ঝুঁকিতে রয়েছে কি না সেটা আমরা দেখব। তারপর ভেবে দেখব সে ভ্রমণ করতে পারবে কি পারবে না। আজ অথবা আগামীকাল দলের সঙ্গে তার কাজ করার কথা। কিন্তু কাল (বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টা) তো ম্যাচ রয়েছে। সম্ভবত আজ সে তার ওয়ার্ম আপের প্রথম কাজটুকু করবে। তবে তার প্রয়োজন অনুযায়ী অনুশীলন করতে হবে।’ 

ইন্টার মায়ামির হয়ে এখন পর্যন্ত ১২ ম্যাচ খেলে করেছেন ১১ গোল আর ৫ গোলে অ্যাসিস্ট করেছেন। মায়ামির জার্সিতে খেলার এক মাসের মধ্যেই জিতেছেন শিরোপা। মেসি জাদুতে মায়ামি জিতেছে লিগস কাপের শিরোপা। যা মায়ামির ইতিহাসে প্রথম মেজর কোনো শিরোপা। জাদুকরী ফ্রি কিকে একের পর এক গোলে মুগ্ধতা ছড়িয়েছেন তিনি। লিগস কাপ, মেজর লিগ সকার (এমএলএস) দুটো টুর্নামেন্টেই্ নিজের অভিষেক ম্যাচে বদলি হিসেবে নেমে গোল করেছেন আর্জেন্টিনার এই বিশ্বজয়ী ফুটবলার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত