Ajker Patrika

দলে থাকলেও এলিটার খেলা নিয়ে সংশয়

দলে থাকলেও এলিটার খেলা নিয়ে সংশয়

সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রাথমিক দলে আছেন এলিটা কিংসলে। তবে দলে থাকলেও ভিসা জটিলতায় সাবেক এই নাইজেরিয়ান ফরোয়ার্ডের বাংলাদেশ দলে প্রথমবার খেলা নিয়ে আছে সংশয়। 

বাংলাদেশের মেয়েকে বিয়ে করে এখানেই থিতু হওয়া এলিটা অনেক কাঠখড় পুড়িয়ে পেয়েছেন নাগরিকত্ব। জাতীয় পরিচয়পত্রও এসেছে তাঁর হাতে। একজন জাত স্ট্রাইকারের অভাব পূরণে এলিটাকে দলেও রেখেছেন নতুন কোচ অস্কার ব্রুজোন। কিন্তু তাঁর খেলার ব্যাপারে এখনো সবুজ সংকেত দেয়নি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও এশিয়ান ফুটবলের অভিভাবক সংস্থা এএফসি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে) স্পষ্ট ভাষায় কিছু বলতে পারছে না। 

আজ বিকেলে বাংলাদেশ দলের অনুশীলন দেখতে এসে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন এলিটাকে নিয়ে জানালেন সংশয়ে কথা, ‘এখানে দুটা প্রশ্ন। একটা এএফসি আরেকটা ফিফা। তারা কম করবে না করবে এখানে (ঢাকায়) থেকে আমি বলতে পারব না। আমাদের যতখানি করার আছে, করব।’ 

কোচ ব্রুজোন অবশ্য জানিয়েছেন, এলিটা শেষ পর্যন্ত খেললেও দলের পরিকল্পনা বদলাবে না। তা ছাড়া এলিটা খেললেও সেটি অনেক যদি-কিন্তুর ওপর নির্ভর করবে। তবে সে খেলুক বা খেলুক, তা নিয়ে খুব বেশি ভাবছে না বাফুফে। 

সালাউদ্দিন বলছেন, ‘ও এলে যে আমাদের আক্রমণভাগের পরিকল্পনা বদলে যাবে এটাও না। কারণ আমরা তার ফিটনেস, পজিশন নিয়ে খুব একটা ভাবছি না।’ 

এলিটা ‘নম্বর নাইন’ পজিশনে খেলবেন। সে নিজেও এটা নিয়ে আশাবাদী। তবে সাফে লাল-সবুজের হয়ে তার খেলা নিয়ে পরিষ্কার কোনো ধারণা নেই বাফুফের কাছে। এ প্রসঙ্গে সালাউদ্দিনের ভাষ্য, ‘ফিফার কাগজ আমার হাতে নেই। কোচও এই ব্যাপারে আমাকে এখনো কিছু বলেনি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত